/indian-express-bangla/media/media_files/2025/07/03/odisha-couple-dies-in-car-truck-collision-2025-07-03-13-53-51.jpg)
ভয়াবহ পথ দুর্ঘটনা
Odisha accident: বাবার মৃত্যুসংবাদ পেয়ে বাড়ি ফিরছিলেন ছেলে ও তাঁর স্ত্রী, মাঝপথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজনেই। একই সঙ্গে পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আজ '২৬-এর নির্বাচনের শপথ BJP-র, নয়া সভাপতির অভিষেক!
ঘটনাটি ঘটেছে ওডিশার বৌধ জেলার এনএইচ ৫৭-এ নুয়াপাড়া গ্রামের কাছে। odishatv.in-সূত্রে খবর, রাজ কিশোর সাহু ও তাঁর স্ত্রী মিনাক্ষী সাহু একটি চারচাকা গাড়িতে করে বাবার মৃত্যু সংবাদ পেয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। রাজ কিশোর কর্মসূত্রে কালাহান্ডিতে ছিলেন। পিতার মৃত্যুসংবাদ পেয়ে তাঁরা ফিরছিলেন গ্রামের বাড়িতে। অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সরাসরি ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, দু’জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
বঙ্গ BJP-তে শুরু শমীক-যুগ! মিলল দীর্ঘদিনের নাছোড় লড়াইয়ের 'পুরস্কার'
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি বহুক্ষণ ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ওভারটেক করে সজোরে সেটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।একসঙ্গেই পিতা, পুত্র ও পুত্রবধূর মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া গোটা এলাকায়।
রাজ্যের কলেজগুলি নিয়ে যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে হলফনামা
বাবার শেষকৃত্যের ক্রিয়া সারতে গিয়ে নিজেরাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্র ও পুত্রবধূ, এমন ঘটনা অনেকেরই চোখে জল এনে দিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ আধিকারিকরা।