Terror Attack In Pakistan: পহেলগাঁওয়ের ধাঁচে ফের ভয়াবহ জঙ্গি হামলা। গুলি করে হত্যা করা হল কমপক্ষে ৯ জনকে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়ঙ্কর জঙ্গি হামলা। জানা গিয়েছে, যাত্রী বোঝাই একটি বাসে জঙ্গিরা হামলা চালিয়েছে। খবর অনুযায়ী, পরিচয় জেনে আততায়ীরা ৯ জনকে হত্যা করেছে। হামলায় নিহত সকল যাত্রীই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। কোয়েটা থেকে লাহোর যাওয়ার পথে ঘটে যায় এই ভয়ঙ্কর হত্যার ঘটনা। বেলুচিস্তানের ঝোব শহরে বন্দুকধারীরা বাসটিতে হামলা চালায়।
বেলুচিস্তানের এলাকাটি বেশ অশান্ত এবং এখানে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে। প্রতিবেদন অনুসারে, জেলার সহকারী কমিশনার নাভিদ আলম বলেছেন যে বন্দুকধারীরা ঝোব শহরের কাছে জাতীয় সড়কে বাস থামিয়ে যাত্রীদের পরিচয় জিজ্ঞাসা করে। এরপর ৯ জনকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরও বলেন, যাত্রীরা সকলেই পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে কী বিবৃতি এসেছে?
এখনও পর্যন্ত কোনও সংগঠন বাস হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগেও পাকিস্তান এবং বেলুচিস্তানে বালুচ সংগঠনগুলি এই ধরনের হামলা চালিয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এই ঘটনাকে সন্ত্রাসবাদী হালমা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "জঙ্গিরা যাত্রীদের বাস থেকে নামিয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করে। তারা ৯ জন নিরীহ মানুষকে হত্যা করেছে।"
জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালুচ লিবারেশন আর্মি
চলতি বছরের মার্চ মাসে, বালুচ লিবারেশন আর্মি কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করে। ট্রেনটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল। সেই ঘটনায় ২১ জন সাধারণ নাগরিক এবং চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।