/indian-express-bangla/media/media_files/2025/06/06/sc493sfxn9QsIZIxu48j.jpg)
North 24 Parganas News: গ্রেফতারের পর নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের।
Police operation: সীমান্তে অনবরত নজরদারি সত্ত্বেও 'চোরাপথে' এখনও যে রমরমিয়ে এদেশে অনুপ্রবেশ চলছে ফের তার প্রমাণ মিলল। আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশাপাশি গ্রেফতার বেশ কয়েকজন পাচারকারীও। ধৃতদের দফায় দফায় জেরা বনগাঁ থানার পুলিশের। এভাবে চোরাপথে অনুপ্রবেশের নেপথ্যে বড়সড় কোনও প্ল্যান? ধৃতদের দফায় দফায় জেরা তদন্তকারী পুলিশ আধিকারিকদের।
বনগাঁ থানার গাড়াঁপোতা ও পাইকপাড়ায় হানা দিয়ে চার জন পাচারকারী ও তিনজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁড়াপোতা থেকে চার পাচারকারী আবুল হাসান, আকাশ সরদার, আলতাব হাসান মণ্ডল ও সাগর মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
সেই সঙ্গে গ্রেফতার হয়েছে দুই বাংলাদেশি মহিলা নাজমা সরদার ও নাজমা হাসান। এদের বাড়ি বাংলাদেশের যশোরে। পুলিশ ধৃত দুই মহিলাকে জেরায় জানতে পেরেছে ধৃতরা কাজের উদ্দেশ্যে চোরাপথে দালালদের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল।
আরও পড়ুন- Criminal arrested: সূত্রের খবরে অতর্কিতে হানা পুলিশের, গ্রেফতার কুখ্যাত অপরাধী
অন্যদিকে উত্তর ২৪ পরগনার পাইকপাড়া থেকে একজন পাচারকারী রানা বিশ্বাস ও এক মহিলা রূপা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ওই মহিলার বাড়ি বাংলাদেশের মীরপুরে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত মহিল চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে।
যদিও কোর্টে তোলার আগে বাংলাদেশি মহিলা রূপা বিশ্বাস জানিয়েছেন, ধৃত রানা বিশ্বাস তাঁর স্বামী । তিনি দুই বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বলে দাবি করেছেন। টাকা দিয়ে এক বছর আগে ভারতীয় নথি বানিয়েছেন তিনি। ধৃত চার পাচারকারী ও তিন বাংলাদেশিকে মহিলাদের হেফাজতে চেয়ে আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ।
আরও পড়ুন- রাজ্যের ইতিহাসে নয়া নজির, চিড়িয়াখানার দত্তক নিল কোল ইন্ডিয়া