Bangladesh unrest: বাংলাদেশে (Bangladesh) লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলছে। সে দেশে ফি দিন আক্রান্ত হচ্ছে হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়ি-ঘর দোকানে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। ভেঙে তছনছ করা হচ্ছে একের পর এক মন্দির। বাংলাদেশে হিন্দুরদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে এর আগে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা করেছিলেন শুভেন্দু অধিকারী (Petrapole)। পেট্রাপোলের পর আজ ঘোজাডাঙা সীমান্তে প্রতিবাদ সভায় হাজির হয়ে বাংলাদেশকে আগুনে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। ওপার বাংলার দিকে দিকে সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় অত্যাচার নেমে আসছে। বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। বেপরোয়াভাবে মন্দির, হিন্দুদের দোকান, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। মুখে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করার কথা বললেও উল্টে কট্টরবাদীদেরই মদত জোগাচ্ছে মহম্মদ ইউনুস (Muhamad Yunus) নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আজ বসিরহাটের (Basirhat) ঘোজাডাঙায় প্রতিবাদ সভা হয়। পেট্রাপোলের পর ঘোজাডাঙায় বিক্ষোভ কর্মসূচিতে হাজির হয়ে বাংলাদেশ সরকারকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের কলকাতা দখলের হুঁশিয়ারিরও পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন- Mandarmani: মন্দারমণির 'অবৈধ' হোটেল ভাঙা পড়ছেই? ফের কী জানাল হাইকোর্ট?
আরও পড়ুন- West Bengal News Live: 'মমতা ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?', ফের বিতর্কিত মন্তব্য রিজভির
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
"ভারত ৯৭টি পণ্য না পাঠালে ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি ৫০০ বছরের অযোধ্যা বিবাদ মিটিয়ে রাম মন্দির তৈরি করেছেন। বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। চিনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি।"
"হাসিমারায় ৪০টি যুদ্ধবিমান রয়েছে। দুটি যুদ্ধবিমান পাঠালেই কাজ হয়ে যাবে। বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দিয়েছে ভারত। চিন্ময় প্রভু মাথা নত করেননি। সন্ন্যাসীদের দেখে অস্তিত্ব রক্ষার লড়াই শিখুন। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্মরক্ষার লড়াই। গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি করতে হবে। ভারতকে বাংলাদেশের হুমকি হাস্যকর।"