Attack on police in bhangar and kultali area of South 24 Parganas: আবারও আক্রান্ত আইনের রক্ষকরা। পৃথক দুটি ঘটনায় পুলিশের উপর হামলা। জুয়ার ঠেক ভাঙতে গেলে রাস্তায় ফেলে মার পুলিশ-সিভিক ভলান্টিয়ারদের। অভিযুক্তদের ধরে থানায় আনার পথেই উপর্যুপরি হামলা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে এই জেলারই কুলতলিতে গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে দুই পুলিশকর্মীকে মারধরের অভিযোগে আটক করা হয়েছে দু'জনকে।
দিন কয়েক আগেই উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় দুই পুলিশকর্মীকে গুলি করে চম্পট দিয়েছিল আসামী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশের উপর গুলিচালনা নিয়ে কড়া হুঁশিয়ারির ইঙ্গিত দিয়েছিলেন। গোয়ালপোখর-কাণ্ডে অভিযুক্ত সাজ্জাক আলম পরে পুলিশের গুলিতেই মারা যায়। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই প্রান্তে আক্রান্ত হল পুলিশ।
জুয়ার আসর বন্ধ করতে গিয়ে বাঁশপেটা খেতে হল কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের। ভাঙড়ের শাকশহর এলাকার এই ঘটনা। ওই গ্রামে পীরের মেলায় জুয়ার আসর বসেছিল। অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ জুয়ার ঠেক বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে লোকজন। তখনই ভাঙড় থানার চার পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে স্থানীয়দের কয়েকজন। এই ঘটনায় শাসকদলের স্থানীয় কয়েকজন নেতার নাম জড়ায়।
আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict Live Updates: শিয়ালদা কোর্টে নিয়ে আসা হল সঞ্জয়কে, কিছুক্ষণেই সাজা ঘোষণা
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলারই কুলতলিতে রাস্তার উপর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলির জামতলা এলাকায়। সুখেন দাস ও কেষ্ট দাস নামে বারুইপুরের উত্তরভাগের বাসিন্দা ওই দুই ব্যক্তিকে আটক করেছে কুলতলি থানার পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live: আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস? বাংলাদেশ হাইকোর্টে শুনানির সম্ভাবনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরভাগ থেকে ওই দুই ব্যক্তি সহ চারজন একটি গাড়িতে পড়ে কৈখালিতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে জামতলার কাছে যানজটের মধ্যে রাস্তার উপর গাড়ি রাখা নিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বচসা বেধে যায় তাঁদের। দুই ব্যক্তি মত্ত অবস্থায় ছিল বলে জানায় পুলিশ। বচসার মধ্যেই পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই দু'জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন- success story: স্বনির্ভরতার দিশা দেখিয়েছেন মহিলাদের, সুন্দরবনের সেই বধূ পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার