Malda Crime: শাসক বিধায়ক ঘনিষ্ঠের উপর প্রাণঘাতী হামলা, দেদার ছুরির কোপ, চরম আতঙ্কে ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য

Attacks On sabitri Mitra's Car Driver : শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। গোটা এলাকা এখনও থমথমে।

author-image
Madhumita Dey
New Update
attacks on MLA sabitri mitra's car driver

জখম গাড়ি চালক অনুপ সাহা Photograph: (মধুমিতা দে )

Malda Crime:  মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়ির উপর হামলার দু সপ্তাহ কাটতে না কাটতেই এবারের সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা। 

Advertisment

শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। জানা গেছে সাবিত্রী মিত্রর গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল, বাড়ির সকলে এগিয়ে গেলেও পুরাতন মালদা ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পায় তিন চার জন দুষ্কৃতী মুখ বেঁধে রয়েছে। 

সেই দৃশ্য দেখে চালক ওই দুষ্কৃতীদের ছবি ক্যামরা বন্দি করতে গেলেই তিন দুষ্কৃতী তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন অনুপ। তার চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আওয়াজ পেয়ে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত অবস্থায় বাড়িতে রয়েছেন তিনি।  তবে এই ঘটনার জেরে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিরাট ফাঁপড়ে বাংলাদেশ! বিদ্যুতে আর কোনও ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী

Advertisment

ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসে মালদা থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে চালানো হচ্ছে জোর তল্লাশি। তবে আহত অনুপ সাহার বক্তব্য, 'কে বা কারা কী কারনে ভোরবেলা মুখ ঢেকে ওখানে ঘোরাঘুরি করছিল আমি ঠিক বুঝতে পারছি না।  তবে তাদের ভিডিও ক্যামেরা করতেই তারা আমার উপর ঝাপিয়ে পড়ে, সম্ভবত আমার উপরে আক্রোশ বশত এই ঘটনা ঘটিয়েছে তারা। 

অনুপের  স্ত্রীর বক্তব্য, ঘটনার পিছনে ঠিক কী কারণ তা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। যদিও ঘটনায় মুখ খুলতে নারাজ এলাকাবাসী। তবে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,  অনুপের ওই এলাকায় বেশ দাপট রয়েছে। পুলিশ সঠিক  তদন্ত করলেই আসল ঘটনা সামনে আসবে। 

গ্রামে সংগঠন থেকে পুরনোদের 'রিচার্জ'! বঙ্গে '২৬-এর বিধানসভা ভোটের আগে 'মাস্টারপ্ল্যান' RSS-এর

Malda