Bageshwar Dham Accident: বাগেশ্বর ধামে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, আহত ডজনের বেশি ভক্ত, হাহাকার

Bageshwar Dham Accident: বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ মধ্যপ্রদেশের ছাতারপুর বাগেশ্বর ধামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে আরতির কিছুক্ষণ পরেই ধামের তাঁবুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

Bageshwar Dham Accident: বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ মধ্যপ্রদেশের ছাতারপুর বাগেশ্বর ধামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে আরতির কিছুক্ষণ পরেই ধামের তাঁবুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bageshwar Dham Accident, bhopal-state,Bageshwar Dham accident,Chhatarpur accident,tent collapse,Madhya Pradesh news,religious ceremony accident,Dhirendra Krishna Shastri,Bageshwar Dham,accident news,JNN Chhatarpur,Madhya Pradesh news"

বাগেশ্বর ধামে ভয়ঙ্কর দুর্ঘটনা

Bageshwar Dham Accident: বাগেশ্বর ধামে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, আহত ডজনের বেশি ভক্ত, হাহাকার। 

Advertisment

বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ মধ্যপ্রদেশের ছাতারপুর বাগেশ্বর ধামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে আরতির কিছুক্ষণ পরেই ধামের তাঁবুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ভক্তের এবং আহত হন অন্তত ১২ জন। ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। তথ্য অনুযায়ী, মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত আরতিতে অংশ নিয়েছিলেন, তখন এই দুর্ঘটনাটি ঘটে। ঝোড়ো হাওয়া অথবা নির্মাণে ত্রুটির কারণে, তাঁবুর একটা অংশ হঠাৎ করেই ভেঙে পড়ে। কিছু লোক তাঁবুর নীচে চাপা পড়ে যান, মৃত্যু হয় এক ভক্তের। আহত হন ডজনের বেশি ভক্ত। তাদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে। 

বীভৎস-ভয়ঙ্কর দৃশ্য দেখে হাত-পা ঠাণ্ডা হয়ে গেছিল পড়শিদের! রক্তে ভেসে যাচ্ছিল ঘর...

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শ্যামলাল কৌশল, বাড়ি উত্তরপ্রদেশে। এদিন সকালে তিনি পরিবারের সঙ্গে বাগেশ্বর ধাম দর্শন করতে এসেছিলেন। সকালে ধামের দরবার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ তাঁবুর একটি অংশ তাঁর উপর ভেঙে পড়ে। তিনি তার নিচে চাপা পড়ে যান। সেখানেই মৃত্যু হয় তার। 

Advertisment

এই ঘটনায় আহতদের মধ্যে অধিকাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চারজনকে গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার সময় প্রায় প্রচুর ভক্ত তাঁবুর নিচে বসে ছিলেন। প্রবল বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় প্যান্ডেলের পাইপ ফেটে যায় এবং পুরনো কাঠামোটি ভেঙে পড়ে। উপস্থিত ভক্ত ঘনশ্যাম লোধা জানান, “আমরা সকলে ধামের প্যান্ডেলে বসেছিলাম। হঠাৎ টিনের চালা ও অ্যাঙ্গেল নীচে পড়ে যায়। সকলে প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দিই।”

মৃত বাবার শেষকৃত্যে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, বীভৎসতায় শিউরে উঠলেন সকলে, মৃত্যু পুত্র-পুত্রবধূর

ঘটনার পর ধাম প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ৪ঠা জুলাই বাগেশ্বর ধামে ভারত-বিদেশের হাজার হাজার ভক্ত হাজির হবেন। ওই দিন বাগেশ্বর ধামের পীঠধীশ্বরের জন্মদিবস। ৪ঠা জুলাই থেকে গুরু পূর্ণিমা পর্যন্ত ধামে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে ধামটি সুন্দরভাবে সাজানো হচ্ছে। গুরু পূর্ণিমা এবং পীঠধীশ্বরের জন্মবার্ষিকীতে ভারত ও বিদেশ থেকে ৫০ হাজারেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার থেকেই ভক্তরা ধামে আসতে শুরু করেছেন।