/indian-express-bangla/media/media_files/2025/07/11/murshidabad-traffic-cop-killed-by-dumper-2025-07-11-09-29-36.jpg)
বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ভয়ঙ্কর মৃত্যু!
Bengal Road Accident: ভয়াবহ পথদুর্ঘটনার বলি খোদ পুলিশ কর্তা। সাগরদিঘীতে মারাত্মক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক ওসির। জাতীয় সড়কে লরির ধাক্কায় দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চূড়ান্ত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার শেখদিঘী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নাম রাজ কুমার কর্মকার। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘী ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ছিলেন।
মাঝ আকাশে ভয়ঙ্কর ভয়াবহ বিমান দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী। মর্মান্তিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও কিভাবে দুর্ঘটনা হল তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে সাগরদিঘী থানা পুলিশের পক্ষ থেকে। ঘাতক ডাম্পাটিকে আটক করা হয়েছে। তবে চালক এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে
স্থানীয় সূত্রে খবর,রাত প্রায় ৯টা নাগাদ রাজকুমার কর্মকার আরও কয়েকজন সহকর্মী রাস্তায় ট্র্যাফিক সামালানোর দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন রাজকুমারবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।