Bangladesh MP Murder Mystery: বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় আনওয়ারুল আজিমকে। খুনের পর তাঁর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। এরপর হাড় ও মাংস আলাদা আলাদা করে কেটে ফেলে প্লাস্টিক ব্যাগে ভরে ফেলা হয়। বনগাঁ থেকে 'খুনি' জিহাদকে গ্রেফতার করেছে CID। জিহাদ পেশায় কসাই। জেরায় খুনের কথা স্বীকারও করেছে সে।
রীতিমতো পরিকল্পনা করেই খুন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমকে। এই খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান। আজিমকে খুনের জন্য জিহাদের সঙ্গে যোগাযোগ করে আখতারুজ্জামান। জিহাদ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। খুনের বেশ কিছুদিন আগে তাকে কলকাতায় আনা হয়েছিল। চিনার পার্কের একটি ফ্ল্যাটে তাকে রাখার বন্দোবস্ত হয়েছিল।
আরও পড়ুন- BJP Leader Arrested in Keshpur: থানায় ঢুকেই হাউহাউ করে কান্না BJP নেতার! ভিডিও পোস্ট হিরণের
আনওয়ারুল আজিম খুনে ধৃত জিহাজকে জেরা করে CID জেনেছে, এই হত্যাকাণ্ডে ৪-৫ বাংলাদেশি নাগরিক যুক্ত থাকতে পারে। চিকিৎসার জন্য গত ১২ মে কলকাতায় আসেন আজিম। বরাহনগরে এক বন্ধুর বাড়িতে তিনি উঠেছিলেন। ২ দিন পর সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এরপর বহু চেষ্টাতেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে অবশেষে ১৮ মে থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর সেই বন্ধু। তারপরেই শুরু হয় পুলিশি তদন্ত। বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে ভারত সরকারে সঙ্গে কথা বলে। তারপর যুদ্ধকালীন গতিতে এগোয় তদন্তের কাজ।
CID সূত্রে জানা গিয়েছে, আজিমকে নিউটাউনের ফ্ল্যাটে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। তারপর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। মৃতের পরিচয় যাতে জানা না যায় সেই কারণে শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেয় খুনিরা। তারপর দেহের মাংস ও হাড় কেটে ফেলা হয়। পরে সেগুলি প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলা হয়। তারপর একটি ট্রলির মধ্যে দেহাংশ পুরে পেলা হয়। ধৃত জিহাদকে জেরায় CID জেনেছে ভাঙড়ের পোলেরহাটের একটি খালে দেহাংশ ফেলা হয়েছে।
আরও পড়ুন- Suvendu on Arjun: অর্জুনকে হঠাৎ সাবধানে থাকার পরামর্শ শুভেন্দুর, কেন জানেন?
নৃশংস এই হত্যাকান্ডের তদন্তে নেমে CID বনগাঁ থেকে জিহাদকে গ্রেফতার করে। খুনের আড়াই মাস আগে কলকাতায় আসে জিহাদ। এদিকে, বাংলাদেশে এই খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করতে CID-র একটি দল ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে। এদিকে ভাঙড়ের যে খালে দেহাংশ ফেলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, আজই সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি হবে বলে জানা গিয়েছে। গতকাল রাতেও ভাঙড়ের ওই এলাকায় গিয়েছিল CID। তবে অন্ধকার থাকায় রাতে তদন্তের কাজ এগোয়নি।