/indian-express-bangla/media/media_files/2025/07/18/elephant-2025-07-18-21-50-46.webp)
ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু
Kolkata news Highlights: গভীর রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির, যার মধ্যে ছিল একটি দুই শাবক সহ একটি মা হাতি। শুক্রবার ভোররাতে ঝাড়গ্রামের বাঁশতলা রেল স্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, হুলা পার্টির সাহায্যে একটি হাতির দলকে জনবসতি এলাকা থেকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে ট্র্যাক পারাপারের সময় খড়গপুরগামী জন শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে ধাক্কার অভিঘাতে ১০০ মিটার দূরে ছিটকে পড়ে তিনটি হাতির দেহ। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটাস্থলটি দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত। রাত ১টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মর্মাহত। মা হাতি, তার শাবক এবং আরও একটি প্রাপ্তবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি।”
মন্ত্রী জানান, হাতি তাড়ানোর অভিযানের বিষয়ে রাত ১১টা নাগাদ রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে যায়। তাঁর কথায়, “রেলকে আগেই সতর্ক করা হয়েছিল যে এলাকায় হাতি তাড়ানোর কাজ চলছে। তবুও এই দুর্ঘটনা ঘটল। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। উত্তরবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে হাতি করিডোরে ট্রেনের গতিবিধির উপর বিধিনিষেধ থাকলেও দক্ষিণবঙ্গে এখনও তেমন কোনও নিয়ম কার্যকর হয়নি।”
এবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা নিয়ে রীতিমতো শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথমবার রাজ্যের শাসকদলের মেগা ইভেন্টের ক্ষেত্রে রীতিমতো সময় বেঁধে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ২১ জুলাই সকাল ৮টার আগেই মিছিল বের করতে হবে। তৃণমূলের শহিদ সমাবেশ নিয়ে হাইকোর্ট আগেই রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, "কতদিন আর সহ্য করতে হবে?" এরপরেই হাইকোর্ট নির্দেশ দেয়, সকাল ৮টার আগে বের করতে হবে মিছিল। সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত কোনও যানজট যাতে তৈরি যাতে না হয় সেদিক দেখতে হবে পুলিশকে। সকাল ১১টার পর থেকে ফের মিছিল বের করা যাবে বলে জানিয়েছে উচ্চ আদালত। ব্যস্ত সময় রাস্তা বন্ধ করে ২১ জুলাই মিছিলের জন্য মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে।
স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নতুন নিয়োগ নিয়ে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিতে চাকরির অভিজ্ঞতা থাকলে যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে এবং বয়সে ছাড়ের কথাও বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছিল। এক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ SSC-কে ছাড়পত্র দেওয়ায় সুপ্রিম কোর্টে গেলেন চাকরিপ্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন তাঁরা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই আক্রান্ত BJP বিধায়ক। কোচবিহারের মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুর ও তাঁর সহকারিকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘোকসাডাঙায় বিজেপি বিধায়কের সহকারিকে মারধরের অভিযোগ। বিধায়কের গাড়ি ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে গেরুয়াদল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। জানা গিয়েছে, এদিন অল্প কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন বিধায়কের সঙ্গে, তাঁর সঙ্গে এদিন অল্প সংখ্যক পুলিশকর্মী ছিলেন।
এদিকে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি জঙ্গি সংগঠনের আখ্যা আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই তৎপরতাকে অপারেশন সিঁদুরের পর দেশে-দেশে ভারতের সাংসদ প্রতিনিধি দল পাঠানোর 'সুফল' বলেই মনে করছেন কূটনীতিকরা।
পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপি'র দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপি-ই পারবে উন্নয়ন করতে। আগামীকাল, ১৮ই জুলাই, দুর্গাপুরে একটি @BJP4Bengal জনসভায় ভাষণ দেবো। যোগদান করুন!
— Narendra Modi (@narendramodi) July 17, 2025
লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জঙ্গি সংগঠনটিই জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যুক্ত। জম্মু-কাশ্মীরের বৈসারনে নিরীহ পর্যটকদের এই রেজিস্ট্যান্স ফ্রন্ট সংগঠনের জঙ্গিরাই নির্বিচারে গুলি করে খুন করেছে।
আরও পড়ুন- Dilip Ghosh:'পার্টি চায়ও না যে আমি যাই', মোদীর সভায় না গিয়ে সাতসকালে কোথায় গেলেন দিলীপ?
-
Jul 18, 2025 15:46 IST
Kolkata News Live Updates:স্বর্ণমন্দিরে বিস্ফোরণের হুমকি
অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে (গোল্ডেন টেম্পল) বোমা হামলার হুমকির ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে সোমবার থেকে গোল্ডেন টেম্পলে মোট পাঁচটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল, যেখানে RDX বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ ছিল। এই হুমকির পরই নিরাপত্তা জোরদার করা হয় মন্দির চত্বরে। পুলিশ, আধাসামরিক বাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্স পুরো মন্দির চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে তল্লাশি চালায়। ঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ঘটনার পর থেকে গোটা অমৃতসর জুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
-
Jul 18, 2025 14:50 IST
Kolkata News Live Updates:জীবিত ব্যক্তির 'ডেথ সার্টিফিকেট' জমা সরকারি দফতরে
সরকারি প্রকল্পের সুবিধা নিতে জীবিত ব্যক্তির ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে তা সরকারি অফিসে জমা পর্যন্ত দিয়ে দিয়েছেন এক ব্যক্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিডিও অফিসে এব্যাপারে অভিযোগ জমা পড়েছে। থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ ও কুলতলি ব্লক প্রশাসন।
বিস্তারিত পড়ুন- fake death certificate: জীবিত ব্যক্তির 'ডেথ সার্টিফিকেট' জমা সরকারি দফতরে, কারণ জানলে চোখ কপালে উঠবে!
-
Jul 18, 2025 14:46 IST
Kolkata News Live Updates:দুর্গাপুরে রাস্তায় ধস
আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, শুক্রবার সকাল থেকে ইস্পাতনগরী জুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। এরই মধ্যে হঠাৎ ডিএসপি টাউনশিপের রাস্তার কিছুটা অংশ জুড়ে ধস নামতে দেখা যায়। যা ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে শহরে। ডিএসপি টাউনশিপের কনিষ্ক সেকেন্ডারি মোড়ের এই জায়গাটিতে কয়েক বছর আগেও একইভাবে ধস নেমেছিল বলে জানা গিয়েছে। এদিন মুহূর্তে ডিএসপি টাউনশিপের ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ওই জায়গাটি ঘিরে রেখেছে।
-
Jul 18, 2025 09:49 IST
Kolkata News Live Updates:সাতসকালে কোথায় গেলেন দিলীপ?
দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ। শুক্রবার সকাল-সকাল দিল্লি উড়ে গেলেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি। দিল্লির বিমানে চড়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। আজ মোদীর সভায় থাকতে না পারায় তাঁর গলায় অভিমানের সুর ছিল স্পষ্ট।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh:'পার্টি চায়ও না যে আমি যাই', মোদীর সভায় না গিয়ে সাতসকালে কোথায় গেলেন দিলীপ?
-
Jul 18, 2025 09:48 IST
Kolkata News Live Updates: বাড়ছে গরম
নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি চলেছে গত কয়েকদিন। আপাতত দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি নিয়েছে বৃষ্টি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কমার কথা জানিয়েছে হাওয়া অফিস।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update: দক্ষিণে বৃষ্টি ব্রেক কষতেই বাড়ছে গরম, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট!