/indian-express-bangla/media/media_files/2025/05/18/Jnu3UlJqBaHez4gLtNbg.jpg)
অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার ২৮ বাংলাদেশি
দিল্লিতে অবৈধ অনুপ্রবেশের পর্দা ফাঁস। পুলিশের জালে গ্রেফতার ২৮ জন বাংলাদেশি।
আরও পড়ুন- অসমের NRC চিঠি নদিয়ায়, 'BJP-র চক্রান্ত, ভোটের আগে আতঙ্ক ছড়ানোর খেলা', সোচ্চার মহুয়া
অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্তে জানা গেছে, তারা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ধৃতদের সবাই বেশ কিছুদিন ধরে দিল্লিতে কোনো বৈধ নথি ছাড়াই বসবাস করছিলেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃত ২৮ জন বাংলাদেশিকে আপাতত একটি অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত মোট ২৩৫ জন অবৈধ বাংলাদেশিকে ভারত থেকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Delhi | The Bangladeshi Cell of South East District Police has identified and apprehended 28 illegal Bangladeshi immigrants. They were found residing illegally in India. Upon interrogation, it was revealed that they entered India illegally through the Khulna border, West Bengal,…
— ANI (@ANI) October 9, 2025
এদিকে, দিল্লির দ্বারকা জেলাতেও অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর মাসে, পুলিশের যৌথ অভিযানে ১৪ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এর মধ্যে ১১ জন নাইজেরিয়ার, দুজন আইভরি কোস্টের এবং একজন বাংলাদেশি নাগরিক। তাদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান আগামী দিনগুলোতেও চলবে। পুলিশের লক্ষ্য—রাজধানীতে বৈধ নথি ছাড়া থাকা বিদেশিদের শনাক্ত করে দ্রুত নির্বাসনের ব্যবস্থা করা।
আরও পড়ুন- ভয়াবহ কম্পন! দুলে উঠল পৃথিবী, সুনামি সতর্কতায় বুক কাঁপছে দেশের মানুষের