West Bengal News Updates: শনিতে শুরু 'পাড়া সমাধান', নয়া প্রকল্পে ঢিলেমি বরদাস্ত নয়, DM-দের স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal News Updates 31 july, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 31 july, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
west bengal SSC Recruitment Case Verdict Mamata Banerjee reassures joblosers

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates:সম্প্রতি 'আমাদের পাড়া, আমাদের সমাধান' নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার থেকেই রাজ্যের নতুন এই প্রকল্পের শিবির শুরু হতে চলেছে। বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কীভাবে নতুন এই প্রকল্পের কাজ চলবে তা জেলাশাসকদের বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন এই প্রকল্পে যাতে কোনও ঢিলেমি না হয় সেই ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে তিনি নির্দেশ দিয়েছেন জেলাশাসকদের। আগামী ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই প্রকল্পের শিবির চলবে।

Advertisment

যে শুভেন্দু অধিকারী কথায় কথায় রাজ্য প্রশাসনকে তুলোধনা করেন, সেই তিনিই এবার প্রশাসনের একাংশকে ধন্যবাদ জানালেন। বিভিন্ন সময়ে তাঁকে নানা তথ্য দিয়ে প্রশাসনের এই উচ্চ পদস্থ আধিকারিকরা তাঁকে সাহায্য করেছেন বলে দাবি বিধানসভার বিরোধী দলনেতার। তিনি বলেন, "প্রশাসনের একাংশকে ধন্যবাদ। ১০০-র বেশি WBCS এবং ২০ জনের বেশি IAS সাহায্য করেছেন।" তবে এরা শুভেন্দু অধিকারীকে ঠিক কী কী তথ্য দিয়েছেন সেই বিষয়ে কিছু খোলসা করেননি BJP বিধায়ক। 

বাংলাদেশি মডেল অভিনেত্রীর কাছ থেকে মিলল ভারতীয় আধার কার্ড। জানা গিয়েছে ওই তরুণীর নাম শান্তা পাল। ২০২০ সালে বর্ধমানের ঠিকানায় শান্তার নামে আধার কার্ড ইস্যু হয়েছে। কলকাতায় বিক্রমগড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। দক্ষিণ কলকাতার আরেকটি ঠিকানায় শান্তা পালের নামে আসে ইলেকট্রিক বিল। গতকাল লালবাজারের গুণ্ডা দমন শাখার হাতে ধৃত মডেল অভিনেত্রীকে ঘিরে চরম চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, শান্তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বাংলাদেশি নথি। ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ।  

Advertisment

আরও পড়ুন- Mahua Moitra:'জয় বাংলা'য় রেগে কাঁই শুভেন্দু! আচরণের তীব্র প্রতিবাদ মহুয়ার, তুলোধনা শাহকেও

মেয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় মেয়ের প্রাক্তন প্রেমিককে অপহরণের চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে। মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি। মা বাধা দিতে গেলে তাকেও খুনের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতা ট্যাংরা শীল লেন এলাকায়। পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়তেই হাতে নাতে গ্রেফতার অভিযুক্ত। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 

আরও পড়ুন- মন্ত্রীর খাসতালুকে খুন দাপুটে TMC নেতা, তোলপাড় ফেলা ফেলা ঘটনায় হুলস্থূল, উত্তাল বাংলা

আরও পড়ুন- WBJEE 2025 result Date: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট কবে? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

  • Jul 31, 2025 20:51 IST

    Kolkata News Live Updates:দিল্লিতে 'নির্যাতিত' শ্রমিকের পরিবার ফিরল মালদায়

    দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিল মালদার চাঁচোলের এই পরিবারটি। বাঙালি বলে তাঁদের হেনস্থা, মারধর করা হয় বলে অভিযোগ পরিবারটির। এমনকী বাংলাদেশি তকমা দিয়ে তাঁদের আটকে রেখেছিল দিল্লি পুলিশ, এমনই অভিযোগ পরিবারটির। অবশেষে বৃহস্পতিবার সকালে চাঁচোলের বাড়িতে ফিরেছে পরিবারটি। এদিন সকালে ওই পরিবারটির সঙ্গে দেখা করেন চাঁচোলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, চাঁচোল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, চাঁচোলের মহকুমাশাসক সৌভিক মুখার্জিরা। বিধায়ক তাঁর তহবিল থেকে ওই পরিবারটিকে ১ লক্ষ টাকা সম্মানভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। 



  • Jul 31, 2025 20:46 IST

    Kolkata News Live Updates:শুভেন্দুর নিশানায় মমতা

    বৃহস্পতিবারই দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো অনুদান গতবারের চেয়ে এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার পুজো অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari:পুজো অনুদান বেড়ে ১ লক্ষ ১০, 'যতই ঘুষ দিক, পাশে নেই প্রকৃত হিন্দুরা', বললেন শুভেন্দু



  • Jul 31, 2025 20:14 IST

    Kolkata News Live Updates:মাস্টারমশাইয়ের 'কীর্তি'তে ছিঃ ছিঃ করছেন অভিভাবকরা!

