Hooghly News: কয়েকমাস ধরে 'হাইটেক' এই চুরি ধরতে হিমশিম খাচ্ছিল পুলিশ, অবশেষে জালে 'ব্যাটারি গ্যাং'

Hooghly News: এই দুষ্কৃতীদের ধরতে রীতিমতো প্ল্যান সাজিয়ে এগিয়েছিল পুলিশ। বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে শেষমেশ মেলে সাফল্য। বড়সড় এই চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
Uttam Dutta
New Update
5 are arrested on charges of theft of mobile companys tower battery: মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের ৫ জন গ্রেফতার

Hooghly News: টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের ৫ পাণ্ডা গ্রেফতার।

এবার খোঁজ মিলল 'ব্যাটারি গ্যাং'-এর। হুগলির তারকেশ্বরে ভাড়াবাড়িতে ঘাঁটি গেড়েই চলতো 'অপারেশন'। ওই এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে টাওয়ারের ব্যাটারি চুরি করত দুষ্কৃতীরা। মাসখানেক ধরে পেছনে লেগে থাকার পর অবশেষে গুড়াপ থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে গুড়াপ থানায় বসে ডি. এস. পি (ডি অ্যনড টি) প্রিয়ব্রত বক্সি সাংবাদিকদের জানান, এই 'ব্যাটারি গ্যাং' গত কয়েক মাস ধরে দুই জেলায় পরপর 'হাইটেক' কায়দায় চুরি করছিল। 

Advertisment

মোট ৫ জন গ্রেফতার হয়েছে। এদের  মধ্যে ২ জন একটি বেসরকারি টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান। পুলিশ সূত্রের দাবি, দক্ষ টেকনিশিয়ান ছাড়া টাওয়ারের ব্যাটারি খোলা অসম্ভব। কারণ তাতে বিস্ফোরণের আশঙ্কা থেকে যায়। পুলিশ আরও জানিয়েছে, ওই ৫ জনকে চুঁচুড়া আদালতে পাঠিয়ে ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। উল্লেখ্য, মাস খানেক ধরে হুগলি গ্রামীণ পুলিশ জেলার অন্তর্গত গুড়াপ, দাদপুর, হরিপাল এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার মেমারি এবং জামালপুর থানার প্রায় ১২-১৩টি ফোন টাওয়ারের ব্যাটারি চুরি যাচ্ছিল। 

প্রতিটি থানাতেই ব্যাটারি চুরির ব্যাপারে একাধিক কেস রুজু হয়েছে। নড়েচড়ে বসে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে হুগলি জেলার সংশ্লিষ্ট থানা গুলিতে স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি হয়। সেই গ্রুপ প্রত্যেকটি কেস খুঁটিয়ে দেখা শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ, টাওয়ার লোকেশন অনুযায়ী এলাকার শেষ কল, সবই খুঁটিয়ে দেখা হয়। মাসখানেক পরে সম্প্রতি গুড়াপ থানার পুলিশ টাওয়ার লোকেশন থেকে একটি ছোট লিড পায়। ওই থানার ওসি বাপি হালদার গাড়ি সহ এক ড্রাইভারকে আটক করে। সেই ড্রাইভারের সূত্র ধরে প্রচুর ব্যাটারির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দু'জন টেকনিশিয়ানও রয়েছেন। 

আরও পড়ুন- West Bengal News Live: 'সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান তৃণমূলের', মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে ধুয়ে দিলেন যোগী

Advertisment

ধৃত দুই টেকনিশিয়ান বেসরকারি টাওয়ার সংস্থায় কাজ করতেন। যে পরিমাণ ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য ১৫ লক্ষ টাকারও বেশি। হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গুড়াপ থানা অধিকাংশ ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। ধৃত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বরে। একজনের বাড়ি ঝাড়গ্রামে। অন্য একজনের বাড়ি পাণ্ডুয়ায়।

আরও পড়ুন- Hooghly News: বচসার জেরে সহপাঠীর বুকে সজোরে ঘুষি! বেঘোরে প্রাণ খোয়াল দশম শ্রেণির ছাত্র

Hooghly Bengali News Today Hooghly Incident hooghly news news in west bengal news of west bengal