Bangladeshi politics: বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়! নতুন দল তৈরির পথে অভিনেতা ইলিয়াস কাঞ্চন

Ilias Kanchan-Janata Party Bangladesh: বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবার নতুন রাজনৈতিক দল তৈরির পথে। গুঞ্জনটা আগেই ছিল, এবার সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে।

Ilias Kanchan-Janata Party Bangladesh: বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবার নতুন রাজনৈতিক দল তৈরির পথে। গুঞ্জনটা আগেই ছিল, এবার সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে।

author-image
Joyprakash Das
New Update
Ilias Kanchan,  Janata Party Bangladesh,  Ilias Kanchan political party,  New political party in Bangladesh,ইলিয়াস কাঞ্চন,বাংলাদেশ নতুন রাজনৈতিক দল,জনতা পার্টি বাংলাদেশ

Ilias Kanchan: বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

Ilias Kanchan political party:বাংলাদেশের রাজনীতিতে ইউনূস, সার্জিস আলমদের কাছে নয়া চ্যালেঞ্জ ইলিয়াস কাঞ্চন। বছর ৬৮-এর এই অভিনেতা নয়া দল ঘোষণা করতে চলছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম 'কালের কন্ঠে' এই সংবাদ প্রকাশিত হয়েছে। কেন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন কাঞ্চন? তা অডিও ভিস্যুয়াল সাক্ষাৎকারে জানিয়েছেন '৮০-'৯০-এর দশকের সাড়া জাগানো অভিনেতা ইলিয়াস। 

Advertisment

'বেদের মেয়ে জোৎস্না' খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চন তথা ইদ্রিস আলি। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী জাহানারা কাঞ্চন প্রয়াত হন। তারপর থেকে "নিরাপদ সড়ক চাই", আন্দোলন গড়ে তোলেন ইলিয়াস। গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক সভা, সমাবেশে ইলিয়াসকে দেখা যেত। তখন অনেকেই ভেবেছিলেন কোনও রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন। এখন দেখা যাচ্ছে ইলিয়াস কাঞ্চন নিজেই রাজনৈতিক দল গঠনের ঘোষণা করতে তৎপর। কেন এই দল গঠন সেই ব্যাখ্যাও দিয়েছেন ইলিয়াস। 

জানা গিয়েছে, ইলিয়াস রাজনৈতিক দলের নাম রাখতে চলেছেন 'জনতা পার্টি বাংলাদেশ'। আজ, শুক্রবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে। এই ঘোষণা হওয়ার আগেই ইলিয়াসের নয়া রাজনৈতিক দলের বিরোধিতাও শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। এই নতুন দলে ভিন্ন দলের নেতৃত্ব যোগ দেবেন। পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অসামরিক সরকারি কর্মকর্তাসহ নানা পেশার লোকজন থাকবেন। এমন খবর প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। 

আরও পড়ুন- West Bengal News Live:পাক-সেনার হাতে আটক বাংলার জওয়ান, মুক্তি চেয়ে আজ কোন পথে BSF?

Advertisment

ইলিয়াস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নিরাপদ সড়ক আন্দোলনকে রাজনীতির মাধ্যমে বাস্তবায়িত করতে চান। তাঁর কথায়, "আমার মনে হয়েছে রাজনৈতিক দল ছাড়া কোনওভাবেই এগোনো সম্ভব নয়। এগোতে গেলে বা কথা বলতে গেলে রাজনৈতিক শক্তি লাগবে। জনগন যদি আমাকে চায়, দলকে ভালোবাসে তাহলে ভলোভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারব।" জনগনের ওপর ভরসা করে এগিয়ে যাবেন বলে আশা করেন ইলিয়াস। 

আরও পড়ুন- Kolkata Weather Update today: গরমের অস্বস্তি কমবে, ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় বদল কবে থেকে?

বাংলাদেশে আশির দশকে সর্বাধিক ব্যবসা দিয়েছে 'বেদের মেয়ে জোৎস্না' নামে ছবিটি। ওই সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। তাছাড়াও প্রায় তিনশোর ওপর সিনেমা করেছেন এই অভিনেতা। এবার দেখার বিষয় রাজনৈতিক জগতে কতটা সফল হন ইলিয়াস।

আরও পড়ুন-Pahalgam terror attack: বদলা চেয়ে 'অ্যাকশন' শুরুর অপেক্ষায় দেশ! সন্ত্রাস দমনে এবার মোদীর 'হাতে হাত' রাহুলের

Politics Political News Bangladesh