Bengal SIR: বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR? তুঙ্গে প্রস্তুতি, বড় ঘোষণা কমিশনের

Bengal SIR: নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, আগামী অক্টোবরেই বাংলায় শুরু হতে পারে এই প্রক্রিয়া। জেলা শাসকদের (DM) নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের ফর্ম স্থানীয়ভাবে ছাপাতে।

Bengal SIR: নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, আগামী অক্টোবরেই বাংলায় শুরু হতে পারে এই প্রক্রিয়া। জেলা শাসকদের (DM) নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের ফর্ম স্থানীয়ভাবে ছাপাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar draft voter list 2025, ECI SIR exercise Bihar, Claims and objections voter roll, Bihar Assembly polls 2025, voter name deletion Bihar, electoral roll update, Bihar CEO, final voter roll Bihar election

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR? তুঙ্গে প্রস্তুতি, বড় ঘোষণা কমিশনের

Bengal SIR: বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ  সংশোধনের (SIR) প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) ভার্চুয়ালি জেলা পর্যায়ের নির্বাচন আধিকারিকদের নিয়ে এই সংক্রান্ত একটি  বৈঠক করেন। সেখানে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (AERO) জানানো হয়, বাংলায় SIR চালু করতে গিয়ে বিহারের মডেল অনুসরণ করা হতে পারে।

Advertisment

West Bengal News Live Updates: ইলিশপ্রেমীদের মুখে চওড়া হাসি, পুজোয় কলকাতার বাজার ছেয়ে যাবে পদ্মার ইলিশে, দাম কত?

নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, আগামী অক্টোবরেই বাংলায় শুরু হতে পারে এই প্রক্রিয়া। জেলা শাসকদের (DM) নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের ফর্ম স্থানীয়ভাবে ছাপাতে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। কোন প্রেসে এই ফর্ম ছাপানো হবে, তা চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে। কমিশন কলকাতা হাইকোর্টে আগেই জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার SIR প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

Advertisment

অফিসিয়াল সূত্র জানিয়েছে, মঙ্গলবারের বৈঠক মূলত SIR-সংক্রান্ত প্রস্তুতি নিয়েই হয়। সেখানে বিহারের কেস স্টাডি তুলে ধরা হয়, যেখানে চলতি বছর SIR চালু হয়েছিল। বৈঠকে জানানো হয়েছে, বুথ লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণও এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তুলনা করে নতুনভাবে ভোটার ম্যাপিং শুরু করতে।

জনতার মন পেতে ঢাল মমতা-অভিষেকেরই 'টেকনিক'! 'এক ফোনে বিধায়ক', পরিষেবা চালু দাপুটে তৃণমূল নেতার

প্রসঙ্গত, ২০০২ সালে বাংলায় সর্বশেষ SIR করা হয়েছিল, যা সম্পূর্ণ করতে দুই থেকে তিন বছর লেগেছিল। এবার সেই প্রক্রিয়া কয়েক মাসে সম্পন্ন করা সম্ভব কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে SIR- এর বিরোধিতা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিহারে অত্যন্ত তাড়াহুড়ো করে SIR করা হয়েছে।

উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার নির্বাচনের আগে দু’-তিন মাসে SIR করা সম্ভব নয়। অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে। কমিশনের এই পদক্ষেপ কেবল বিজেপিকে খুশি করার জন্য।” যদিও বিষয়টি আদালতে বিচারাধীন বলে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, “নির্বাচন কমিশন বিজেপির হাতিয়ার হয়ে উঠেছে। SIR-এর বিরুদ্ধে লড়াই চলবে আদালতের ভেতরে-বাইরে, সংসদের ভেতরে-বাইরে।”

শিক্ষক পিটিয়ে অবশেষে পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা, চাপের মুখে নতিস্বীকার?

এদিকে, শীর্ষ আদালত সোমবার জানিয়ে দিয়েছে, যদি প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন নিয়ম মেনে চলেনি, তবে বিহারে করা গোটা SIR প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে।

SIR