North Sikkim rain: উত্তর সিকিমে লাগাতার বৃষ্টি, প্রবল দুর্যোগে হাজারেরও বেশি পর্যটক আটকে

Sikkim tourists stranded: ফের প্রকৃতির রোষে বাংলার পড়শির রাজ্য সিকিম। লাগাতার টানা বৃষ্টির জেরে উত্তর সিকিমের দিকে দিকে ধ্বস নেমেছে। আটকে পড়েছেন হাজারেরও বেশি পর্যটক।

Sikkim tourists stranded: ফের প্রকৃতির রোষে বাংলার পড়শির রাজ্য সিকিম। লাগাতার টানা বৃষ্টির জেরে উত্তর সিকিমের দিকে দিকে ধ্বস নেমেছে। আটকে পড়েছেন হাজারেরও বেশি পর্যটক।

author-image
IE Bangla Web Desk
New Update
North Sikkim heavy rainfall,tourists stranded,উত্তর সিকিমে প্রবল বৃষ্টি, বহু পর্যটক আটকে

Sikkim landslide 2025: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিমের বিভিন্ন প্রান্ত।

Sikkim tourists stranded: উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচুং ও লাচেনে অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে, যার ফলে দেশি-বিদেশি প্রায় ১,২০০ পর্যটক আটকে পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে থাইল্যান্ডের ২ জন, নেপালের ৩ জন এবং বাংলাদেশের ১০ জন রয়েছেন বলে জানা গিয়েছে।  

Advertisment

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিধ্বস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে পর্যটকরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। তবে প্রশাসনের তরফে পর্যাপ্ত খাদ্য ও রেশন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অনুকূল হলে পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে।

উত্তর সিকিমে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জেরে অনেক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংকালাং এলাকায় একটি নতুন নির্মিত ব্রিজ ধসে পড়েছে, এবং একটি বাঁশের সেতু ভেঙে গেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

আরও পড়ুন- SSC Scam: রাজপথ ছেড়ে এবার ক্লাসে, SSC ভবন ঘেরাও প্রত্যাহার চাকরিহারাদের

Advertisment

উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী, সিকিম পুলিশ, জেলা প্রশাসন, এবং অন্যান্য সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।​

আরও পড়ুন- West Bengal News Live:পহেলগাঁওয়ের জঙ্গিদের ঢালাও সমর্থন, গ্রেফতার করা হল বিধায়ককে

সিকিমের অন্যান্য অংশে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, লাচুং ও লাচেন এলাকায় পর্যটকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।​ উদ্ধার অভিযানের অগ্রগতি এবং আবহাওয়ার উন্নতির উপর ভিত্তি করে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে।​

আরও পড়ুন- Pahalgam Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদ, ইসলাম ধর্ম ত্যাগ স্কুল-শিক্ষকের

বর্তমানে এই ব্যাপক ভূমিধ্বসের জেরে গ্যাংটক-লাচেন সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে। চুংথানে আটকে পড়েছেন শ'য়ে-শ'য়ে পর্যটক। ভূমিধ্বস সরানোর কাজ যুদ্ধকালীন গতিতে করে চলেছেন বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ানরা। জানা গিয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করার পরেই চুংথানে আটকে পড়া ওই পর্যটকদের সিকিমের রাজধানী গ্যাংটকে নামিয়ে আনা হবে। স্থানীয়রা জানিয়েছেন, এই দুর্যোগের দাপট না কমলে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। 

Bengali News Today Landslide rain North Sikkim