    স্কুলের একাধিক ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠলো এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে ভূতনি থানা এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে শোকজ করেছেন। 
    এদিকে স্কুলের ওই শিক্ষকের এমন আচরণে দ্বাদশ শ্রেণীর একাংশ ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

    বিস্তারিত পড়ুন- indecent behavior:স্কুলে ছাত্রীদের সঙ্গে মাস্টারমশাইয়ের এই 'কীর্তি'তে ছিঃ ছিঃ করছেন অভিভাবকরা!



  • Jul 31, 2025 19:56 IST

    Kolkata News Live Updates:রবিবার এই রুটে চলবে না মেট্রো

    স্বয়ংক্রিয় ট্রেন চলাচল ব্যবস্থা পরীক্ষার কাজ চলার দরুণ আগামী ৩ আগস্ট, রবিবার কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে সম্পূর্ণ ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামী রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro:মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! এই দিন বন্ধ থাকবে পরিষেবা, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে



  • Jul 31, 2025 19:16 IST

    Kolkata News Live Updates: দুর্গাপুজোর অনুদান আরও বাড়ল

    দুর্গাপুজোর অনুদান বাড়াল রাজ্য সরকার। গত বছর ৮৫ হাজার টাকা ক্লাবগুলিকে পুজো অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের দুর্গাপুজোর জন্য সেই অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক হয়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের শীর্ষকর্তাদের পাশাপাশি কলকাতা পুলিশ, দমকলের পদস্থ আধিকারিকরা এবং শহরের বেশ কিছু বড় পুজো কমিটির কর্তারা উপস্থিত ছিলেন।

    বিস্তারিত পড়ুন- Durga Puja grant:দুর্গাপুজোর অনুদান আরও বাড়ল, ঢালাও ছাড় বিদ্যুতে, সব সরকারি ফি মকুব! ঘোষণা মুখ্যমন্ত্রীর



  • Jul 31, 2025 19:14 IST

    Kolkata News Live Updates: জমি হাতাতে মারধর-শ্লীলতাহানির অভিযোগ

    জমির দাম কোটি টাকা। আর সেই জমি অসহায় গৃহস্থের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিতে বাড়িতে ঢুকে মহিলাদের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো এলাকারই মাফিয়াদের বিরুদ্ধে। গত ২১ জুলাই এই হামলার ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত নালিশ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। প্রকাশ্যেই হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। অবশেষে আক্রান্ত ওই পরিবারটি বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে চিঠি লিখে পাঠালেন। ঘটনাটি মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার।

    বিস্তারিত পড়ুন- land grabbing:কোটি টাকার জমি হাতাতে মহিলা ও তাঁর মেয়েদের মারধর, শ্লীতহানি, কাঠগড়ায় তৃণমূলের নেতারা



  • Jul 31, 2025 17:02 IST

    Kolkata News Live Updates: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের দিন ঘোষণা

    প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিলেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী ৭ আগস্ট। এই বছর পরীক্ষার পর তিন মাস কেটে গেল ফল প্রকাশ না হওয়ায় বিতর্ক তৈরি হয় এবং সেই সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যেও হতাশা বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণায় স্বস্তিতে পরীক্ষার্থীরা।

    বিস্তারিত পড়ুন- WBJEE 2025 result Date: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট কবে? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড



  • Jul 31, 2025 16:59 IST

    Kolkata News Live Updates: শুভেন্দুর সমালোচনায় মহুয়া

    তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। ওই ব্যক্তিটি 'জয় বাংলা' বলায় শুভেন্দু পাল্টা তাঁকে 'জয় শ্রী রাম' বলতে বলছেন। এমনকী ওই ব্যক্তিকে মারধরের হুঁশিয়ারিও শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে। শুভেন্দু অধিকারীর এই আচরণের তীব্র প্রতিবাদে সোচ্চার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তুলোধনা করেছেন তৃণমূল নেত্রী।


