West Bengal News Highlights: পায়ে হেঁটে অক্সফোর্ড ঘুরে দেখলেন মমতা, সঙ্গী হলেন সৌরভ

West Bengal News Highlights 27 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights 27 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee at Oxford: বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখতে ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at Oxford: বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখতে ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী

Latest West Bengal News Highlights: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের শেষ কর্মসূচি আজ। এবার বক্তা হিসাবে তিনি আমন্ত্রিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে। সেখানেই বক্তৃতা রাখার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতা করেন। এদিন ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, সংগ্রহশালা ঘুরে দেখেন মমতা। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। স্থানীয় সময় দুপুর ২টোয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান মমতা। বিকেল সাড়ে পাঁচটায় কেলগ কলেজের প্রেক্ষাগৃহ দ্য হাব-এ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে দর্শকদের সঙ্গেও আলাপচারিতা করবেন তিনি। আলোচনা সভার আগে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যান্ডমার্ক ঘুরিয়ে দেখায় কর্তৃপক্ষ। 

Advertisment

বারুইপুরে বিজেপি-র প্রতিবাদ সভা থেকে ফের তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন তিনি। শুভেন্দুর দাবি, বিহারে একসময় 'জঙ্গল রাজ' ছিল। অশ্বমেধের ঘোড়া নরেন্দ্র মোদী এবং বিজেপি সেই 'জঙ্গল রাজ' খতম করেছেন। বারুইপুরে তাঁর উপর যেমন হামলা হয়েছে, তেমনই দিল্লিতেও শাসকদলের সাংসদরা রয়েছেন বলে এদিন তৃণমূলকে স্মরণ করিয়ে দেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের শেষ কর্মসূচি আজ। এবার বক্তা হিসাবে তিনি আমন্ত্রিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে। সেখানেই বক্তৃতা রাখার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতা করবেন। পাশাপাশি ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, সংগ্রহশালা ঘুরে দেখবেন মমতা। সঙ্গে নিয়েছেন নিজের লেখা বই এবং আঁকা ছবি। সেগুলি উপহার হিসাবে দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে উল্লেখযোগ্য বিষয়, গাড়িতে নয়, আর ৫ জন সাধারণ ব্রিটেনবাসীর মতো বাসে করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

  • Mar 27, 2025 19:29 IST

    West Bengal News Live: 'কোনও হিন্দুকে ভোট দিতে দেয়নি, সব হিসেব হবে', বারুইপুর থেকে ফের হুঙ্কার শুভেন্দুর

    বারুইপুরে বিজেপির প্রতিবাদ সভা থেকে ফের তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন তিনি। শুভেন্দুর দাবি, বিহারে একসময় 'জঙ্গল রাজ' ছিল। অশ্বমেধের ঘোড়া নরেন্দ্র মোদী এবং বিজেপি সেই 'জঙ্গল রাজ' খতম করেছেন। বারুইপুরে তাঁর উপর যেমন হামলা হয়েছে, তেমনই দিল্লিতেও শাসকদলের সাংসদরা রয়েছেন বলে এদিন তৃণমূলকে স্মরণ করিয়ে দেন শুভেন্দু।

     



  • Mar 27, 2025 18:14 IST

    West Bengal News Live: গাড়িতে নয়, বাসে চেপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চললেন বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের শেষ কর্মসূচি আজ। এবার বক্তা হিসাবে তিনি আমন্ত্রিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে। সেখানেই বক্তৃতা রাখার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতা করবেন। পাশাপাশি ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, সংগ্রহশালা ঘুরে দেখবেন মমতা। সঙ্গে নিয়েছেন নিজের লেখা বই এবং আঁকা ছবি। সেগুলি উপহার হিসাবে দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে উল্লেখযোগ্য বিষয়, গাড়িতে নয়, আর ৫ জন সাধারণ ব্রিটেনবাসীর মতো বাসে করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।



  • Advertisment
  • Mar 27, 2025 16:11 IST

    West Bengal News Live:ডোমজুড়ের সলপে শিশুর দেহ উদ্ধার

    ডোমজুড়ের সলপে চার বছরের শিশুর ঝলসানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির কাছে হাত-পা বাঁধা অবস্থায় চার বছরে শিশুর দেহ উদ্ধার হয়েছে। শিশুটির মুখে আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ডোমজুড়ের সলপের দাসপাড়ার ঘটনা। সকাল ৯টার পর থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় শিশুটি। বেলা ১২টা নাগাদ বাড়ির কিছুটা দূরে জঙ্গলে শিশুটির দেহ পড়ে থাকতে দেখা যায়। গলায় ফাঁস লাগানো ছিল শিশুটির। তার শরীরে বিভিন্ন অংশ আগুনে ঝলসে গিয়েছিল। শিশুটির দেহ উদ্ধারের পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্নিফার ডগ নিয়ে ঘটনার তদন্তে পুলিশ। 



