/indian-express-bangla/media/media_files/2025/05/28/fCgHZlSMkw94UHAbHEgT.jpg)
ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশ আওয়ামী লীগ বৃহস্পতিবার মহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছে। আওয়ামী লীগের অভিযোগ, সরকার ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'রাষ্ট্রীয় শোক' দিবস পালন না করার নির্দেশ দিয়েছে এবং জনগণকে যে কোনও ধরণের অনুষ্ঠান থেকে বিরত থাকতে সতর্ক করেছে।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!
আওয়ামী লীগ ঘোষণা করেছে, তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের স্মরণে যথাযথভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে। দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ফ্যাসিবাদী ইউনূস সরকার জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে না দিয়ে জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে।” আওয়ামী লীগের মতে, ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসের অন্যতম নৃশংস একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। সেদিন তার পরিবারের বেশিরভাগ সদস্যও নির্মমভাবে খুন হন।
আওয়ামী লীগ আগস্ট মাসকে বাংলাদেশের জন্য “দুর্ভাগ্যজনক মাস” হিসেবে উল্লেখ করে বলেছে, এই মাসেই ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা এবং ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটে। দলের অভিযোগ, ২০২৪ সালের আগস্টে পাকিস্তানি আদর্শে প্রভাবিত স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী শক্তি দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছে।
আরও পড়ুনঃ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আচমকা অসুস্থ পড়ুয়ারা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগ এনে আওয়ামী লীগ বলেছে, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করছে এবং জনগণের সুযোগ-সুবিধার পথ রুদ্ধ করে দিয়েছে। জন সাধারণের শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে বর্তমান “বন্দিদশা” থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে।