/indian-express-bangla/media/media_files/2025/07/18/bsf-arrested-2025-07-18-14-35-48.jpg)
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এ কী কাণ্ড ঘটালেন BSF জওয়ান?
BSF Constable Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার বিরাট অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নিউটাউন এলাকায়। টেকনোসিটি থানায় একাধিক অভিযোগের ভিত্তিতে ওই BSF কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
'ভাঁওতাবাজি সইবে না বাংলা', প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনেই দুর্গাপুরে 'ফ্লেক্স বিতর্ক'
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জমি এবং গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মহিলার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্তের নাম মহম্মদ নিষাদ আলী। বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নিউটাউনের সাপুরজি এলাকায় এই ধরণের অভিযোগ আসছিল বলে খবর।
অবশেষে টেকনোসিটি থানায় একাধিক মহিলা ওই BSF কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে, পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে। আজ তাকে বারাসাত মহকুমা আদালতে তোলা হবে।
ন্যাটোর হুমকি হেলায় ওড়ালো! রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে নিজেদের অবস্থান নিয়ে কী জানাল ভারত?
পুলিশ সূত্রে খবর, ওই কনস্টেবল বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার কাউকে জমি বা গাড়ি কিনে দেওয়ার নাম করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিষয়টি নিয়ে তদন্ত করেছে টেকনোসিটি থানার পুলিশ।