  • Mar 27, 2025 16:06 IST

    West Bengal News Live:একটু পরেই অক্সফোর্ডে ভাষণ মমতার

    আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের অনুষ্ঠানে বক্তৃতা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের কেলগ কলেজে সামাজিক উন্নয়ন: বালিকা শিশু এবং মহিলা ক্ষমতায়নের বিষয়ে বক্তৃতা রাখবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মূল কর্মসূচির আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নানা স্মারক মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে দেখাতে পারেন কর্তৃপক্ষ। এদিকে আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আরজি করের প্রসঙ্গও তুলতে পারেন কেউ কেউ। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে সফররত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আগেই স্পষ্টভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ওরা বল করলে আমিও ব্যাটিং শুরু করব। ছক্কা মারব। ওরা কী ভেবেছে.. আমি তৈরি হয়ে আসিনি? নথি আমার কাছেও আছে।"



  • Mar 27, 2025 15:02 IST

    West Bengal News Live:কলেজে ছাত্র-ভোট নিয়ে রাজ্যকে কী নির্দেশ হাইকোর্টের?

    কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের কলেজগুলিতে নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা দফতর ও রাজ্য সরকারের পদক্ষেপের ব্যাপারে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দফতরের কাছে হলফনামা তলব করেছে আদালত।

    বিস্তারিত পড়ুন-Student's Union Election:'কলেজে ভোট না হলে ক্ষোভ বাড়ে ছাত্রদের', বললেন প্রধান বিচারপতি, রাজ্যকে কী নির্দেশ?



  • Mar 27, 2025 14:23 IST

    West Bengal News Live:মিথ্যা মামলায় কোণঠাসার চেষ্টা: অর্জুন

    বুধবার রাতে ফের ভাটপাড়ায় শুটআউট হয়। BJP নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চলে। গুলির আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন অর্জুন সিং ও তার সঙ্গীরা। এক যুবকও গুলিবিদ্ধ হয়েছেন। অর্জুনের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। পাল্টা BJP নেতার দাবি উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, অর্জুন সিংই গুলি চালিয়েছিলেন। এদিকে, এই ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধেই মামলা রুজু করেছে পুলিশ। তাকে ডেকে পাঠানো হয়েছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে অর্জুন সিং বলেন, "যখন আমরা পৌঁছেছি গুলি চালাতে চালাতে পালিয়েছে। ওখানে ১০-১২টা সিসি ক্যামেরা আছে। ওটা বের করে দেখাক যে অর্জুন সিং গুলি চালিয়েছে। অর্জুন সিংয়ের এত খারাপ দিন আসেনি। আমি বা আমার সঙ্গে থাকা কেউ গুলি চালায়নি। পুলিশ মিথ্যা অভিযোগ এনেছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুন করিয়ে দেবে, এই পরিকল্পনা করছে। এটা বলার পর আমার নামে একটা মামলা হয়। দু'দিন জিজ্ঞাসাবাদ করে। ১৭৩টি মামলা আছে আমার নামে। এটা নিয়ে ১৭৪টা হল। মামলা করে করে এরা আমাদের কোণঠাসা করবে ভাবছে।" 



  • Mar 27, 2025 13:28 IST

    West Bengal News Live:মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর স্বামীর

    মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্বামীর হাতে প্রহৃত স্ত্রী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দহারানী গ্রামের। সাইফুল মোল্লার সঙ্গে প্রায় ৯ মাস আগে বাসন্তীর এক মহিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই মহিলা শ্বশুরবাড়িতে মাদকদ্রব্য বিক্রির বিষয়টি টের পান। সম্প্রতি এই ঘটনার প্রতিবাদ করেন তিনি। তারপরেই তার স্বামী তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকী ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয় তাকে। পুলিশে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন নির্যাতিতা। 



  • Mar 27, 2025 13:24 IST

    West Bengal News Live:অর্জুন-গড়ে শুটআউট নিয়ে চর্চায় দিলীপ-উবাচ!

    আবারও চেনা ছন্দে পুরনো মেজাজে BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধরে ধরে এক-একটি বিষয় নিয়ে নিজের মন্তব্য জানালেন বিজেপি নেতা। যা ঘিরে ফের বেড়েছে চর্চা। বুধবার রাতেই ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমাবাজি, গুলি চলে বলে অভিযোগ। এক যুবক গুলিবিদ্ধও হয়েছেন। সেই ঘটনায় অর্জুন সিংকেই তলব করেছে পুলিশ। ভাটপাড়ার শুটআউট (Bhatpara Shootout) নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "এটা কোনও খবর নয়। ওখানে গুলি না চললে খবর। একজন বলেছিল আমি রোজ মদ খাই না। সপ্তাহে দু'দিন খাই। বৃষ্টি পড়লে খাই। আর না পড়লে খাই। ব্যারাকপুরের এখন সেই অবস্থা। ওখানকার গরিব মানুষের কি শান্তিতে বাঁচার অধিকার নেই?"

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'ওখানে গুলি না চললে খবর', অর্জুন-গড়ে শুটআউটে চর্চায় দিলীপ-উবাচ!



