Advertisment

West Bengal Weather:নিম্নচাপের গেরোয় ফিকে শীতের আমেজ, জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঠান্ডার দুরন্ত কামব্যাক কবে?

West Bengal Weather Forecast: গত দিন কয়েক জমাটি ঠান্ডার দাপট ছিল জেলায় জেলায়। তবে হঠাৎ করেই শীতের ছন্দপতন।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast,weather update,winter,west bengal weather forecast,আবহাওয়ার পূর্বাভাস,শীত

Weather Forecast: বাড়ছে তাপমাত্রা। ফিকে শীতের আমেজ।

West Bengal Weather Update 18 December 2024: গত দিন কয়েক গোটা রাজ্যে শীতের কাঁপানো দাপট ছিল। তবে যেন হঠাৎ করেই ব্রেক কষেছে ঠান্ডা। নিম্নচাপের জেরে এবার রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। নতুন করে ঠান্ডার জমাটি কামব্যাক কবে? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়বে। ২০ এবং ২১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। মেঘলা আকাশ থাকায় ঠান্ডার দাপট বেশ খানিকটা ফিকে হবে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। বুধবার থেকে তাপমাত্রা চড়তে শুরু করবে।

Advertisment

আরও পড়ুন- Malda News: বাংলাদেশ সীমান্তের গ্রামে হাজার-হাজার ভুয়ো রেশন কার্ড, ১১ বছরের মাথায় তদন্তের নির্দেশ

আরও পড়ুন- Malda News: মালদায় নজর চিনের, হাসি চওড়া ব্যবসায়ীদের, সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা

কলকাতার ওয়েদার আপডেট

কাল থেকে হাওয়া বদল শহর কলকাতাতেও। তিলোত্তমা মহানগরীতে চড়তে শুরু করবে তাপমাত্রা। ইতিমধ্যেই মহানগরীর তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। আগামী শুক্র এবং শনিবার কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Tarapith Temple: তারাপীঠ মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না, চালু আরও একগুচ্ছ নিয়ম

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

আগামী শুক্র এবং শনিবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহের একেবারে শেষ দিক পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকতে পারে।

ঠান্ডার জমাটি কামব্যাক কবে?

মোটের ওপর চলতি সপ্তাহে নতুন করে দারুণ ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নতুন করে কবে থেকে জমাটি ঠান্ডা পরতে পারে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office
Advertisment