Bengal Weather Update 22 Dec 2024: শুক্রবার রাত থেকেই জেলায়-জেলায় বৃষ্টি । শনিবারও তা অব্যাহত ছিল। তবে আজ রবিরাব রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আলিপুর দফতর। বড়দিনের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শীতের পথে বাঁধা অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যদিও আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শীত কবে জাঁকিয়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়।
তবে দার্জিলিঙে আজও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টির পর্ব চুকিয়ে শীতের কামব্যাক কবে? সেদিকেই এখন নজর বঙ্গবাসীর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো গতকাল থেকে একাধিক জেলায় হালকা বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সেভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পারদ পতনের সম্ভাবনা এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় থাকবে কুয়াশা দাপট থাকবে। সকালে আকাশের মুখ ভার থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। রোদ ঝলমলে আকাশে উপভোগ করা যাবে শীতের হালকা আমেজ।
রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দিন কয়েক কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। সেই সঙ্গে ফের একবার তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন পাঁচেক রাজ্যের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আগামী কয়েক দিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনে এবং রাতের দিকের তাপমাত্রাতেও বিশেষ পরিবর্তন হবে না।