New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/mohan-bhagwat-759.jpg)
Mohan Bhagwat: আরএসএস প্রধান মোহন ভাগবত।
Mohan Bhagwat: আরএসএস প্রধান মোহন ভাগবত।
RSS are trying to build organisation from panchayat level ahead of 2026 wb assembly polls: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত এখন সাংগঠনিক সফরে মধ্যবঙ্গে। এর আগে দক্ষিণবঙ্গে সংগঠনের কার্যক্রমে অংশ নিয়েছেন, অখিল ভারতীয় বৈঠকেও অংশ নিয়েছেন। তাঁর সফর নিয়ে রীতিমতো নজর রয়েছে প্রশাসন থেকে রাজনৈতিক মহলের। RSS-এর সাংগঠনিক পরিকল্পনা আগামী দিনে যে কোনও রাজনৈতিক দলের শিরপীড়ার কারণ হতে পারে। শতবর্ষে সংগঠনকে মজবুত করতে একেবারে গ্রামপঞ্চায়েত ও ওয়ার্ড ভিত্তিক ইউনিট গড়তে পরিকল্পনা নিয়েছে আরএসএস। এরই পাশাপাশি সংঘের পুরনো সদস্যদের সক্রিয় করতেও উদ্যোগ নিয়েছে এই হিন্দুত্ববাদী সংগঠনটি।
বিগত কয়েক মাস ধরে পড়শি বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা অত্যাচারিত, নিপীড়িত। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু দেহদ্রোহিতার অভিযোগে সেখানে জেলবন্দি। সংঘের নেতৃত্বর মতে, ১৯৪৬-এর পর এই প্রথম বাংলাদেশে হিন্দুরা পথে নেমে নিয়মিত প্রতিবাদ করছে। পালিয়ে না এসে অস্তিত্ব রক্ষার লড়াই করছে। বাংলাদেশ ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া রয়েছে এপার বাংলায়। এদিকে এরই মধ্যে এই রাজ্যে সফর করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সংঘের পুরনো সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা, বৈঠক করেছেন। তাঁদের সক্রিয় করতে সচেষ্ট আরএসএস।
আরএসএসের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "সংঘের শতবর্ষ পূর্ণ হবে আগামী বিজয়া দশমীতে। পুরনো স্বয়ং সেবকদের সক্রিয় করার চেষ্টা চলছে। যাঁরা অনেক আগে কাজ করেছেন। এখনও কাজের উপলব্ধি আছে। বিভিন্ন কারণে সক্রিয় নেই। তাঁদের সক্রিয় করা। পুরনো স্বয়ং সেবকদের ডাকা হয়েছিল। তাঁদের সঙ্গে কথাবার্তা, গল্প হয়েছে। তাঁদের অভিজ্ঞতা শেযার করা হয়েছে। যাঁরা অন্যান্য সংগঠনে আছে কিন্তু সংঘ নিয়ে ভাবনা চিন্তা করে, সংঘের কাজ কীভাবে করতে হয় জানে, তাঁরা সংঘের কাজ করেছে। তাঁদেরও ডাকা হয়েছিল। মোদ্দা কথা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
আরও পড়ুন- West Bengal News Live: বাংলা সংগীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত কিংবদন্তী শিল্পী প্রতুল মুখোপাধ্যায়
তবে পুরনো সদস্যদের সক্রিয় করা শুধু নয়, পাশাপাশি সংগঠনকে তৃণমূল স্তরে নিয়ে যেতে বিশেষ পরকল্পনা করেছে আরএসএস। শুক্রবার বর্ধমানের উল্লাসে আরএসএসের মধ্যবঙ্গ কার্যালয়ের উদ্বোধন হয়েছে। এর আগে বর্ধমান টাউন হলে জেলা পর্যায়ের অফিস ছিল। আগামিকাল বর্ধমানের সাঁই কমপ্লেক্সে জনসভা করবেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। বিগত কয়েক বছরে এরাজ্যে আরএসএসের শাখা বেড়েছে, লাফিয়ে বেড়েছে সদস্য-সংখ্যা। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ছাড়া মধ্যবঙ্গ প্রান্ত গঠিত হয়েছে।
আরও পড়ুন- SSKM Hospital: ইতিহাস গড়ল SSKM হাসপাতাল! অভাবনীয় তৎপরতায় বেনজির সাফল্যের শিখর স্পর্শ
কীভাবে সংগঠনের খোলনোলচে বদলাতে শুরু করেছে আরএসএসের? বিপ্লব রায় বলেন, "এবার গ্রামীণ ক্ষেত্রে গ্রামপঞ্চায়েত ও পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক শাখা তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাতে পঞ্চপরিবর্তনের কথাও ভাবা হয়েছে। সামগ্রিক ভাবে সামাজিক উন্নয়নই সংঘের লক্ষ্য।"
একদিকে বাংলাদেশের (Bangladesh) জ্বলন্ত ইস্যু, অন্যদিকে আগামী ২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই আরএসএস প্রধান মোহন ভাগবতের টানা ১০ দিনের এই বাংলা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সংঘ এই কর্মসূচিকে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বলেই জানিয়েছে।