Bangladesh Crisis: 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক ইউনূস ঘনিষ্ঠের, ক্ষুব্ধ দিল্লির চরম বার্তা!

Bangladesh Unrest: বাংলাদেশে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের আমলে ক্রমেই বাড়ছে ভারত বিরোধিতা।

Bangladesh Unrest: বাংলাদেশে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের আমলে ক্রমেই বাড়ছে ভারত বিরোধিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Muhammad Yunus:মহম্মদ ইউনূস।

Bangladesh Unrest: এবার 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক দিয়েছিলেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ মাহফুজ আলম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। মহম্মদ ইউনূস (Muhammad Yunus) ঘনিষ্ঠ মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়ায় এই বার্তার পরপরই কড়া হুঁশিয়ারি ভারতের তরফেও। যদিও পরবর্তী সময়ে মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে আর ওই পোস্টটি দেখা যায়নি।

Advertisment

মহম্মদ ইউনূস ঘনিষ্ঠ মাহফুজ আলমের ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে গতকালই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন, "বিতর্কিত কথা মুছে ফেলা হয়েছে। আমরা বলতে চাই, ভারত বিরোধী মন্তব্য করা থেকে নিজেদের জনগণকে সতর্ক করুক অন্তর্বর্তীকালীন সরকার। ভারত বরাবরই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চেয়েছে। তবে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কখনোই কাম্য নয়।"

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের অবসানের পর মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের দিকে দিকে নির্যাতনের শিকার হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশ জুড়ে ক্রমেই ভারত বিরোধিতার সুর আরও চড়া হচ্ছে। এই পরিস্থিতিতে এবার মহাম্মদ ইউনূস ঘনিষ্ঠ মাহফুজ আলম ভারতের বেশ কয়েকটি রাজ্য নিজেদের অধীনে নেওয়ার কথা লিখেছিলেন ফেসবুক পোস্টে। তার সেই ফেসবুক পোস্টের পরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: চিকেন'স নেক-এ নাশকতাই ছিল লক্ষ্য, বাংলাদেশের জঙ্গি সংগঠনের স্লিপার সেল এরাজ্যেও

আরও পড়ুন- Ambedkar remarks row: আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যে বিতর্কের সুনামি! মমতার নির্দেশে ঝাঁঝালো প্রতিবাদে তৃণমূল

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের মাত্র পাঁচ মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই পাক সেনারা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। যেটা ভারতের কাছে নিরাপত্তাজনিত এক বড় উদ্বেগ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতার মাঝেই সামনে এসেছে এক বিরাট আপডেট। খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানি সেনার শীর্ষ আধিকারিক। 

West Bengal Muhammad Yunus Bangladesh Crisis