Mandarmani: মন্দারমণির 'অবৈধ' হোটেল ভাঙা পড়ছেই? ফের কী জানাল হাইকোর্ট?

Mandarmani: মন্দারমণির সমুদ্র সৈকত লাগোয়া ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট পরিবেশ বিধি ভেঙে তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। জেলা প্রশাসন 'অবৈধ' হোটেলগুলি ভাঙার নির্দেশ দেয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Administration orders demolition of 140 hotels in Mandarmani: মন্দারমণিতে বেআইনি হোটেল ভেঙে ফেলার নির্দেশ

Mandarmani: মন্দারমণি।

Calcutta High Court extends stay on demolition of illegal hotel in Mandarmani:খানিকটা হলেও স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা, বলা ভালো 'অবৈধ' হোটেলের মালিকরা। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মন্দারমণি (Mandarmani) সমুদ্র সৈকত লাগোয়া 'অবৈধ' হোটেলগুলি ভাঙা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগেই এই 'অবৈধ' হোটেলগুলি ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল উচ্চ আদালত।

Advertisment

আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকত লাগোয়া 'অবৈধ' হোটেলগুলি ভাঙা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মন্দারমণির এই 'অবৈধ' হোটেল কিংবা লজগুলি নিয়ে জেলাশাসকের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকত জুড়ে ১৪৪টি হোটেল, লজ, রিসোর্ট তৈরি হয়েছে পরিবেশবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এর আগে গত ১১ নভেম্বর মন্দারমণির 'অবৈধ' হোটেল,লজ গুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। জেলা প্রশাসনের সেই নির্দেশের বিরুদ্ধে মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। উচ্চ আদালত জেলাশাসকের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশের মেয়াদ ছিল।

আরও পড়ুন- West Bengal News Live: হাসিনা সরকারের পতনের পর পালিয়ে কলকাতায়, নিউটাউনে গ্রেফতার ৪ আওয়ামি লিগ কর্মী

Advertisment

আরও পড়ুন- Babri Masjid: বাংলায় বাবরি মসজিদ বানাবেন তৃণমূল বিধায়ক, মুখ্যমন্ত্রীর হাতেই শিলান্যাস, তীব্র কটাক্ষ বিজেপির

মঙ্গলবার, অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানির কথা ছিল। তবে আজ মন্দারমণির হোটেলগুলি ভাঙা নিয়ে স্থগিতাদেশের মেয়াদ আর বাড়িয়েছে আদালত। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মন্দারমণির 'অবৈধ' হোটেল, রিসর্ট কিংবা লজগুলিভাঙা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জানুয়ারি।

আরও পড়ুন- Bangladeshi Tourists: 'আগে দেশ, পরে ব্যবসা', বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও

kolkata highcourt highcourt Hotels Bangla News Bengali News Today West Bengal News Mandarmani news in west bengal news of west bengal