West Bengal News Highlights: গার্ডেনরিচে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, মার খেল পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার

West Bengal News Highlights Today 6 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Saraswati Puja Immersion: বাবুঘাটে সরস্বতী প্রতিমার বিসর্জন

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: কলকাতার কলেজে সরস্বতী পুজো হওয়া নিয়ে গন্ডগোল হয়েছিল। যে বিতর্কের রেশ আদালত পর্যন্ত পৌঁছয়। এবার সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল গার্ডেনরিচে। মার খেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় প্রতিমার শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে। পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেনরিচ থানার সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত এসআই ও সিভিককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইনে ভেজাল বা দূষণের কোনও প্রমাণ মেলেনি। ওই স্যালাইনে ভেজাল কিংবা কোনও প্রকার দূষণ ছিল না বলে দাবি করেছেন অ্যাডভোকেট জেনারেল। তবে রাজ্যের এই রিপোর্ট ঘিরে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই স্যালাইনের গুণগত মানের দায় কিছুতেই এড়াতে পারে না রাজ্য। আরও ১০ দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে।

কলকাতার ময়দান চত্বরে চূড়ান্ত উত্তেজনা। SLST চাকরিজীবীদের বিক্ষোভে উত্তাল ময়দান মেট্রো স্টেশন চত্বর। যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবিতে বিক্ষোভ-কর্মসূচি। আজ কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন চাকরি হারানো শ'য়ে শ'য়ে শিক্ষক-শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ময়দান মেট্রো চত্বর থেকে বিক্ষোভ  মিছিল শুরু হতেই তাদের আটকায় পুলিশ। SLST চাকরিজীবীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের। পুলিশের বিশাল বাহিনী নামানো হয়। ময়দান মেট্রোর ১ নম্বর গেটে তাদের জমায়েত ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ পুলিশে-পুলিশে ছয়লাপ হয়ে যায় গোটা এলাকা। বিক্ষোভকারী শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

চূড়ান্ত নৈরাজ্যকর পরিস্থিতি চলছে ওপার বাংলায়। বুধবার মাঝ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল বাংলাদেশের কট্টরপন্থীরা। ঢাকার ৩২ নম্বর ধনমণ্ডির বাড়ি ভাঙার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণা হতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের আওয়ামি লিগ বিরোধীদের মধ্যে। বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হয় মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও ওই বাড়ি ভাঙার কাজ চলে।

  • Feb 06, 2025 18:46 IST

    West Bengal News Live: দেউচা-পাঁচামিতে আদিবাসীদের বিক্ষোভে বন্ধ ভূমিপুজো, কয়লা না তুলেই ফিরল প্রশাসন

    বুধবার কলকাতার শিল্প সম্মেলন থেকে বীরভূমের দেউচা-পাঁচামি কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বৃহস্পতিবার বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এলাকায় যান। সঙ্গে ছিল প্রচুর পুলিশ। দুপুর থেকে চাঁদা গ্রামের খাসজমিতে শুরু হয় ভূমিপুজো। আধঘণ্টা পর আদিবাসীদের একাংশের বাধায় পুজো বন্ধ করে দিতে হয় প্রশাসন। এমনকি কয়লা উত্তোলনের যন্ত্রাংশ ও কয়লা বোঝাই করতে আসা গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে।



  • Feb 06, 2025 17:35 IST

    West Bengal News Live: BGBS থেকে কত লগ্নি এল, টাকার অঙ্ক জানিয়ে দিলেন মমতা

    বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ছিল। লক্ষ্মীবারে আরও লক্ষ্মীলাভ হল বাংলার। মুখ্যমন্ত্রী এদিন মঞ্চ থেকে ঘোষণা করেন, অষ্টম BGBS দারুণ সাফল্য পেয়েছে। এবার মোট ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আগের সাতটি বাণিজ্য সম্মেলন থেকে ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে।



  • Advertisment
  • Feb 06, 2025 16:44 IST

    West Bengal News Live: গার্ডেনরিচে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, মার খেল পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার

