Latest West Bengal News Live Updates: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতার রাজপথে। দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু করে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যায়। মিছিল থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি তোলেন। এর পাশাপাশি তাঁরা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে সচেষ্ট হতে হবে বাংলাদেশ সরকারকে।
বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সনাতনী সমাজের সদস্যরা। তার পর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। একজন পুলিশকর্মী আহত হন। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ব্যারিকেডের নিচে চাপা পড়ে আহত কয়েকজন।
অশান্তির আগুন জ্বলছে প্রতিবেশী বাংলাদেশে। বাংলাদেশ সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে (Chinmay Krishna Das) সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই থেকে এখনও পর্যন্ত জেলেই রয়েছেন ইসকনের (ISKCON) পুন্ডরীক ধামের এই ধর্মগুরু। তাঁর জামিনের আবেদন নাকচ করেছে সেদেশের আদালত। এদিকে চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। পড়শি দেশের সেই বিক্ষোভের আঁচ পড়েছে এপার বাংলাতেও।
চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে BJP। কেন্দ্রীয় সরকারের তরফেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পাশাপাশি ইসকনের চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে থেমে নেই বাংলাদেশ, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও সংখ্যালঘুদের উপর 'হামলা' নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মন্তব্যকে পাল্টা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছে বাংলাদেশ সরকার। গোটা বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও পাল্টা বিবৃতিতে উল্লেখ করেছে মহম্মদ ইউনুসের সরকার।
-
Nov 28, 2024 18:22 ISTWest Bengal News Live: একসঙ্গে সাতজনকে ফাঁসির আদেশ
একসঙ্গে সাতজনকে ফাঁসির আদেশ! হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার দলের ৬ জন সদস্য রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, রামকৃষ্ণ মণ্ডল, রথীন সিংকে ফাঁসির আদেশ দেন বিচারক। অপর এক আসামি মান্তু ঘোষকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মোট ৯ জন দুষ্কৃতী মিলে এক টোটো চালককে নৃশংস ভাবে হত্যা করেছিল।
-
Nov 28, 2024 18:10 ISTWest Bengal News Live: মুসলিমদের টার্গেট করা হচ্ছে! ওয়াকফ বিলের বিরোধিতায় মমতা
ওয়াকফ বোর্ড সংশোধনী বিল নিয়ে এবার বিধানসভায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ দেগে বৃহস্পতিবার তিনি বলেন, এই বিল দিয়ে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই বিলের মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে।
-
Nov 28, 2024 17:28 ISTWest Bengal News Live: ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক
ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ফের মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক মালিককে গ্রেফতার করলো শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার রাতে বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ। ধৃতের দোকান থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি পেনড্রাইভ এবং নথিপত্র। রাতেই ধৃতকে শিলিগুড়ি নিয়ে চলে গিয়েছে তদন্তকারী পুলিশকর্তারা।
-
Nov 28, 2024 16:40 ISTWest Bengal News Live: বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘরে ধুন্ধুমার কলকাতায়
বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতার রাজপথে। দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু করে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যায়। মিছিল থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি তোলেন। এর পাশাপাশি তারা বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে সচেষ্ট হতে হবে বাংলাদেশ সরকারকে। মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সনাতনী সমাজের সদস্যরা। তার পর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। একজন পুলিশকর্মী আহত হন। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
-
Nov 28, 2024 15:55 ISTWest Bengal News Live:হুমায়ুনকে ধমক মুখ্যমন্ত্রীর!
এবার বিধানসভার অন্দরেই দলের বিধায়ক হুমায়ুন কবীরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। "কেন এত কথা বলো? বেশি কথা বলো না।" বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁর দলের বিধায়করা। প্রত্যেকেই নিজেদের এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিন তাঁর ঘরে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও।
তখনই হুমায়ুনকে ধমকের সুরে একথা বলেছেন মুখ্যমন্ত্রী।বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'কেন এত কথা বলো?', বিধানসভায় হুমায়ুনকে ধমক মুখ্যমন্ত্রীর!
-
Nov 28, 2024 14:55 ISTWest Bengal News Live:সন্ন্যাসীর মুক্তির দাবিতে মিছিল
বাংলাদেশে বিপন্ন হিন্দুরা। দিকে দিকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। বাংলাদেশে গ্রেফতার ইসকনের চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর মুক্তির দাবিতে এবার কলকাতায় মিছিল সনাতনীদের। শিয়ালদহ থেকে বাংলাদেশ হাই কমিন পর্যন্ত মিছিল সনাতনী সমাজের।
-
Nov 28, 2024 14:51 ISTWest Bengal News Live:সুন্দরবনের জঙ্গলে হরিণ হত্যার অভিযোগ
আবারও সুন্দরবনের জঙ্গলে হরিণ হত্যার অভিযোগ উঠল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার রামগঙ্গা ঘাট থেকে এক চোরা শিকারীকে হাতেনাতে পাকড়াও করলো বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। ধৃত তপন দাস স্থানীয় বরদাপুর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে প্রায় ২৫ কেজির কাছাকাছি মাংস এবং চামড়া উদ্ধার করেছে বনদপ্তর। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বনদপ্তর।
-
Nov 28, 2024 13:57 ISTWest Bengal News Live:ISKCON নিষিদ্ধ করার আর্জি খারিজ
ইসকন নিষিদ্ধ নয়, সাফ জানাল বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। তবে বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই আর্জি খারিজ করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। "হিংসা রুখতে কড়া পদক্ষেপ করছে সরকার। গোটা বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে", আদালেত জানাল বাংলাদেশ সরকার।
-
Nov 28, 2024 12:26 ISTWest Bengal News Live:বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, কী বললেন মমতা?
