/indian-express-bangla/media/media_files/2025/06/29/mahua-moitra-on-kalyan-madan-statement-on-kasba-gangrape-2025-06-29-10-24-46.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates: অনুপ্রবেশ ইস্যুতে ফের একবার কেন্দ্রকে নিশানা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। এক ভিডিও বার্তায় তৃণমূল সাংসদ অভিযোগ করেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে দেশের প্রধানমন্ত্রী ১৪০ কোটি দেশবাসীকে সতর্ক করে বলেন, সীমানা পেরিয়ে অনুপ্রবেশকারীরা দেশে প্রবেশ করে ভারতে জনবিন্যাসগত পরিবর্তন ঘটাচ্ছে। মহিলাদের উপর অত্যাচারের পাশাপাশি জমি দখল করছে। দেশের প্রধানমন্ত্রী যখন অনুপ্রবেশ ইস্যুতে বক্তব্য রাখছেন তখন সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর ভাষণে হাততালি দিচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনার প্রেক্ষিপ্তে মহুয়া মৈত্র প্রশ্ন তুলে বলেন, দেশের সীমানা সুরক্ষার দায় কার? স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যার্থতাকে যদি দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে তুলে ধরেন তাহলে অবলম্বে অমিত শাহের পদত্যাগ করা উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, শাহের ব্যার্থতা লালকেল্লা থেকে মোদী যখন ধরিয়ে দিচ্ছেন তখন কেন তিনি পদত্যাগ করবেন না।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল চাকরিহারা শিক্ষকের। এরপরই হাসপাতাল থেকে 'চোরের মত' মৃত শিক্ষক সুবল সোরেনের দেহ লোপাটের অভিযোগে ধুন্ধুমার রাজপথ। দেহ নিতে বাধা সতীর্থদের। পরিবারের অভিযোগ, চাকরি হারিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন ওই চাকরিহারা শিক্ষক। দিন দুয়েক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তারপর তাঁকে নিয়ে আসা হয় আরএন টেগোর হাসপাতালে। পরিবার পরিজনকে না জানিয়ে দুপুরে দেহ তড়িঘড়ি নিয়ে যাওয়ার অভিযোগ। জানা গিয়েছে মাত্র বছর খানেক আগেই মৃত্যু হল সুবলের মায়ের। চাকরি হারা শিক্ষকের দেহ আটকে বিক্ষোভ চাকরিহারা আন্দোলনকারীদের।
আরও পড়ুন- পতাকা উত্তোলন আর হল না! সামান্য ভুলেই সব শেষ, শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া
ফের সিভিক ভলিন্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। প্রেমের প্রস্তাব ফেরানোয় পরপর কোপ তরুণীকে। জানা গিয়েছে ওই তরুণী বারাণসীর একটি কলেজের নার্সিং পড়ুয়া। স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়ি ফিরলে ওই যুবক তার উপর হামলা চালায়। বাধা দিতে গেলে ওই তরুণীর ভাইকেও কোপানো হয়। এরপর নিজেও বিষ খেয়েও আত্মহত্যা করার চেষ্টা করেন ওই সিভিক ভলিন্টিয়ার। এইঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বাসন্তীতে।
আরও পড়ুন- একই দিনে ভারত-পাকিস্তান স্বাধীনতা অর্জন করলেও কেন ভিন্ন দিনে উদযাপন? কারণ জানলে চমকে যাবেন
দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠান দেখতে হাজির ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। অনুষ্ঠান চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়ে ৩৯ পড়ুয়া। তড়িঘড়ি তাদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ুয়াদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। প্রচণ্ড রোদে-গরমে ডিহাইড্রেশনের জেরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল বলে মনে করছেন চিকিৎসকরা। এদিন এসএসকেএম হাসপাতালে পড়ুয়াদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে একজন ছাড়া সকলের অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এঁদের সকলের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, প্রচন্ড রোদ-গরম সেই সঙ্গে বৃষ্টি, ডিহাইড্রেশন হয়েছে। লাঞ্চ করার পর যারা যারা সুস্থ হয়ে গেছে তাদের ছেড়ে দেওয়া হবে। সকলেই আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, "ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রণাম জানাই আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীদের – তাঁদের দেশপ্রেম, নির্ভীক আত্মবলিদানই এই দিনটিকে সম্ভব করে তুলেছিল। আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীন – এর এর মতো সোনার ছেলে-মেয়ের। এই বাংলাই সেদিন বিদেশী শক্তির বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি।"
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2025
প্রণাম জানাই আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীদের – তাঁদের দেশপ্রেম, নির্ভীক আত্মবলিদানই এই দিনটিকে সম্ভব করে তুলেছিল।
আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,…
দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে 'বিকশিত ভারত রোজগার যোজনা' চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। যার আওতায় রয়েছে সরকারি বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া তরুণ-তরুণীদের অর্থ সাহায্য প্রদান প্রকল্প। প্রথমবার চাকরিতে ঢুকলেই তরুণ-তরুণীরা পাবেন ১৫০০০ টাকা। প্রায় সাড়ে তিন কোটি তরুণ-তরুণীর এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। লালকেল্লার ভাষণ থেকে এদিন মোদী বলেছেন, "আজ থেকেই প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা লাগু করা হল। চাকরি পেলে সরকারের তরফে ১৫ হাজার টাকা দেওয়া হবে।" জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি EPFO-র মাধ্যমে পরিচালিত হবে।
এদিকে SIR ইস্যুতে আবারও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "আগে আশি থেকে নব্বই শতাংশ লোকের গ্রামের মাটির ঘরে জন্ম হতো। তখন বার্থ সার্টিফিকেট কোথা থেকে পেতো? আধার কার্ড করল তার জন্য মানুষকে পয়সা দিতে হলো, ঘন্টা পর ঘন্টা লাইন দিতে হলো। এখন বলছে সেটাও চলবে না। একটা ডকুমেন্ট হিসেবে আধার কার্ড কেন গ্রাহ্য করা হবে না? আমি বলছি কাউকে কারও স্বাধীনতা কেড়ে নিতে দেব না। এটা আমাদের অধিকার।"
আরও পড়ুন- Road Accident: স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!
