Thakurnagar: তৃণমূলের মমতাবালার পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়কের, বারুণীর আবহে বিরল সৌজন্য!

Baruini Mela 2025: বৃহস্পতিবার থেকে শুরু ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা। তার আগে নজিরবিহীন ছবি ঠাকুরবাড়িতে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম বর্ষীয়ান বিজেপি বিধায়কের।

Baruini Mela 2025: বৃহস্পতিবার থেকে শুরু ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা। তার আগে নজিরবিহীন ছবি ঠাকুরবাড়িতে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম বর্ষীয়ান বিজেপি বিধায়কের।

author-image
IE Bangla Web Desk
New Update
baruni mela Ashim Sarkar bows down to Mamatabala thakur by touching her feet

Mamatabala Thakur & Ashim Sarkar: মমতাবালা ঠাকুর ও অসীম সরকার।

Ashim Sarkar bows down to Mamatabala thakur by touching her feet: ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা (Baruni Mela 2025) এবার একযোগে পরিচালনা করছে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের সংগঠন। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ঠাকুরনগরে শুরু বারুণী মেলা। তার আগে বুধবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে বেনজির ছবি। তৃণমূলের রাজ্যসভার সংসদ তথা ঠাকুরবাড়ি সদস্যা মমতাবালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল হরিণঘাটার BJP বিধায়ক অসীম সরকারকে।

Advertisment

বৃহস্পতিবার থেকে শুরু বিখ্যাত বারুণী মেলা। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা পুণ্যস্নানের জন্য হাজির হন ঠাকুরবাড়িতে। গতবার এই বারুমী মেলাকে কেন্দ্র করে চূড়ান্ত গন্ডগোল হয়েছিল। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূলের মমতাবালা ঠাকুরের সংগঠনের দ্বৈরথ দেখেছিল মতুয়া সমাজ।

তবে এবার শান্তনু এবং মমতাবালা ঠাকুরের সংগঠন একত্রিত হয়ে এই বারুণী মেলা পরিচালনা করছে। বুধবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে গিয়ে মমতাবালা ঠাকুরের সঙ্গে দেখা করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। মমতাবালা ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেন তিনি। আজকের বঙ্গ রাজনীতিতে যে ছবি সত্যিই বিরল।

আরও পড়ুন- Fan touched Virat Kohli's feet:ইডেনে কোহলিকে সাষ্টাঙ্গে প্রণাম, এখনও ঘোর কাটেনি ঋতুপর্ণর! বাবা-মা অন্য দুশ্চিন্তায়

Advertisment

এক তৃণমূল সাংসদদের পা ছুঁয়ে প্রণাম করছেন বিজেপির বিধায়ক, এই ছবি কার্যত আজ নজিরবিহীন। মমতাবালা ঠাকুরকে প্রণাম করার পর অসীম সরকার বলেছেন, "ভক্তদের এটাই চাওয়া ছিল। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। মতুয়া পরিবার চায় আমরা সবাই একত্রিত হই। পিছনের দিকের কথা সবাই ভুলে যান।" অন্যদিকে মমতাবলা ঠাকুরও সৌজন্যতার সুরে বলেন, "একটা সংসার থাকলে ভুল বোঝাবুঝি হয়। এটাই তো জগতের নিয়ম।"

আরও পড়ুন- West Bengal News Live:আজ অক্সফোর্ডে ভাষণ মমতার, উঠতে পারে আরজি কর প্রসঙ্গও

Bengali News Today news in west bengal news of west bengal Matua Mamatabala thakur Ashim Sarkar