Advertisment

Ambedkar remarks row: আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যে বিতর্কের সুনামি! মমতার নির্দেশে ঝাঁঝালো প্রতিবাদে তৃণমূল

Ambedkar remarks row: সম্প্রতি সংসদে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সেই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে।

author-image
Joyprakash Das
New Update
Ambedkar remarks row,amit shah,mamata banerjee,bjp,tmc,west bengal news, পশ্চিমবঙ্গের খবর,আম্দেবকর নিয়ে অমিত শাহের মন্তব্য,তৃণমূল

Amit Shah & Mamata Banerjee: অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Ambedkar remarks row:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সংবিধান প্রণেতা বিআর আম্বেদক নিয়ে মন্তব্য ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। এর আগে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রতিবাদে সামিল হয়েছে সমস্ত বিজেপি বিরোধী দল। এবার এই ইস্যুতে বাংলায় পথে নেমে প্রতিবাদ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সোমবার কলকাতাসহ রাজ্যের সর্বত্র পথে নেমে অমিত শাহর মন্তব্যের ধিক্কার জানাতে।  

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।" এখানেই থামেননি তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।" 

তাই পথে নেমে প্রতিবাদ কর্মসূচি নিতে চলেছে ঘাসফুল শিবির। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। 

আরও পড়ুন- Amit Shah: শিলিগুড়ি করিডর নিয়ে শাহের সতর্কবার্তা, প্রশংসায় ভরালেন SSB-কে

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: চিকেন'স নেক-এ নাশকতাই ছিল লক্ষ্য, বাংলাদেশের জঙ্গি সংগঠনের স্লিপার সেল এরাজ্যেও

অমিত শাহ বাবাসাহেব নিয়ে বলেছেন, “আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর বলাই এখন ফ্যাশন। এতবার ভগবানের নাম নিলে সাতজন্ম সার্থক হয়ে যেত।” এমনকী তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি তৎকালীন সরকারের আচরণ নিয়েও আম্বেদকর খুশি ছিলেন না বলে শাহ মন্তব্য করেছিলেন। শাহের এই মন্তব্য নিয়ে ঝড় উঠেছে দিল্লির রাজনীতিতে। এর আগে তৃণমূল নেত্রী কড়া সমালোচনা করে বলেছিলেন, মুখোশ খুলে গেল। শাহর মন্তব্যকে অপমানজনক বলেও মন্তব্য করেছিলেন মমতা। এবার দলীয় নেতা-কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন- West Bengal Weather: নিম্নচাপের গেরোয় পৌষেও বৃষ্টি জেলায়-জেলায়, দুর্যোগ শেষে সোম থেকেই ঠান্ডার রাজকীয় কামব্যাক?

tmc amit shah Bangla News Bengali News Today CM Mamata banerjee Ambedkar news in west bengal news of west bengal
Advertisment