মোবাইলে 'ঈশ্বরের ছবি' ওয়ালপেপার হিসেবে রাখছেন? জানেন কত বড় ক্ষতি ডেকে আনছেন

আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকেই ফোনে নিজের পছন্দের ছবি, প্রিয়জনের মুখ বা ধর্মীয় স্থানের ছবি বা দেব-দেবীর ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেন।

আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকেই ফোনে নিজের পছন্দের ছবি, প্রিয়জনের মুখ বা ধর্মীয় স্থানের ছবি বা দেব-দেবীর ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
avoid-god-wallpaper-mobile-vastu-reason

মোবাইলে 'ঈশ্বরের ছবি' ওয়ালপেপার হিসেবে রাখছেন?

মোবাইলে 'ঈশ্বরের ছবি' ওয়ালপেপার  হিসেবে ব্যবহার করছেন? জানেন কত বড় ক্ষতি ডেকে আনছেন।

Advertisment

আরও পড়ুন-ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠল গোটা এলাকা, মৃত্যুমিছিলে হাহাকার, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকেই ফোনে নিজের পছন্দের ছবি, প্রিয়জনের মুখ বা ধর্মীয় স্থানের ছবি বা দেব-দেবীর ছবি  ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেন। তবে ধর্মীয় বিশ্বাস এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী, মোবাইলে ঈশ্বর বা দেব-দেবীর ছবি ওয়ালপেপার হিসাবে রাখাটা মোটেই শুভ নয়।

Advertisment

বাস্তু বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনে প্রতিনিয়ত কল, মেসেজ ও নোটিফিকেশনের স্রোত বইতে থাকে। এই জাগতিক কর্মকাণ্ডের মাঝে ঈশ্বরের ছবি প্রদর্শন করা হলে সেই ছবির প্রতি শ্রদ্ধা ও ভক্তি কমে যায়। ক্রমাগত স্পর্শ ও নোটিফিকেশনের কারণে দেবতার ছবির পবিত্রতা নষ্ট হয় বলে মনে করা হয়।

আরও পড়ুন- অবৈধ অনুপ্রবেশের পর্দা ফাঁস! পুলিশের জালে গ্রেফতার ২৮ বাংলাদেশি

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি অনুচিত, কারণ মোবাইল ফোন সর্বত্র ব্যবহৃত হয়—রাস্তায়, কর্মস্থলে, এমনকি বাথরুম বা অপরিষ্কার স্থানেও। ফলে, এমন স্থানে ঈশ্বরের ছবি থাকা অশোভন ও অসম্মানজনক বলে ধরা হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, মোবাইল ফোনে দেব-দেবীর ছবি রাখা জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে। এতে গৃহস্থের শান্তি নষ্ট হয় বলে বিশ্বাস করা হয়। কারণ ফোন এমন একটি বস্তু যা সর্বত্র ব্যবহৃত হয়, তাই এর সঙ্গে পবিত্রতার ধারণা একেবারেই মেলে না।

জ্যোতিষ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ঈশ্বরের ছবি মোবাইলে ওয়াল পেপার হিসাবে না রেখে বাড়িতে  মন্দির বা পবিত্র স্থানে রাখা উচিত। এতে দেবতার মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং বাস্তু অনুসারে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে।

আরও পড়ুন-করভা চৌথে আরও দামি সোনা, কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

Vastu Tips