West Bengal News Highlights: পার্ক সার্কাস স্টেশনের কাছে কারখানায় বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল, এলাকায় চরম আতঙ্ক

West Bengal News Highlights Today 20 Jan, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: অস্ত্র রাখার নিদান বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বাংলাদেশের অশান্তির আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। সুকান্ত মজুমদার এবার আরও একধাপ বেড়ে বললেন, "নিজেদের ধর্ম-সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান? ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। সেই সঙ্গে ভালো হিন্দুও বানান। বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারেন তিনি ডাক্তার অফিসার যাই হোন না কেন দু'পয়সাও দাম থাকবে না। উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে যেতে হবে।"

Advertisment

এদিকে ফের আক্রান্ত পুলিশ। এবার জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। বাঁশ দিয়ে পেটানো হয় কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারদের। ভাঙড়ের শাকশহর গ্রামে রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জুয়ার ঠেক বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের ধরতে গেলে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে লোকজন। তখনই ভাঙড় থানার চার পুলিশকর্মীকে মারধর করা হয়। এই ঘটনায় শাসকদলের স্থানীয় কয়েকজন নেতার নাম জড়ায়। অন্যদিকে, পুলিশের উপর হামলার এই একই ঘটনা ঘটেছে কুলতলির জামতলাতেও। গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে দুই পুলিশকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। পরে তাদের দু'জনকেই আটক করা হয়েছে।

এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরই ইংরেজি মাধ্যম ভাই মাদ্রাসা চালু হয়ে যাচ্ছে রাজ্যে। চলতি শিক্ষাবর্ষ থেকেই হাওড়ার পাঁচলার বেলডুবিতে হাওড়া জেলার একমাত্র ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসায় প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর পঠন-পাঠন চালু হয়ে যাচ্ছে। ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসা করার সিদ্ধান্ত হয়েছিল বহু আগে। এবার আপাতত হাওড়ার পাঁচলায় এই হাই মাদ্রাসায় তিন জন শিক্ষক নিয়োগ করে চালু করা হবে বলে জানা গিয়েছে। PSC-র মাধ্যমে আগামী দিনে এই হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে।

  • Jan 20, 2025 17:57 IST

    West Bengal News Live: দাউ দাউ জ্বলছে কারখানা, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, বন্ধ ট্রেন চলাচল

    দাউদাউ করে জ্বলছে পার্ক সার্কাস স্টেশনের কাছে তিলজলার কারখানা। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। যাত্রী নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বন্ধ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। 



  • Jan 20, 2025 16:56 IST

    West Bengal News Live: পার্ক সার্কাসে কারখানায় বিধ্বংসী আগুন

    পার্ক সার্কাস স্টেশনের কাছে একটি চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে। দূর থেকেই জল দেওয়ার কাজ করছে দমকল।



  • Advertisment
  • Jan 20, 2025 16:22 IST

    West Bengal News Live: শুরু প্রতিবাদ মিছিল

    আরজি কর কাণ্ডে আজই সঞ্জয় রায়ের আমৃত্যু সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তবে আদালতের এই রায়ে সন্তুষ্ট নয় অভয়া মঞ্চ। শিয়ালদহ আদালত থেকে শুরু প্রতিবাদ মিছিল।



  • Jan 20, 2025 14:31 IST

    West Bengal News Live: হাইকোর্টে আরজি কর আন্দোলনের মুখ আসফাকুল্লা নাইয়া

    এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জুনিয়ার চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা বাইয়া। সেই আসফাকুল্লা নাইয়াকে পুলিশ তলব করেছিল সোমবার। তবে এদিন ইলেকট্রনিক্স কমপ্লেস থানায় হাজিরা দেননি তিনি। সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আসফাকুল্লা। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ ভিত্তিহীন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। পিজিটি হয়েও নিজেকে সার্জন হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা করেছিলেন আসফাকুল্লা নাইয়া, এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।



  • Jan 20, 2025 14:16 IST

    West Bengal News Live: হেরোইন-সহ গ্রেপ্তার ৩

    গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর থানার হোগলা থেকে ১১০ গ্রাম হেরোইন সহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা ওই হেরোইনের আনুমানিক বাজারদর এক লক্ষ টাকা। ধৃতদের নাম জহিরউদ্দিন শেখ, শামিম মণ্ডল ও বাপ্পা শেখ। ধৃত তিন ব্যক্তি নদিয়া জেলার বাসিন্দা।



  • Jan 20, 2025 13:41 IST

    West Bengal News Live: সঞ্জয়কে ফাঁসি দিতে হলে আমার হাত কাঁপবে না: মহাদেব

    সোমবার আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা (rg kar case verdict)। সঞ্জয় রায়ের (Sanjay Roy) মৃত্যুদণ্ডও হতে পারে। তবে সত্যিই যদি সঞ্জয়ের মৃত্যুদণ্ড হয় তবে তাঁর ডাক করতে পারে বলে মনে করছেন নাটা মল্লিকের পুত্র মহাদেব মল্লিক। ২০০৪ সালে হেতাল পারেখ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। সেই ধনঞ্জয়ের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল। ধনঞ্জয়কে মহাদেব মল্লিকের বাবা নাটা মল্লিকই ফাঁসিতে ঝুলিয়েছিলেন।

    বিস্তারিত পড়ুন-RG Kar Case Sealdah Court Verdict: 'সঞ্জয়কে ফাঁসি দিতে হলে আমার হাত কাঁপবে না', সাজা ঘোষণার আগেই বললেন মহাদেব