    কলকাতার কলেজে সরস্বতী পুজো হওয়া নিয়ে গন্ডগোল হয়েছিল। যে বিতর্কের রেশ আদালত পর্যন্ত পৌঁছয়। এবার সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল গার্ডেনরিচে। মার খেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় প্রতিমার শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে। পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেনরিচ থানার সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত এসআই ও সিভিককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।



  • Feb 06, 2025 15:16 IST

    West Bengal News Live:আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

    জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান সাটার ও এক রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে।
    জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাঁসারিপাড়া এলাকায় হানা দেয়। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম আনসার উদ্দিন মল্লিক, তার বাড়ি বিলপাড়া এলাকায়। 



  • Feb 06, 2025 15:03 IST

    West Bengal News Live:ছুটি বিবাদে সহকর্মীদের ছুরির কোপ

    এবার অফিসে ছুটি নিয়ে বিবাদের জেরে নিজের সহকর্মীদের উপর ছুরি চালালেন এক ব্যক্তি। ছুরির কোপে এক পুলিশকর্মীও গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। নিউটাউনের কারিগরি ভবনের ওই ঘটনার পর সেই রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে যান ওই ব্যক্তি। পুলিশকর্মীরা তাঁকে থামতে বললে ছুরি উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় সরকারি ওই কর্মচারীকে। শেষমেশ কোনওমতে তাঁকে পাকড়াও করা হয়। তাঁর সঙ্গে থাকা ছুরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- New Town:নিউটাউনের ভরা রাস্তায় ছুরি হাতে সরকারি কর্মী, ছুটি বিবাদে সহকর্মীদের এলোপাথাড়ি কোপ



  • Feb 06, 2025 15:00 IST

    West Bengal News Live:পর্যটকদের দেখা নেই দিঘায়

    বিদায়ের পথে শীত। তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এর ওপর চলতি ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক  (Madhyamik) পরীক্ষা। মাস ঘুরলেই রয়েছে উচ্চ মাধ্যমিক। বেসরকারি স্কুলগুলিতে চলতি মাসেই ফাইনাল পরীক্ষা। এর উপর যোগ হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ (Maha Kumbh Mela 2025) মেলা। এসবের জেরেই রাজ্যের সৈকতনগরী দিঘায় (Digha) পর্যটকদের আনাগোনা বেশ কমেছে। স্বভাবতই তাই হতাশ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে দিঘার ছোট-বড় অন্য ব্যবসায়ীরা। 

    বিস্তারিত পড়ুন- Digha: আচমকা হল কী? পর্যটকরা মুখ ফেরাচ্ছেন দিঘা থেকে, হতাশ ব্যবসায়ীরা



  • Feb 06, 2025 14:35 IST

    West Bengal News Live:মাধ্যমিক পরীক্ষার্থীদের বাস-ভাড়া লাগবে না

    আগামী ১০ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। নির্দিষ্ট সময়ে যাতে পরীক্ষার্থীরা পৌঁছাতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরের জেলার পরিবহন দপ্তরের আধিকারিক, জেলার বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য। এদিন প্রায় এক ঘন্টা ধরে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্র পৌঁছায় তার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মধ্যে অন্যতম, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত বাসে কোনও ভাড়া নেওয়া হবে না। 



  • Feb 06, 2025 14:31 IST

    West Bengal News Live:NRS হাসপাতালে কংগ্রেস প্রতিনিধি দল

    পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে ন্যায্য মূল্যের ওষুধ বিপনি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল কলকাতার NRS হাসপাতালে গিয়েছিল। কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এদিন হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নর্মাল স্যালাইনের জোগানের অপ্রতুলতা চোখে পড়েছে। এছাড়াও ডেক্সটোর্স স্যালাইন, প্যারাসিটামল স্যালাইন, রিঙ্গার্স ল্যাকটেট-সহ অতি প্রয়োজনীয় ওষুধগুলিও মজুত নেই ন্যায্য মূল্যের ওষুধ বিপনিগুলিতে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান থাকলেও অধিকাংশ প্রয়োজনীয় ওষুধ রোগীর পরিবারকে হাসপাতালের বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। উক্ত ন্যায্য মূল্যের ওষুধের দোকানে পাওয়া ওষুধগুলির গুণগত মান নিয়েও রোগীদের এবং তাঁদের পরিবারবর্গের বিস্তর অভিযোগ ও প্রশ্ন সামনে আসছে।