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নিপীড়ন বেড়েই চলেছে। এবার বিষয়টি নিয়ে রাজ্য বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, "আমাদের সরকারের নীতি হল আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হলে তীব্র নিন্দা করি। অন্য দেশেও যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয়, সেটাকেও সমর্থন করিনি। আমি এখানে ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি।"
-
Nov 28, 2024 12:09 ISTWest Bengal News Live:এবার পথে বিশ্ব হিন্দু পরিষদ
বাংলাদেশে হিন্দু নেতা তথা সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারিতে এখন আন্তর্জাতিক রাজনীতিও তোলপাড়। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের বিদায়ের পর থেকে বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত। এরই প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় বিক্ষোভ দেখাতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। আজ, বৃহস্পতিবার ও আগামিকাল, শুক্রবার পথে নামতে চলেছে ভিএইচপি।
বিস্তারিত পড়ুন- Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস, একে একে বন্ধ ISKCON মন্দির, 'আগুনে' প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ
-
Nov 28, 2024 11:44 ISTWest Bengal News Live:দামোদরে বাঁশের সেতু
দামোদর নদীকে আঁকড়ে বহু মৎসজীবীর জীবন জীবিকা নির্বাহিত হয়। এহেন এক গুরুত্বপূর্ণ নদীর বুকে হাজার-হাজার বাঁশ পুঁতে সেতু তৈরির কাজ শুরু হতেই ক্ষোভের পারদ চড়েছে মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দাদের। মুনাফা অর্জনের জন্য সেতু তৈরির নামে এভাবে দামোদরে দখলদারি কায়েমের বিষয়টি তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁরা দামোদরের বুকে সেতু তৈরির কাজ বন্ধের দাবিতে গণ স্বাক্ষর সম্বলিত অভিযোগ পত্র ব্লকের বিডিও-কে জমা দিয়েছেন।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: দামোদরে বাঁশ ফেলে তৈরি হচ্ছে অস্থায়ী সেতু, কে দিল ছাড়পত্র? জেনেই কী বললেন সেচমন্ত্রী?
-
Nov 28, 2024 09:59 ISTWest Bengal News Live:কলকাতায় কাঁড়ি-কাঁড়ি 'টাকা' উদ্ধার!
বৃহস্পতিবার সাতসকালে শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় দুরন্ত অভিযানে নেমেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। সেই অভিযানেই এবার ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে মিলেছে ৩ লক্ষ টাকার জাল নোট। ৫০০ টাকার নোটে ওই ৩ লক্ষের জাল নোট রয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের সঙ্গে জাল নোট পাচারকারীদের যোগ রয়েছে বলে সন্দে তদন্তকারীদের।
-
Nov 28, 2024 09:49 ISTWest Bengal News Live:বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশর সরকারকে কটাক্ষে ধুয়ে দিলেন ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বাংলাদেশে র জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া এবং সেই সঙ্গে ISKCON-এর চিন্মময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) গ্রেফতারি নিয়েও মহম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ট্রাম্প।
In Bangladesh,
— Donald J. Trump 🇺🇸 Update (@TrumpUpdateHQ) November 27, 2024
• Al-Qaeda terrorist Zashimuddin Rahmani is released.
• ISKCON priest Krishna Das Prabhu is arrested.
Weldone Nobel Peace Prize Winner Yunus. I think Biden administration and Soros selected him for this prize.বিস্তারিত পড়ুন- Priest Chinmoy Krsihna Das Arrested: জেলে চিন্ময়কৃষ্ণ, মুক্ত আল-কায়েদা জঙ্গিরা, বঙ্গ BJP-র সুরেই বাংলাদেশকে বিঁধলেন ট্রাম্প
-
Nov 28, 2024 08:37 ISTWest Bengal News Live: বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
সবে বাংলা জুড়ে শীতের জোরালো আমেজ বাড়তে শুরু করেছে। শহর থেকে জেলা, সর্বত্র অনুভূত হচ্ছে ঠান্ডার অনুভূতি। তবে এরই মাঝে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টি হতে পারে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update:গভীর নিম্নচাপের ভ্রকুটি! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? মাঠে মারা যাবে শীত?
-
Nov 28, 2024 08:13 ISTWest Bengal News Live: ISKCON-কে নিষিদ্ধ করার দাবি
এক আইনজীবীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এবার ধর্মীয় সংগঠন ISKCON-কে নিষিদ্ধ করার দাবি উঠেছে বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশের আদালতে ISKCON-কে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা করেছেন এক ব্যক্তি। বালাদেশের আদালত সেই মামলা গ্রহণ করেছে। এব্যাপারে সরকারের মতামত জানতে চেয়েছে আদালত।