Bangladesh: শেখ মুজিবের নিশানই মিটিয়ে দিতে চায় কট্টরবাদীরা, নৈরাজ্যের বাংলাদেশে বৃহস্পতিবার সকালেও চলল বাড়ি ভাঙার কাজ

Sheikh Mujibur Rahman's House Demolished: গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের কথা ছিল। আওয়ামি লিগ সেই ঘোষণা করতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে হাসিনা বিরোধীদের মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Sheikh Mujibur Rahman's House Demolished: ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সেই ছবি।

Sheikh Mujibur Rahman's House Demolished: নৈরাজ্যের বাংলাদেশ এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আওয়ামী লিগ ও ছাত্রলীগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও বাড়ি ভাঙার কাজ চলেছে। 

Advertisment

বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন এই কথা জানার পরই তার বিরোধী শিবিরের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। হাসিনার ভাষণ শুরুর আগেই ঢাকায় তাদের ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে জড়ো হয় তার বিরোধী শিবির। উন্মত্ত মৌলবাদীদের দল মুজিবুর রহমানের বাড়িতে তাণ্ডব শুরু করে। একদল জনতা আগুন ধরিয়ে দেয় ওই বাড়িতে।

রীতিমতো স্লোগানিং করতে করতে বেপরোয়া ভাঙচুর চলে মুক্তিযুদ্ধের বহু ঘটনার সাক্ষ্য বহন করে চলা ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে। বুধবার বেশি রাতের দিকে আনা হয় বুলডোজার। এরপর সেই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এমনকী আরও রাতে ক্রেন এনে চলে বাড়ি ভাঙার কাজ। রাতভর সেই তাণ্ডব চলার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: বঙ্গ BJP-র সব স্তরে সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত চর্চায়

গতকাল বাংলাদেশের সময় রাত ন'টা নাগাদ শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য রাখার কথা ছিল। তার আগেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন ৩২ নম্বর ধানমণ্ডির ওই বাড়ির উদ্দেশে বুলডোজার অভিযানের ডাক দিয়েছিল। বহু ছাত্র আন্দোলনের সদস্য সেই অভিযানে সামিল হয়েছিল। ঢাকায় শেখ মুজিবের সেই বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে জনতা। বেপরোয়াভাবে মুজিবুর মিউজিয়াম ও বাড়িতে ভাঙচুর চালানো হয়।

আরও পড়ুন- Purba Bardhaman News: পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকার 'প্রতারণা', পোস্টমাস্টারের বিরুদ্ধে হাইকোর্টে প্রতারিতরা

Bangladesh Sheikh Hasina Sheikh Mujibur Rahman Bengali News Today news in west bengal news of west bengal Bangladesh Crisis