classmate killed student in a school:সহপাঠীর ঘুঁষিতে মৃত্যু ছাত্রের। স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হুগলির চাঁপদানি আর্য বিদ্যাপীঠ বিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম অভিনব জালান (১৫)। জানা গিয়েছে, বুঘবার দুপুর একটা নাগাদ ক্লাস টেনের ঘরে শিক্ষকের অনুপস্থিতিতে দুই দল ছাত্র কোনও একটি বিষয় নিয়ে বচসায় জড়ায়। তা থেকেই শেষমেশ এই চরম পরিণতির শিকার হয় এক ছাত্র।
জানা গিয়েছে, এদিন ছাত্রদের মধ্যে বচসাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময়ে কোনও এক সহপাঠীর ঘুঁষি অভিনবের বুকে লাগে। তৎক্ষণাৎ সে মেঝেতে লুটিয়ে পড়ে। প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিল ছাত্রটি। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত অসুস্থ হয়ে পড়া ছাত্রটিকে স্থানীয় গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসকরা অভিনব জালান নামে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর চাউর হতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। অভিভাবকদের একটি বড় অংশ স্কুলের সামনে এসে বিক্ষোভে ফেটে পড়েন।
আরও পড়ুন -Mysterious Death in Tangra:বাড়িতে তিন মহিলার দেহ, আত্মহত্যা করতেই বেরিয়ে যান দুই ভাই? ট্যাংরা-কাণ্ডে রহস্য বাড়ছে
স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষ রীতিমতো হতাশ। এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটে সেই সময় তিনি মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। খবর পেয়েই তিনি ESI হাসপাতালে চলে যান। মৃত ছাত্রের বাবা গনেশ জালান বলেন, “শিক্ষকদের সামনে কী করে ছাত্ররা মারামারি করে? স্কুলে কোনও পড়াশোনা হয় না। আমার ছেলের মৃত্যু জন্য যে দায়ী তার শাস্তি চাই।" অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: 'সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান তৃণমূলের', মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে ধুয়ে দিলেন যোগী