  • Feb 06, 2025 13:17 IST

    West Bengal News Live:স্যালাইন-কাণ্ডের দায় এড়াল রাজ্য

    মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইনে ভেজাল বা দূষণের কোনও প্রমাণ মেলেনি। ওই স্যালাইনে ভেজাল কিংবা কোনও প্রকার দূষণ ছিল না বলে দাবি করেছেন অ্যাডভোকেট জেনারেল। তবে রাজ্যের এই রিপোর্ট ঘিরে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই স্যালাইনের গুণগত মানের দায় কিছুতেই এড়াতে পারে না রাজ্য। আরও ১০ দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে।



  • Feb 06, 2025 13:00 IST

    West Bengal News Live:নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার

    আনন্দপুর থানা এলাকার নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার বারুইপুরে। মৃত জুতোর দোকানের মালিক সানু রাম । গত ৩১ জানুয়ারি কসবা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজের দোকান থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি। ওই দিন রাত্রি ৮ টায় তার স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল। শীঘ্রই বাড়ি ফিরে যাবেন বলে তিনি স্ত্রীকে জানিয়েছিলেন। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি ওই ব্যবসায়ীর। থানায় বিষয়টি জানানো হয়। আনন্দপুর থানা তদন্তে নেমে অনুপ মণ্ডল নামে একজনকে গ্রেফতার করে। জেরায় ধৃত সানু রামকে খুনের কথা স্বীকার করে। বারুইপুরের নিকটবর্তী একটি খালে তার মৃতদেহ ফেলে দেওয়ার কথা স্বীকার করে। বারুইপুরের ওই খাল থেকে মৃতদেহটি উদ্ধার হয়।



  • Feb 06, 2025 12:23 IST

    West Bengal News Live: বঙ্গ বিজেপির সব স্তরে সাংগঠনিক নির্বাচন বন্ধ রাখার নির্দেশ

    ডামাডোল চলছে রাজ্য বিজেপির অন্দরে। সেই ডামাডোলের জেরেই এবার রাজ্য বিজেপির সব স্তরে সাংগঠনিক নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এমন নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। যদিও এ ব্যাপারে বঙ্গ বিজেপির তরফে কোনও নেতাই মুখ খোলেননি।



  • Feb 06, 2025 11:53 IST

    West Bengal News Live:ডিভিশন বেঞ্চে সন্দীপরা

    আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষরা। উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও দুর্নীতির মামলায় অন্য অভিযুক্তরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার হাইকোর্টে তাঁদের সেই আবেদনের শুনানি হতে পারে।

    বিস্তারিত পড়ুন- RG Kar Case: আরজি করের আর্থিক দুর্নীতি মামলা, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপরা



  • Feb 06, 2025 11:31 IST

    West Bengal News Live:গোপন ছবি তুলে ব্ল্যাকমেল

    নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ওই নাবালিকার গোপন কিছু ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করছিল প্রতিবেশী প্রবীণ এক ব্যক্তি। ছাত্রীটি তাঁকে দাদু বলে ডাকতো। ওই ছবি দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।



  • Feb 06, 2025 11:29 IST

    West Bengal News Live:অপহৃত নাবালিকা উদ্ধার

    জয়নগর থেকে অপহৃত এক নাবালিকা উদ্ধার বারুইপুর থেকে। মায়ের বকুনির জেরে বাড়ি ছেড়েছিল ওই নাবালিকা। পথে পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে নাবালিকাকে অপহরণ করে কয়েকজন যুবক। তারপর গাড়িতে তুলে বারুইপুর বাইপাস পর্যন্ত নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। রাতে টহল দেওয়ার সময় বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় রাস্তার পাশে এক নাবালিকাকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় সাড়া দেয় নাবালিকা। জ্ঞান ফিরলে সে তার বাড়ির ঠিকানা ও ফোন নম্বর জানায় পুলিশকে। সেই সূত্র ধরে তার বাড়ির লোকজনকে খবর পাঠানো হয়। 