  • Mar 27, 2025 12:31 IST

    West Bengal News Live:সামনে ট্রেন, রেললাইনে বাইক রেখে পালাল ২ যুবক

    হঠাৎ সামনে ট্রেন দেখে রেললাইনের উপর বাইক রেখে পালাল দুই যুবক। রেললাইন থেকে মোটরবাইক পার করতে গিয়ে বিপত্তি। ডাউন ক্যানিং লোকালের সামনে পড়ে যায় একটি বাইক, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বাইকটি, ট্রেন চালকের তৎপরতায় ব্রেককষে ট্রেন থামানো হয়। রেলের আধিকারিকরা এসে পরীক্ষা করে দেখার পর ট্রেন ছাড়ে। প্রায় ৪৫ মিনিট পর ডাউন ক্যানিং লোকাল ছাড়ে। সোনারপুরের মধুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে। বাইকচালক পলাতক। সোনারপুর জিআরপি এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায়।



  • Mar 27, 2025 12:27 IST

    West Bengal News Live:ইটের ঘায়ে কপাল ফাটল ডিসি-র

    আবারও আক্রান্ত পুলিশ। এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ইটের ঘায়ে মাথা ফাটল ডিসি-র। ওই যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার তদন্ত নেমে স্থানীয় এক দম্পতিকে আটক করে পুলিশ। তবে মৃত যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।

    বিস্তারিত পড়ুন- Attacks on Police:তুলকালাম কাণ্ড পাণ্ডবেশ্বরে! ইটের ঘায়ে কপাল ফাটল ডিসি-র



  • Mar 27, 2025 11:14 IST

    West Bengal News Live: TMC সাংসদের পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়কের

    ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা (Baruni Mela 2025) এবার একযোগে পরিচালনা করছে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের সংগঠন। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ঠাকুরনগরে শুরু বারুণী মেলা। তার আগে বুধবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে বেনজির ছবি। তৃণমূলের রাজ্যসভার সংসদ তথা ঠাকুরবাড়ি সদস্যা মমতাবালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল হরিণঘাটার BJP বিধায়ক অসীম সরকারকে।

    বিস্তারিত পড়ুন- Thakurnagar: তৃণমূলের মমতাবালার পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়কের, বারুণীর আবহে বিরল সৌজন্য!



  • Mar 27, 2025 10:42 IST

    West Bengal News Live: এখনও ঘোর কাটেনি ঋতুপর্ণর

    ইডেনে IPL-এর ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে গিয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) প্রণাম করে 'ধন্য' ঋতুপর্ণ পাখিরা। ভগবানের আসনে স্থান দেওয়া বিরাট কোহলিকে প্রণাম করা ও আলিঙ্গন করার সাধ পূর্ণ করতে পেরে ঋতুপর্ণ এখনও নস্টালজিয়ায় ভাসছে। তবে ছেলে নস্টালজিয়ায় ভাসলেও সেই পথের পথিক হতে পারেননি ঋতুপর্ণর বাবা ও দিদিরা। পুলিশের দায়ের করা মামলায় জামিন মিললেও আদালত পরবর্তী সময়ে কী পদক্ষেপ করবে, তা ভেবেই তাঁরা এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। সেই সঙ্গে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ঋতুপর্ণর ভবিষ্যৎতের কথা ভেবেও তারা চিন্তিত। 

    বিস্তারিত পড়ুন- Fan touched Virat Kohli's feet:ইডেনে কোহলিকে সাষ্টাঙ্গে প্রণাম, এখনও ঘোর কাটেনি ঋতুপর্ণর! বাবা-মা অন্য দুশ্চিন্তায়



  • Mar 27, 2025 09:45 IST

    West Bengal News Live: অর্জুনের বাড়ির বাইরে বোমাবাজি-গুলি

    আবারও দুষ্কৃতীদের দৌরাত্ম্য ভাটপাড়ায়। বুধবার রাতে ভাটপাড়ায় BJP নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলে বলে অভিযোগ। ঘটনার পরই রাস্তায় বেরিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন অর্জুন। তবে ততক্ষনে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

    বিস্তারিত পড়ুন- Bhatpara Shootout: ঘরে অনুগামীদের সঙ্গে কথা অর্জুনের, বাইরে পরপর গুলি, এলোপাথাড়ি বোমা



  • Mar 27, 2025 08:36 IST

    West Bengal News Live: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই চড়তে শুরু করেছে পারদ। ক্রমশই বাড়ছে গরমের অনুভূতি। মার্চ মাসের শেষের ক'দিন শহর থেকে জেলা সর্বত্র তাপমাত্রার পারদ আরও চড়বে। তবে এরই মাঝে রাজ্যের কয়েকটি জেলার ক্ষেত্রে বৃষ্টি নিয়ে স্বস্তির খবর মিলেছে। কী জানাচ্ছে আবহাওয়া দফতর? এসব জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?



Suvendu Adhikary Suvendu Adhikari CM Mamata banerjee Bengali News Today news in west bengal news of west bengal