Baguiati Body Recover Updates: পরকীয়ার জের! স্বামী-সন্তানকে ছেড়ে আসাতেই চরম সর্বনাশ মর্মান্তিক পরিণতিতে গা শিউরে উঠবে

Baguiati Body Recover Updates: পুলিশ সূত্রে খবর, গত ২ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রিয়া। চলে যাওয়ার সময় বাড়ি থেকে গহনা,টাকা পয়সা নিয়ে যায় সে। এরপরই তার স্বামী অমিত কুমার ধর নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করে।

Baguiati Body Recover Updates: পুলিশ সূত্রে খবর, গত ২ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রিয়া। চলে যাওয়ার সময় বাড়ি থেকে গহনা,টাকা পয়সা নিয়ে যায় সে। এরপরই তার স্বামী অমিত কুমার ধর নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Baguiati Murder News Bengal

পরকীয়ার জের! স্বামী-সন্তানকে ছেড়ে আসাতেই চরম সর্বনাশ মর্মান্তিক পরিণতিতে গা শিউরে উঠবে

Baguiati Body Recover Updates: অবশেষে সামনে এসেছে বাগুইআটির ট্রলি ব্যাগ থেকে উদ্ধার যুবতীর পরিচয়। জানা গিয়েছে মৃতার নাম রিয়া ধর। বয়স আনুমানিক ৩২। বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এলাকায়। 

Advertisment

পুলিশ সূত্রে খবর, গত ২ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রিয়া। চলে যাওয়ার সময় বাড়ি থেকে গহনা,টাকা পয়সা নিয়ে যায় সে। এরপরই তার স্বামী অমিত কুমার ধর নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করে। 

অবশেষে মঙ্গলবারই বাগুইআটি থেকে ওই যুবতীয় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুনে অভিযুক্ত কৌশিক প্রমানিককে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদ, ইসলাম ধর্ম ত্যাগ স্কুল-শিক্ষকের

Advertisment

আপাতত কৌশিককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রিয়া ধরের স্বামী ও দুই ছেলে মেয়ে রয়েছে। তবুও সে বারাসাত এলাকার কৌশিক প্রামানিকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। শেষমেষ বাড়ি ছেলে চলে যায়।

এই মুহূর্তে রিয়া ধরের বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়ির বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পরিবারের সবাই আপাতত কলকাতায় রয়েছে। 

উল্লেখ্য মঙ্গলবার সকালে বাগুইআটির দেশবন্ধু নগরে ট্রলির ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় উত্তেজনা। সেই ঘটনার তদন্তে নেমে অবশেষে সামনে আসে যুবতীর পরিচয়।  

উত্তর সিকিমে লাগাতার বৃষ্টি, প্রবল দুর্যোগে হাজারেরও বেশি পর্যটক আটকে

প্রসঙ্গত এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মাস খানেক আগে কুমোরটুলির কাছে ট্রলিবন্দি দেহ উদ্ধারের কথা। সেখানে মধ্যমগ্রামে খুনের পর আত্মীয়ার দেহ ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে লোপাট করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয় মা-মেয়ে।

bengal kolkata Murder Baguiati