Mamata Banerjee on Bangladesh Situation: বাংলাদেশে বিপন্ন হিন্দুরা। দিকে দিকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নিপীড়ন বেড়েই চলেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও। সেই সঙ্গে উদ্বেগের চোরা স্রোত এপার বাংলাতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে তাঁর সরকারও একমত। এদিকে, বাংলাদেশে ISKCON-এর সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) মুক্তির ব্যাপারে উদ্যোগী হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছেন প্রাক্তন আমলাদের একাংশ।
বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় কী বললেন মুখ্যমন্ত্রী?
"কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে দু'বার কথা হয়েছে। কোনও ধর্মের ওপরেই অত্যাচার মেনে নিতে পারি না। বাংলাদেশ নিয়ে কথা বলার এক্তিয়ার আমাদের নেই। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত। এটা দেশের ব্যাপার।"
এদিকে, বৃহস্পতিবারই বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করার আবেদন খারিজ করেছে বাংলাদেশ হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে মামলা হয়েছিল বাংলাদেশ হাইকোর্টে। তবে বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই আর্জি খারিজ করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। "হিংসা রুখতে কড়া পদক্ষেপ করছে সরকার। গোটা বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে", আদালতে পাল্টা জানিয়েছে মহম্মদ ইউনুসের সরকার।
আরও পড়ুন- West Bengal News Live: ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট
অন্যদিকে, বাংলাদেশে ISKCON-এর সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির ব্যাপারে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন আমলাদের একাংশ। নরেন্দ্র মোদীকে চিঠি প্রাক্তন আমলা সহ ৬৮ জনের। একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশও। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে। জামাত ও পুলিশের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হিন্দুরা। সনাতনীদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে কট্টরপন্থীরা। এদিকে বেছে বেছে হিন্দুদেরই ধরপাকড় করছে পুলিশ। মন্দির, হিন্দু মহল্লায় ক্রমাগত আক্রমণ নেমে আসছে। এককথায় বাংলাদেশে সাঁড়াশি আক্রমণের মুখে হিন্দুরা। আতঙ্কে, উদ্বেগে ঘুম উড়েছে বাংলাদেশের হিন্দুদের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।