    বিস্তারিত পড়ুন- Mahua Moitra:'জয় বাংলা'য় রেগে কাঁই শুভেন্দু! আচরণের তীব্র প্রতিবাদ মহুয়ার, তুলোধনা শাহকেও



  • Jul 31, 2025 13:48 IST

    Kolkata News Live Updates: কলকাতা পুরসভায় বাংলা বাধ্যতামূলক

    বাংলা ভাষা নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (KMC)। এখন থেকে কলকাতা পুরসভার মাসিক সভায় (Monthly Meetings) কাউন্সিলরদের বাংলা ভাষায় প্রশ্ন করতে হবে এবং উত্তরও বাংলাতেই দিতে হবে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, সব অফিসিয়াল কাজকর্মও বাংলায় করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারপার্সন মালা রায় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রশ্নোত্তর পর্বে সমস্ত কাউন্সিলর ও মেয়র পারিষদদের বাংলা ভাষাতেই কথা বলতে হবে। মালা রায়  বলেন, “এখন থেকে মাসিক সভা হবে বাংলাতেই। এমনকি সংসদেও আমরা বাংলা বলছি। আগে এসব ছিল না। এখন সাইনবোর্ড থেকে সভা — সব জায়গাতেই বাংলা থাকবে। কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নপত্র বাংলাতেই জমা দিতে হবে।”

    বিজেপির প্রশ্ন
    এই সিদ্ধান্তের পর ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “কেন বাংলা ভাষাকে কেবল মাসিক সভাতেই সীমাবদ্ধ রাখা হচ্ছে? কেন উর্দু বাদ দিয়ে কলকাতা পৌরসংস্থার সমস্ত সাইনবোর্ড সম্পূর্ণ বাংলা করা হচ্ছে না? কেন এখনও কলকাতা পৌরসংস্থার অফিসিয়াল স্টেশনারিতে উর্দু লিপি লেখা আছে?” সম্প্রতি “টক টু মেয়র” অধিবেশনের পর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে দোকান এবং রেস্তোরাঁ সহ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং হোর্ডিংগুলি অন্যান্য ভাষার সাথে বাংলায়ও লিখতে হবে। এবং বাংলা ভাষা থাকবে সবার উপরে। উল্লেখ্য, ২০০৭ সালেও তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমন উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি



  • Jul 31, 2025 13:42 IST

    Kolkata News Live Updates: পাকিস্তানের সঙ্গে বৃহৎ তেল চুক্তি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে এমন একটি ঘোষণা করেছেন যা আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতকে কার্যত দ্বিধার মধ্যে ফেলে দিয়েছে। প্রথমে ভারত থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা, তারপর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে বৃহৎ তেল চুক্তি— এই দু’টি পদক্ষেপেই দানা বাঁধছে বিতর্ক। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন,“আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছি, যার অধীনে আমেরিকা ও পাকিস্তান যৌথভাবে বিশাল তেলের ভাণ্ডার উন্নয়নে কাজ করবে। আমরা এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। কে জানে, একদিন হয়তো পাকিস্তান ভারতে তেল বিক্রি করবে!”



  • Jul 31, 2025 13:21 IST

    Kolkata News Live Updates: 'হিন্দুত্ব জিতেছে', মালেগাঁও বিস্ফোরণ মামলায় ক্লিনচিট পেতেই মুখ খুললেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর

    মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা ঠাকুর সহ ৭ জন অভিযুক্তকে আজ বেকসুর খালাস বলে ঘোষণা করেছে NIA -এর বিশেষ আদালত। এনআইএ আদালতের রায়ের পর সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর বলেন,আমাকে তদন্তের জন্য ডাকা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল এবং হয়রানি করা হয়। এতে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি একজন সন্ন্যাসীর জীবনযাপন করছিলাম কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, কেউ আমার পাশে দাঁড়ায়নি। আমি বেঁচে আছি কারণ আমি একজন সন্ন্যাসী। তারা ষড়যন্ত্র করে ঈশ্বরের অপমান করেছে, আজ ঈশ্বর জিতেছেন, হিন্দুত্ব জিতেছে এবং ঈশ্বর দোষীদের শাস্তি দেবেন।



  • Jul 31, 2025 10:58 IST

    Kolkata News Live Updates: মালেগাঁও বিস্ফোরণ মামলায় আজ রায় ঘোষণা, ১৭ বছর পর চূড়ান্ত সিদ্ধান্তে বিশেষ আদালত

    মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলার ১৭ বছর পর আজ মুম্বইয়ের একটি বিশেষ এনআইএ আদালত তার রায় ঘোষণা করবে। ২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বর, নাসিকের মালেগাঁও শহরের একটি মসজিদের কাছে মোটরসাইকেলে রাখা একটি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং অনেকে আহত হন।

    মালেগাঁও বিস্ফোরণ মামলায় আজ মুম্বইয়ের NIA-এর বিশেষ আদালত তার রায় ঘোষণা করবে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাধ্বী প্রজ্ঞা এবং মেজর রমেশ উপাধ্যায় (অবসরপ্রাপ্ত)। মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণার আগেই সাধ্বী প্রজ্ঞা এবং অভিযুক্তরা আদালতে পৌঁছেছেন।



  • Jul 31, 2025 10:55 IST

    Kolkata News Live Updates: বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে কেদারনাথ যাত্রা বন্ধ

    উত্তরাখণ্ডে অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছে। রুদ্রপ্রয়াগের গৌরীকুণ্ড এবং মুনকাটিয়ার মধ্যবর্তী রাস্তাটি ভূমিধসের কারণে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে প্রায় ২,৫০০ তীর্থযাত্রী আটকা পড়েছেন। এসডিআরএফ এবং এনডিআরএফ দল সোনপ্রয়াগে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। দেরাদুন, নৈনিতাল এবং পিথোরাগড়ে হলুদ সতর্কতা জারি রয়েছে। হিমাচলের ২৮৯টি রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর ৪ আগস্ট পর্যন্ত দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।



  • Jul 31, 2025 10:51 IST

    Kolkata News Live Updates: ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান

    বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার নেভাল এয়ার স্টেশন লেমুর (Naval Air Station Lemoore)-এর কাছে ভেঙে পড়ে একটি মার্কিন নৌসেনার এফ-৩৫ (F-35) ফাইটার জেট। মার্কিন নৌসেনার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে। মার্কিন নৌসেনা এক বিবৃতিতে জানিয়েছে, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাইলট সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।”



  • Jul 31, 2025 10:50 IST

    Kolkata News Live Updates: আল কায়দা ঘনিষ্ঠ মহিলা জঙ্গি গ্রেফতার, গুজরাট ATS-এর বড় সাফল্য

    আল কায়দা ঘনিষ্ঠ মহিলা জঙ্গি গ্রেফতার। শামা পারভিনকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল গুজরাট ATS। বুধবার এই সাফল্যের কথা জানালেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি।



  • Jul 31, 2025 10:49 IST

    Kolkata News Live Updates: ৬ ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আমেরিকার

    ইরান থেকে বিপুল পরিমাণে পেট্রোকেমিক্যাল ও তেলপণ্য আমদানির অভিযোগে ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের বিভিন্ন সময়ে এই সংস্থাগুলির বিরুদ্ধে ইরানের সঙ্গে নিষিদ্ধ বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।



  • Jul 31, 2025 10:48 IST

    Kolkata News Live Updates: পাকিস্তানের উপর চাপ বাড়ালো ভারত

    পাকিস্তানের উপর ফের একবার কূটনৈতিক  চাপ বাড়াল ভারত। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার চেনাব নদীর উপর ১৮৫৬ মেগাওয়াটের সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্প (Sawalkot Hydroelectric Project) অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে ইসলামাবাদে রাজনৈতিক অস্বস্তি বাড়তে শুরু করেছে।



  • Jul 31, 2025 10:47 IST

    Kolkata News Live Updates: কারগিল যোদ্ধার পরিবারের বাড়িতে মধ্যরাতে হানা, ‘বাংলাদেশি’ তকমা, পরিচয়পত্র চাওয়া নিয়ে চাঞ্চল্য পুণেতে

    কারগিল যুদ্ধের প্রাক্তন সেনা হাকিমউদ্দিনের পরিবারের বাড়িতে রাতের অন্ধকারে প্রবেশ করে ৬০-৭০ জনের একটি দল। পরিচয় যাচাইয়ের নামে তাদের হেনস্তা করা হয়, এমনকি ‘বাংলাদেশি’ বলে অপবাদও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় বেশ কয়েকজন পুলিশকর্মী সাদা পোশাকে উপস্থিত থাকলেও কেউ হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ পরিবারের।এই ঘটনার পর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে। পরিবারের সদস্য শামসাদ শেখ জানান, ভয়ঙ্কর সেই রাতে ওই দলটি জোর করে দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ৭-১০ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ঘরের ভিতর ঢুকে শিশু ও মহিলাদের ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখানো হলেও তারা বলেন এগুলি নকল।



