BNP leader On Rafale aircraft: যুদ্ধবিমানে রাফালের সঙ্গে 'লুঙ্গির' তুলনা, BNP নেতার খোলা চ্যালেঞ্জে হাসির রোল ভারত জুড়ে

BNP leader On Rafale aircraft: অশান্ত বাংলাদেশে চলছে লাগাতার হিন্দু নির্যাতন। ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ২২০০। বিদ্বেষের বাংলাদেশে এবার খুন হিন্দু পুরোহিত।

BNP leader On Rafale aircraft: অশান্ত বাংলাদেশে চলছে লাগাতার হিন্দু নির্যাতন। ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ২২০০। বিদ্বেষের বাংলাদেশে এবার খুন হিন্দু পুরোহিত।

author-image
IE Bangla Web Desk
New Update
BNP leader threats India attacks On Rafale aircraft issue

যুদ্ধবিমানে রাফালের সঙ্গে 'লুঙ্গির' তুলনা Photograph: (ফাইল)

BNP leader On Rafale aircraft: চারদিনে কলকাতা দখলের ডাকের পর ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি। এবার রাফাল বিমান নিয়ে হাস্যকর হুমকি ছুঁড়লেন BNP-র যুগ্ম মহাসচিব হাবিব উন-নবি-খান সোহেল। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে রাফাল যুদ্ধ বিমান নিয়ে দিল্লিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়লেন বিএনপি নেতা। হাবিব উন-নবি-খান সোহেল  হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের শরীরটা দেখুন, ওই আঙুল কেটে ফেলব। আমরা একবার যদি লুঙ্গিটা মালকোঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে!"

Advertisment

অশান্ত বাংলাদেশে চলছে লাগাতার হিন্দু নির্যাতন। ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর  আক্রমণের ঘটনা ২২০০। বিদ্বেষের বাংলাদেশে এবার খুন হিন্দু পুরোহিত। বাংলাদেশে নাটোরে মন্দিরে খুন সেবায়ত। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে মন্দিরের পুরোহিতের মৃতদেহ। শ্মশানকালী মন্দিরে লুটপাটের পর সেবায়তকে  খুন। ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের।  শ্মশানেও সুরক্ষা নেই হিন্দুদের এমনই দাবি কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। এর পাশাপাশি ময়মনসিংয়ের মন্দিরে তান্ডব। ৮টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। বাংলাদেশে দিনাজপুরেও কট্টোরপন্থী মৌলবাদীদের তান্ডব। বীরগঞ্জের মন্দিরেও তান্ডব চালিয়ে মৌলবাদীরা। 

Advertisment

লাগাতার হিন্দু নির্যাতনের ঘটনায় ইউনূস সরকারকে উপযুক্ত ব্যবস্থা  নেওয়ার আর্জি ইসকনের গর্ভনিং বডি কমিশনার গৌরাঙ্গ দাসের। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় মুখ খুলেছেন অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সতেন্দ্র দাস। তিনি বলেন, 'দুদেশের আলোচনায় সমাধান হবে  না। সরকারকে এবার কঠোর পদক্ষেপ নিতে নিতে হবে'। 

Bangladesh