Advertisment

Sheikh Hasina: 'জঙ্গিদের লীলাভূমি বাংলাদেশ', 'দাঁতভাঙা' জবাবে তৈরি হতে আহ্বান হাসিনার

Sheikh Hasina-Bangladesh Unrest: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবী দিবস। বিশেষ এই দিনে ঘুরে দাঁড়ানোর বার্তা মুজিব-কন্যার।

author-image
IE Bangla Web Desk
New Update
bangladesh unrest,bangladesh crisis,sheikh hasina,বাংলাদেশ,শেখ হাসিনা

Sheikh Hasina: শেখ হাসিনা।

Bangladesh becoming land for terrorism says sheikh hasina: বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ সেদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। মুজিব-কন্যার হয়ে তাঁর পুত্র সজীব ওয়াজেদ এক্স হ্যান্ডলে হাসিনার মন্তব্যগুলি পোস্ট করেছেন। সুদীর্ঘ সেই পোস্টে ১৯৭১ সালের ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন শেখ হাসিনা।

Advertisment

বাংলাদেশে হাসিনা সরকারের অবসানের পর চূড়ান্ত নৈরাজ্যকর অবস্থা চলছে। ওপার বাংলার দিকে দিকে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, তাঁদের বাড়ি-ঘর, দোকানে চলছে বেপরোয়া ভাঙচুর। একের পর এক মন্দিরে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন মুজিব-কন্যা শেখ হাসিনা। আজ ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবী দিবস। বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে শুরু করে আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা।

সজীব ওয়াজেদের পোস্টে শেখ হাসিনার বিবৃতি :

"আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল-শামস বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

Advertisment

মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। ১৪ ডিসেম্বরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলের রাব্বি, ডা. মোহাম্মদ মর্তুজা, অধ্যাপক মুনিরুজ্জামান, অধ্যাপক গোবিন্দ চন্দ্র(জিসি) দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খোন্দকার আবু তালেব, নিজামুদ্দীন আহমদ, এস এ মান্নান(লাডু ভাই), আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিন, আবুল বাশার চৌধুরী, মুহাম্মদ আখতার সহ আরও অনেকে।

জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতাবিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন- নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীসহ ১৯৭১-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে।

স্বাধীনতাবিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি।"

আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর মামলায় সন্দীপ ঘোষদের জামিন, প্রতিবাদে কংগ্রেসের নিজাম প্যালেস অভিযানে ধুন্ধুমার

আরও পড়ুন- Jaynagarer Moa: বহডুর কৃতিত্বে কোপ বসিয়েই স্বর্ণালী ইতিহাস! 'জয়নগরের মোয়া'র সঙ্গে জড়িয়ে স্বয়ং শ্রী চৈতণ্যদেব

Sheikh Hasina Bangladesh Crisis Bangladesh Muhammad Yunus
Advertisment