New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/27/Zjd1Vks7JppwfscuJ8mP.jpg)
Paschim Bardhaman News: পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ক্ষুব্ধ জনতার। ছবি: অনির্বাণ কর্মকার।
Paschim Bardhaman News: পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ক্ষুব্ধ জনতার। ছবি: অনির্বাণ কর্মকার।
Attacks on Police in paschim bardhaman Pandabeswar: আবারও আক্রান্ত পুলিশ। এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ইটের ঘায়ে কপাল ফাটল ডিসি-র। ওই যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার তদন্ত নেমে স্থানীয় এক দম্পতিকে আটক করে পুলিশ। তবে মৃত যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের বাসিন্দা পল্লব নামে এক যুবক। ওই যুবকের সঙ্গে এলাকারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে ওই মহিলার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘটনাটি জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকায় জড়ো হয়ে যান বাসিন্দারা। ততক্ষণে খবর পৌঁছে গিয়েছে পুলিশের কাছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতেই উত্তেজনা আরও চরমে পৌঁছে যায়।
মৃত যুবকের পরিবারের সদস্যরা পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। মুহূর্তের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ জনতা আশেপাশে থাকা একাধিক সাইকেল, বাইক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের লক্ষ্য করে চলে ইট-পাথর বৃষ্টি। ইটের ঘায়ে কপাল ফাটে ডিসি অভিষেক গুপ্তার।
আরও পড়ুন- Thakurnagar: তৃণমূলের মমতাবালার পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়কের, বারুণীর আবহে বিরল সৌজন্য!
এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে এরপর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ করে এলাকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা গিয়েছে পুলিশকে। পুলিশের উপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।