/indian-express-bangla/media/media_files/2025/07/18/master-2025-07-18-14-57-10.jpg)
North 24 Parganas News: এই সেই অভিযুক্ত শিক্ষক সুদীপ্ত মৈত্র।
উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুদীপ্ত মৈত্র বিরুদ্ধে কয়েকজন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ তোলে। এই অভিযোগের কথা এলাকায় জানাজানি হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তী সময়ে বাগদা থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই শিক্ষক সুদীপ্ত মৈত্রকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাবে বাগদা থানার পুলিশ।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, "অষ্টম ও নবম শ্রেণীর কয়েকজন ছাত্রী লিখিতভাবে সহকারি শিক্ষক সুদীপ্ত মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে তাঁদের অভিযোগ। আমরা অভিযুক্ত শিক্ষকের কাছ থেকেও লিখিতভাবে উত্তর পেয়েছি। কিছু অভিযোগ সত্য কিছু অভিযোগ অসত্য, এমনই জানিয়েছেন ওই শিক্ষক।"
এদিকে এই বিষয়ে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বলেন, "স্কুলে এই ধরনের অভিযোগ ওঠা বাঞ্ছনীয় নয়। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যদি ওই শিক্ষক দোষী হন তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। যদি উনি তদন্তে দোষী সাব্যস্ত হন, তবে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।"