  • Feb 06, 2025 11:27 IST

    West Bengal News Live:বৃদ্ধার উপর প্রাণঘাতী হামলা

    আচমকা এক বৃদ্ধার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বিশ্বজিত নস্কর। অভিযোগ মত্ত অবস্থায় ওই ব্যক্তি বৃদ্ধাকে মারধর করে। এমনকী চুরির অপবাদ দেওয়া হয় তাঁকে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। তারই ভিত্তিতে তদন্তে নেমে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।



  • Feb 06, 2025 11:11 IST

    West Bengal News Live:রাত পেরিয়ে সকালে চলল মুজিবের বাড়ি ভাঙার কাজ

    নৈরাজ্যের বাংলাদেশ এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আওয়ামী লিগ ও ছাত্রলীগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও বাড়ি ভাঙার কাজ চলেছে। 

    বিস্তারিত পড়ুন- Bangladesh: শেখ মুজিবের নিশানাই মিটিয়ে দিতে চায় কট্টরবাদীরা, নৈরাজ্যের বাংলাদেশে বৃহস্পতিবার সকালেও চলল বাড়ি ভাঙার কাজ



  • Feb 06, 2025 11:10 IST

    West Bengal News Live:মুণ্ডহীন দেহ নিয়ে ধন্দ জারি

    দত্তপুকুরে উদ্ধার হওয়া মুণ্ড গাইঘাটার হজরতের কিনা তা এখনও পরিষ্কার নয়। দেহ শনাক্ত করতে আজ ডিএনএ পরীক্ষা করার জন্য বারাসাত হাসপাতালে গেলেন হজরতের বাবা-মা। তাদের সঙ্গে রয়েছেন হজরতের স্ত্রীও। হজরতের স্ত্রীর দাবি, যে দেহটি গতকাল তারা দেখেছেন সেটা তার স্বামীর কিনা তা এখনও পরিষ্কার হয়নি।



  • Feb 06, 2025 09:26 IST

    West Bengal News Live:পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকার 'প্রতারণা'

    চিটফান্ড খুলে কোটি কোটি টাকা প্রতারণার ঘটনা একদা তোলপাড় ফেলে দিয়েছিল বঙ্গে। এবার একই রকম প্রতারণার অভিযোগে কাঠগড়ায় খোদ 
    ভারতীয় ডাক বিভাগ। কঠিন কায়িক পরিশ্রম করে রোজগার করা ১২ লক্ষাধিক টাকা পূর্ব বর্ধমানের জামালপুর সাব পোস্ট অফিসে গচ্ছিত রেখে এখন সর্বসান্ত এক কুমোর পরিবার। সঞ্চয়ের টাকা ফিরে পেতে তাঁরা পুলিশ, জেলা ও রাজ্যের প্রধান ডাক বিভাগ সহ CBI দফতরেও অভিযোগ জানিয়ে ছিলেন। কিন্তু সুরাহা না হওয়ায় প্রতারিত পাল পরিবারের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট কী ন্যায় বিচার দেয় সেদিকেই এখন তাঁরা তাকিয়ে রয়েছেন। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকার 'প্রতারণা', পোস্টমাস্টারের বিরুদ্ধে হাইকোর্টে প্রতারিতরা



  • Feb 06, 2025 08:48 IST

    West Bengal News Live: ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্তের হদিশ

    ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্তের হদিশ মিলল বাংলায়। এবার কোচবিহার জেলায় এক মহিলা এই সিনড্রোমে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কোচবিহার জেলায় এখনও পর্যন্ত চারজন গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত বলে জানা গিয়েছে।



  • Feb 06, 2025 08:39 IST

    West Bengal News Live: ফের ঘুরে দাঁড়াবে শীত

    ফেব্রুয়ারি মাস পড়তেই শীতের আমেজ একেবারে ফিকে হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পর শীতের বিদায়ঘন্টা বেজে গেছে বলেও মনে করছেন অনেকে। তবে ফের একবার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত। আবারও পারদ নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। আবারও ফিরতে পারে ঠান্ডার আমেজ।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:বিদায়বেলায় ফের ঘুরে দাঁড়াবে শীত, নতুন করে পারদ পতন কবে থেকে?



Bangladesh Bengali News Today news in west bengal news of west bengal Bangladesh Crisis NEWS BGBS 2025 BGBS