বাংলা মেগা সিরিয়ালের অচলাবস্থায় রাশ টানতে সরাসরি হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বিকেল চারটেয় নবান্নে এই নিয়ে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সরকার সিন্ধান্ত নিতে সাহায্য করবে। আজ সকাল ১১টায় টেকনিশিয়ানস স্টুডিওতে মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় মুখোমুখি বসার কথা ছিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসারস ও পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের। পরে এই বৈঠক স্থান পরিবর্তন করে নবান্নে যায়।
আরও পড়ুন, অভিযোগ পাল্টা অভিযোগে বিপর্যস্ত টলিপাড়া, বন্ধ শুটিং
গত ৭ জুলাই টেলি অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাসের উপস্থিতিতে WATP ও আর্টিস্ট ফোরামের মধ্যের আলোচনায় কিছু সিন্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য, মাসের ১৫ তারিখের মধ্যে শিল্পীদের পারিশ্রমিক দেওয়া ও ১০ ঘন্টা কাজের দাবি। সেই দাবি মানা না হলে শনিবার থেকেই শুটিং বন্ধ হয় টলিপাড়ায়। শুটিংয়ের অচলাবস্থা কাটাতে বারবার আলোচনায় বসেও সুরাহা হয়নি। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকরা আলোচনা করে সোমবার থেকে রিপিট টেলিকাস্ট করার সিন্ধান্ত নিয়েছেন।
শেষমেষ সোমবার সাংবাদিক সম্মেলন করে ফোডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাদের অভিযোগ, প্রযোজক সংগঠন WATP মৌ-এ স্বাক্ষরিত কোন চুক্তিই মানছে না। আর প্রযোজকরা বলেন, কোনও মৌ আদৌ স্বাক্ষরিত হয়নি। যেটা হয়েছিল তা ‘মিনিটস অফ দ্য মিটিং’। যেদিন থেকে শিল্পীরা শুটিং বয়কট করেছেন সেদিন থেকেই সেই মধ্যস্থতা বাতিল হয়ে যায়।
আরও পড়ুন, জট কাটল না বাংলা সিরিয়ালের, সমাধানের চেষ্টায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
টানা পাঁচদিনের অচলায়তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টির মীমাংসায় এগিয়ে এসেছেন। বৃহস্পতিবারের বৈঠকে হাজির থাকবেন টেলি অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস, সহ-সভাপতি শ্রীকান্ত মোহতা, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার তরফে স্বরূপ বিশ্বাস ও আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগেও কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সমস্যার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী। তাই এবারও আশা করা হচ্ছে তাঁর মধ্যস্থতাতেই জট খুলতে পারে টেলি সমস্যার।