Bangladeshi: বাংলাদেশী যুবকের বিরুদ্ধে ভারতীয় এক ব্যাক্তিকে 'বাবা' সাজিয়ে ভোটার ও আধার সহ নানা নথি বানানোর অভিযোগ। বিডিও, ডিএম , নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের।
সম্প্রতি বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উদবাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রী বাগদা বিডিও-র আছে অভিযোগ করেন, রকি মণ্ডল নাম এক ব্যক্তি যে বাংলাদেশের বাসিন্দা সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এবং বাগদা থানার রামনগরে আয়েব মণ্ডল নামে এক ব্যক্তিকে 'বাবা' সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়েছে। এমনকি পাসপোর্ট বানিয়েছে।
আয়েব মণ্ডলের পুত্রবধূর দাবি, তার শ্বশুর মারা গিয়েছেন। শ্বশুর বেঁচে থাকতে মাঝে মধ্যে রকি তাঁর কাছে আসত। কিন্তু তার শ্বশুরকে 'বাবা' সাজিয়ে রকি ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়েছে তা তারা জানেন না।
অভিযোগকারী সন্তুর দাবি, স্থানীয় তৃণমূল নেতারা বিপুল টাকার নিয়ে বাংলাদেশিদের এই ভাবে কাগজ পত্র বানিয়ে দিচ্ছে। এবং ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে। তিনি চাইছেন রকির ভোট কেটে দিয়ে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক।
এবিষয়ে তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, কে কোথায় কাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানাচ্ছে তা তো তৃণমূল নেতাদের দেখার কথা নয়। আর কাউকে বাবা সাজিয়ে ভোট করানো প্রয়োজনও পড়ে না। বিজেপি অনেক কিছুই বলে। একঙ্গে তিনি বলেন, অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে তার ভোট বাতিল হবে।