  • Jan 20, 2025 12:27 IST

    West Bengal News Live:ফাঁসির দাবি আগে আমিও করেছি: মুখ্যমন্ত্রী

    একটু পরেই আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা। তার ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,
    আদালত তার রায় না দেওয়া পর্যন্ত তিনি মন্তব্য করবেন না। তবে তিনি বলেন, "আমিও আগে মৃত্যুদণ্ড দাবি করেছিলাম। যা সিদ্ধান্ত সেটা বিচারকই নেবেন।"



  • Jan 20, 2025 10:49 IST

    West Bengal News Live: আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

    প্রশাসনিক বৈঠকে সোমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুর্শিদাবাদে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আরও ১৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করবেন তিনি।



  • Jan 20, 2025 10:33 IST

    West Bengal News Live: মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার

    পূর্ব মেদিনীপুরের ময়নার রায়চক এলাকার চণ্ডানদীর ধারে বস্তা বন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েচেন, বস্তায় এক মহিলার দেহ রয়েছে বলেই অনুমান। ঘটনার খবর যায় ময়না থানায়। পুলিশ এসে নদী থেকে দেহটি উদ্ধার করছে।



  • Jan 20, 2025 10:26 IST

    West Bengal News Live:জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ?

    দেড় মাসেরও বেশি সম ধরে বাংলাদেশে জেলবন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আজ বাংলাদেশ হাইকোর্টের তাঁর জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। নতুন বছরের দ্বিতীয় দিন চট্টগ্রাম নগরদায়রা আদালতে খারিজ হয়ে যায় ইসকনের সন্ন্যাসীর জামিনের আবেদন। আজ বাংলাদেশ হাইকোর্টে তাঁর জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা।



  • Jan 20, 2025 10:22 IST

    West Bengal News Live: পথ দুর্ঘটনায় মৃত্যু

    বাইক নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাইকের, মৃত্যু সাউথ গড়িয়া এলাকার বাসিন্দা মৃণাল কান্তিবর্গীর। স্থানীয় মানুষ জন তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, বারুইপুরের রামনগর এলাকায় বাইক নিয়ে কাজে যাওয়ার পথে মোটরভ্যান ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম হন দুই ব্যক্তি, আহতদের নাম রউফ আলি সরদার ও সিরাজুল সরদার। দু'জনের বাড়ি বারুইপুর থানার ছয়ানি এলাকায়। 



  • Jan 20, 2025 10:06 IST

    West Bengal News Live:বধূ পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার

    সামান্য গৃহবধূ থেকে হয়ে ওঠেন পুরোদস্তুর চাষি। ধাপে ধাপে চাষের কাজে নিয়ে আসেন এলাকার মহিলাদেরও। এভাবেই প্রায় হাজার দু’য়েক মহিলাকে চাষের কাজে স্বনির্ভরতার দিশা দেখানো বর্ণালী ধাড়া এবার ‘বিশিষ্ট চাষি’ হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ ২৪ পরগনার কুলপির প্রত্যন্ত অশ্বত্থতলা গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের বর্ণালী আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে পুরস্কার নেবেন। এবার সারা দেশ থেকে দশ জন চাষি এই পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পাচ্ছেন একমাত্র বর্ণালীই।

    বিস্তারিত পড়ুন- success story: স্বনির্ভরতার দিশা দেখিয়েছেন মহিলাদের, সুন্দরবনের সেই বধূ পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার



  • Jan 20, 2025 09:28 IST

    West Bengal News Live: আর হাড়কাঁপানো শীতের সম্ভাবনা কতটা?

    পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে উত্তুরে হওয়ার গতি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। ফের পশ্চিমীঝঞ্ঝাই উত্তুরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে এই সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বেশ কম। বরং চলতি সপ্তাহে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Forecast: চলতি মরশুমে আর হাড়কাঁপানো শীতের সম্ভাবনা কতটা? খোলসা করল হাওয়া অফিস



  • Jan 20, 2025 09:27 IST

    West Bengal News Live: গাড়ি রাখা নিয়ে বচসার জেরে পুলিশকে মার

    রাস্তার উপর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলির জামতলা এলাকায়। সুখেন দাস ও কেষ্ট দাস নামে বারুইপুরের উত্তরভাগের বাসিন্দা ওই দুই ব্যক্তিকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। 



  • Jan 20, 2025 09:26 IST

    West Bengal News Live: নদিয়া থেকে ঢুকেছিল সইফের হামলাকারী: সুকান্ত

    এবার মুম্বাইয়ে বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুকান্ত। তিনি বলেন, "দিদির অনুপ্রেরণা। নদিয়া থেকে ঢুকিয়ে চালান করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সইফের পেছনে চাকু গেঁথেছে।"



  • Jan 20, 2025 09:16 IST

    West Bengal News Live: তুমুল অশান্তি সল্টলেকে

    বিজেপির বিক্ষোভ কর্মসূচির আগের দিন স্টেজ তৈরি আটকাল পুলিশ। স্টেজ তৈরিতে বাধা ঘিরে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। সোমবার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে স্যালাইন-কাণ্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব। গতকাল রাতে সেই কর্মসূচির জন্য স্টেজ তৈরি করতে যায় বিজেপি কর্মীরা। তখনই তাদের স্টেজ তৈরিতে বাধা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের দাবি তাদের কাছে অনুমতি থাকলেও পুলিশ তাদের বাধা দিচ্ছে। তবে পুলিশের দাবি তাদের কাছে কোনও লিখিত অনুমতি নেই।



Bangla News Bengali News Today RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict