India Alliance Protest: সংসদের বাইরে ফের ‘স্টপ ভোট লুট’ স্লোগান। প্ল্যাকার্ড হাতে জোরালো কণ্ঠে প্রতিবাদ 'INDIA' জোটের শীর্ষ নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রকে ‘আক্রমণের ষড়যন্ত্র’ রুখতে পথে নামল বিরোধীরা।
SIR -এর নামে বিহারে ভোটার তালিকা থেকে রাতারাতি এক কোটির বেশি নাম মুছে ফেলা হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা। পাশাপাশি নির্বাচন কমিশনকে বিজেপির ‘শাখা সংগঠন' বলেও কটাক্ষ করেছে ইন্ডিয়া জোটের নেতারা।
বিহারের মত একই কায়দায় বাংলাতেও ভোটার তালিকা সংশোধন? ২৬-এর নির্বাচনকে সামনে রেখে এমন পরিকল্পনা চালাচ্ছে বিজেপি অভিযোগ তৃণমূলের। এনআরসি-কে অস্ত্র করে বাংলার কোটি কোটি নাগরিককে নাগরিকত্বহীন করার ছক কষছে, যা সরাসরি বাংলা ও সংবিধানের উপর আঘাত বলে সরব হয়েছে TMC সাংসদরা।
INDIA জোটের কড়া হুঁশিয়ারি
বিরোধী শিবিরের বক্তব্য, "মানুষের প্রতিরোধ প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। এই লড়াইয়ের এটা কেবল শুরু, আমাদের সংগ্রাম চলবে আরও বৃহৎ পরিসরে, আরও দৃঢ়তা নিয়ে।"
এদিন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হন কংগ্রেস, তৃণমূল, সপা, আরজেডি, সিপিএম সহ INDIA জোটের একাধিক নেতা। প্ল্যাকার্ডে লেখা ছিল – “Stop Vote Loot”, “Save Democracy”, “Reject NRC”
সম্প্রতি SIR-এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ, NRC-এর আশঙ্কা, এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বিরোধী জোটের দাবি, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই পথে নামতে হবে।