Pahalgam Attack: জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলা প্রাণ কেড়েছে ২৬ জনের। এরাজ্যেরও ৩ পর্যটককে নিশানা করেছে জঙ্গিরা। নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলাম ত্যাগ স্কুল শিক্ষকের।
Pahalgam Attack:জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। পাকিস্তানের মদতে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে এই হামলা চালিয়েছে জঙ্গিরা। বেছে-বেছে হিন্দুদের খুন করেছে জঙ্গির দল। জঙ্গি হামলার প্রতিবাদে এবার ইসলাম ধর্ম ত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার স্কুলশিক্ষক সাবির হোসেন।
পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ জানিয়ে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক স্কুল শিক্ষক ইসলাম ধর্ম ত্যাগ করার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের সঙ্গে ধর্মীয় কোনও পরিচয় রাখতে চান না বছর ৩৬-এর এই স্কুল শিক্ষক। আইনি পথে হেটেই ধর্মীয় স্বীকৃতি ত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- West Bengal News Live:পহেলগাঁওয়ের জঙ্গিদের ঢালাও সমর্থন, গ্রেফতার করা হল বিধায়ককে
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ওই স্কুল শিক্ষক বলেন, "পহেলগাঁওয়ে যেটা ঘটে গেল, একজন মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইনি পথেই আমি ধর্ম ত্যাগ করতে চাই। আমাকে অনেকে ফোন করে হতাশা ব্যক্ত করেছেন। তবে এটা আমার নিজের সিদ্ধান্ত। আমার পরিবারে বাবা-মা, স্ত্রী ছেলে আছে। আমার সিদ্ধান্তে তারাও একটু অবাক হয়েছে। পরিবারের অন্যরা তাদের ধর্ম তারা পালন করবে।"
আরও পড়ুন- Bangladeshi politics: বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়! নতুন দল তৈরির পথে অভিনেতা ইলিয়াস কাঞ্চন
তাঁর কথায়, "আমি খুবই বিরক্ত। অনেকদিন ধরেই দেখছি, জঙ্গি কার্যকলাপ হলেই আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। জঙ্গিদের জন্য গোটা মুসলিম সমাজ কালিমালিপ্ত হচ্ছে। এটা তো বহুদিন ধরেই চলছে। সব ধর্মেই বিদ্বেষী মনোভাব আছে। ধর্মের বিরুদ্ধেই আমাদের দেশ ভাগ হয়েছে। ধর্মীয় মেরকরুণ মূল সমস্যা।"
আরও পড়ুন- Kolkata Weather Update today: গরমের অস্বস্তি কমবে, ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় বদল কবে থেকে?
তিনি আরও বলেন, "আমি সার্বিকভাবে এটা মনে করেছি, ধর্মীয় কারণেই এটা হচ্ছে। কেউ জয় শ্রীরাম বলে রাজনীতি করছে, কেই আল্লাহু আকবর বলছে। আমি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম বা অন্য কোনও ধর্মে যাচ্ছি না। আমি আর ধর্মেই থাকতে চাইছি না। আমি এই স্বীকৃতি চেয়ে উচ্চ আদালতে যাব। আমি এমনিতে OBC, কিন্তু আমি জাতি শংসাপত্র বের করিনি। আমি জেনারেল ক্যাটাগরিতেই চাকরি করি।"