Ayan Sil: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা, জামিন পেলেন অয়ন শীল

Primary Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের দায়ের করা মামলায় শেষমেশ জামিন পেলেন অয়ন শীল। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayan Sil granted bail in primary recruitment corruption case: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অয়ন শীলের

Ayan Sil: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় অয়ন শীলের জামিন।

Ayan Sil granted bail in primary recruitment corruption case: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন। এবার শর্তসাপেক্ষে জামিন পেলেন হুগলির অয়ন শীল। এর আগে ইডির দায়ের করা মামলাতেও জামিন পেয়েছিলেন অয়ন। এবার সিবিআই-এর দায়ের করা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতেও জামিন পেলেন তিনি। তবে জামিন মিললেও এখনই তাঁর জেল মুক্তি হচ্ছে না।

Advertisment

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন অয়ন শীল। জামিন পেলেও এখনও জেলেই থাকতে হচ্ছে তাঁকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন। শিক্ষক নিয়োগের পাশাপাশি পুর নিয়ো দুর্নীতির মামলাও ছিল তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যে বেশ কিছু মামলায় জামিন পেয়ে গিয়েছেন অয়ন শীল। তবে এখনও একটি মামলায় জামিন হয়নি তাঁর। সেই মামলায় জামিন পেয়ে গেলেই সম্ভবত জেল থেকে বেরোনোর সম্ভাবনা তৈরি হবে অয়নের।

উল্লেখ্য ২০২৩ সালে অয়ন শীলকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগে দুর্নীতির অভিযোগ ছিল। শুক্রবার শর্তসাপেক্ষে অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। ১ লক্ষ টাকার সিকিওরিটি বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live: 'মাফ করুন! এই কোর্টে আর মামলা নয়', বিচারপতিকে বললেন কল্যাণ, হাইকোর্টে নজিরবিহীন ছবি

Advertisment

তবে তাঁর জামিনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন বিচারক। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলির বাইরে যেতে পারবেন না অয়ন। যদিও জামিন মিললেও এখনই জেল মুক্তি ঘটছে না অয়নের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন- International Women’s Day 2025: 'ছেলেমেয়েদের সংসারে আজ আমি বোঝা', পেট চালাতে প্রৌঢ়ার ইস্পাতকঠিন সংগ্রাম

Recruitment Scam Bengali News Today ayan sil news in west bengal news of west bengal