- Aug 15, 2025 21:24 IST
Kolkata News Live Updates: বাঘের মৃত্যু
সুন্দরবনে মৃত্যু হল একটি বাঘের। বয়সজনিত কারণেই বাঘটির মৃত্যু হয়েছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অন্তর্গত বনি ক্যাম্প সংলগ্ন জঙ্গল থেকে বাঘটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। বনি ক্যাম্পে বাঘটির দেহের ময়না তদন্ত হয়। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের ডিএফও নিশা গোস্বামী বলেন, "বাঘটি পূর্ণ বয়স্ক। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।"
- Aug 15, 2025 14:28 IST
Kolkata News Live Updates: পদ্মশ্রী সাতারু বুলা চৌধুরির হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনা
পদ্মশ্রী সাতারু বুলা চৌধুরির হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনা। খোয়া গিয়েছে স্মারক, পুরষ্কার, মেডেল সহ একাধিক দুর্মূল্য সামগ্রী। লন্ডভন্ড ঘর। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের। ফাঁকা বাড়িতে এর আগেও চুরির ঘটনা ঘটেছিল। ফের চুরির ঘটনায় প্রশ্নের মুখে শহরের আইন শৃঙ্খলা।
- Aug 15, 2025 14:24 IST
Kolkata News Live Updates:কেমন আছেন রেড রোডের অসুস্থ পড়ুয়ারা?
দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠান দেখতে হাজির ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। অনুষ্ঠান চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়ে ৩৯ পড়ুয়া। তড়িঘড়ি তাদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ুয়াদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। প্রচণ্ড রোদে-গরমে ডিহাইড্রেশনের জেরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল বলে মনে করছেন চিকিৎসকরা। এদিন এসএসকেএম হাসপাতালে পড়ুয়াদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে একজন ছাড়া সকলের অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এঁদের সকলের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, প্রচন্ড রোদ-গরম সেই সঙ্গে বৃষ্টি, ডিহাইড্রেশন হয়েছে। লাঞ্চ করার পর যারা যারা সুস্থ হয়ে গেছে তাদের ছেড়ে দেওয়া হবে। সকলেই আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- Aug 15, 2025 13:19 IST
Kolkata News Live Updates: শিয়ালদহ স্টেশনে তল্লাশি
স্বাধীনতা দিবসের দিন শিয়ালদা স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপরতা নেয় GRP। ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল স্কোয়াড সঙ্গে নিয়ে চললো তল্লাশি অভিযান। যাত্রীদের লাগেজে তল্লাশির পাশাপাশি স্টেশনের কোনায় কোনায় চলে এই তল্লাশি।
- Aug 15, 2025 13:17 IST
Kolkata News Live Updates: পুলিশ কিয়স্কের উদ্বোধন
স্বাধীনতা দিবসের দিন বিধান নগরের ট্রাফিক ব্যবস্থা আরো ভালো করার লক্ষ্যে নবদিগন্ত ট্রাফিক এলাকার এর বেশ কয়েকটি জায়গায় নতুন পুলিশ কিয়স্ক ওপেনিং করা হয়। উদ্বোধন করেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার মুকেশ কুমার। এর পাশাপাশি ডেলিভারি বয় থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। এবং ট্রাফিক পুলিশ দের নেক ফ্যান দেওয়া হয়। সেভ ড্রাইভ সেফ লাইফ লক্ষ্যেই এই কর্মসূচি।
- Aug 15, 2025 10:59 IST
Kolkata News Live Updates: স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনার জেরে আহতের সংখ্যা প্রায় ৪০। জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাচ্ছিল বেসরকারি একটি যাত্রীবাহী বাস। দ্রুত গতিতে সেই বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট চত্বরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ যায় ঘটনাস্থলে। একে একে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ এবং স্থানীয় অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- Aug 15, 2025 10:53 IST
Kolkata News Live Updates: রেড রোডে স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার
আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার রাজ্য পুলিশের। স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের সাক্ষী অগণিত মানুষ। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উপলক্ষে রেড রোডে কড়া নিরাপত্তার বন্দোবস্ত প্রশাসনের।