/indian-express-bangla/media/media_files/2025/07/02/accident-2025-07-02-09-54-03.jpg)
প্রতীকী ছবি।
Road Accident: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনার জেরে আহতের সংখ্যা প্রায় ৪০। জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাচ্ছিল বেসরকারি একটি যাত্রীবাহী বাস।
দ্রুত গতিতে সেই বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট চত্বরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ যায় ঘটনাস্থলে। একে একে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ এবং স্থানীয় অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের যাত্রীরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। বিহার থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসেছিলেন তারা। গঙ্গাসাগরে পুন্যস্নান সেরে এবার তারা বাড়ি ফিরছিলেন। তবে তার আগেই ঘটে গেল বড়সড় বিপর্যয়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে পাঁচ শিশু-সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। শুক্রবার সাতসকালে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পূর্ব বর্ধমানের নলা ফেরিঘাট এলাকায় বড়সড় ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের যাত্রীরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। বিহার থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসেছিলেন তারা। গঙ্গাসাগরে পুন্যস্নান সেরে এবার তারা বাড়ি ফিরছিলেন। তবে তার আগেই ঘটে গেল বড়সড় বিপর্যয়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে পাঁচ শিশু-সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। শুক্রবার সাতসকালে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পূর্ব বর্ধমানের নলা ফেরিঘাট এলাকায় বড়সড় ওই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- Independence Day 2025:জন্মভূমিতেই অবহেলিত আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু
জানা গিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি। নলা ফেরিঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সেই বাস। মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী সেই বাস। দুর্ঘটনার পরেই বিকট শব্দ শোনা যায় বহু দূর পর্যন্ত। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিন এই দুর্ঘটনার জেরে ওই পথে সাময়িক যানজটের সৃষ্টি হয়।