  • Jul 31, 2025 10:10 IST

    Kolkata News Live Updates: ক্যানিং স্টেশনে মহিলা টিকিট পরীক্ষককে মারধর

    ক্যানিং স্টেশনে ফের এক টিকিট পরীক্ষকের উপর হামলার ঘটনা। আক্রান্ত টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী রায়। বুধবার সকালে ক্যানিং স্টেশনে ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকাল ট্রেন থেকে এক যাত্রীকে বিনা টিকিটে ধরে ফেলেন তনুশ্রী। এরপরেই ওই যাত্রী আচমকা উত্তেজিত হয়ে ওঠে এবং টিকিট পরীক্ষককে ধাক্কা মারে বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি টিকিট পরীক্ষকের গলা চেপে ধরারও চেষ্টা করে। তনুশ্রীর  দাবি, এর আগেও এই একই ধরণের ঘটনা ঘটেছে। কিন্তু এবারে হাতাহাতি এবং শারীরিক নিগ্রহে ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত যাত্রীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
    ঘটনার জেরে মহিলা টিকিট পরীক্ষকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। 



  • Jul 31, 2025 09:13 IST

    Kolkata News Live Updates: চাঁদনি চক মেট্রো রেকের তলায় আগুনের ফুলকি, ধোঁয়া

    সাত সকালেই মেট্রোয় বিভ্রাট। চাঁদনি চক মেট্রো রেকের তলায় আগুনের ফুলকি, ধোঁয়া। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। বেশ কিছু সময় ব্যাহত হয় মেট্রো পরিষেবা। কীভাবে যাত্রীবোঝাই রেকে ধোঁয়া তা খতিয়ে দেখা হচ্ছে।  



  • Jul 31, 2025 08:50 IST

    Kolkata News Live Updates: ভারতকে ধাক্কা ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে এমন একটি ঘোষণা করেছেন যা আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতকে কার্যত দ্বিধার মধ্যে ফেলে দিয়েছে। প্রথমে ভারত থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা, তারপর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে বৃহৎ তেল চুক্তি— এই দু’টি পদক্ষেপেই দানা বাঁধছে রাজনৈতিক বার্তা। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন,“আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছি, যার অধীনে আমেরিকা ও পাকিস্তান যৌথভাবে বিশাল তেলের ভাণ্ডার উন্নয়নে কাজ করবে। আমরা এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। কে জানে, একদিন হয়তো পাকিস্তান ভারতে তেল বিক্রি করবে!”



  • Jul 31, 2025 08:32 IST

    Kolkata News Live Updates: কবে WBJEE-এর ফলাফল? কীভাবে দেখবেন স্কোরকার্ড?

     খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ২০২৫-এর WBJEE-এর ফলাফল। WBJEEB সূত্রে জানা গেছে, ফলপ্রকাশের প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ। তবে নতুন ওবিসি তালিকাকে ঘিরে আইনি জটিলতার কারণে ফল ঘোষণায় দেরি হচ্ছিল।
    সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা কেটেছে। ফলে বোর্ডের কাছে এখন আর ফলপ্রকাশে কোনো আইনি বাধা নেই। প্রাথমিকভাবে ৫ জুন ফল প্রকাশের পরিকল্পনা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি।
    বর্তমানে এক লক্ষের বেশি পরীক্ষার্থী WBJEE 2025 ফলাফলের অপেক্ষায় রয়েছেন। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র বলছে, জুলাই শেষ দিন অর্থাৎ আজ অথবা আগস্টের প্রথম সপ্তাহেই ফল প্রকাশিত হতে পারে।

    কীভাবে WBJEE 2025 ফলাফল দেখবেন?
    ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান — https://wbjeeb.nic.in/wbjee
    ধাপ ২: “Rank Card for WBJEE 2025” লিঙ্কে ক্লিক করুন
    ধাপ ৩: আপনার অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ ও সিকিউরিটি পিন দিন
    ধাপ ৪: “Sign In” ক্লিক করুন
    ধাপ ৫: স্ক্রিনে আপনার রেজাল্ট দেখতে পাবেন
    ধাপ ৬: স্কোরকার্ডটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন



KMC news in west bengal news of west bengal