Bangladeshi Arrested:ভারতীয়কে বাবা বানিয়ে আধার-ভোটার কার্ড তৈরি, অতর্কিতে হানায় গ্রেফতার বাংলাদেশি-সহ ২

Baruipur News: গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল পুলিশ। স্থানীয় এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি।

Baruipur News: গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল পুলিশ। স্থানীয় এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি।

author-image
Mina Mondal
New Update
Baruipur Police,  Bangladeshi National Arrested,  Mohammad Sujan Molla,  Illegal Border Crossing,  Fake Identity Documents,  Alamgir Molla  ,Champahati Sol Goyalia,  South 24 Parganas  ,Interpol Passport  ,Bike and Mobile Theft,বারুইপুর থানা পুলিশ,  বাংলাদেশি নাগরিক গ্রেফতার  ,মহম্মদ সুজন মোল্লা  ,অবৈধ অনুপ্রবেশ ভারতে,  ভুয়ো পরিচয়পত্র তৈরি,  আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড  ,আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার  ,বাইক ও মোবাইল ছিনতাই  ,বাংলাদেশে পাচার চক্র  ,বারুইপুর চম্পাহাটি সোল গোয়ালিয়া  ,পুলিশি তদন্ত ও গ্রেফতার  ,আলমগীর মোল্লা,  দক্ষিণ ২৪ পরগনা  ,সীমান্ত নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ  ,ভুয়ো নথির মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ

Bangladeshi National Arrested: গ্রেফতার বাংলাদেশি-সহ ২

South 24 Parganas News: ফের গ্রেফতার বাংলাদেশি, এবার বারুইপুরে। মহম্মদ সুজন মোল্লা নামে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল সে। উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল ওই ব্যক্তি।

Advertisment

তারপর থেকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটির সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে থাকতে শুরু করে সে। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ হিসাবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ড পর্যন্ত বানিয়ে নিয়েছিল সুজন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব! মমতার নির্দেশে আগরতলায় কুণাল, সায়নীরা

Advertisment

পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্টও। মনে করা হচ্ছে, এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত পারাপার করত। শুধু তাই নয়, সুজন নাকি ছিনতাই-চক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তার কাজ।

আরও পড়ুন-Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

এই ঘটনায় শুধু সুজন নয়, তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। কীভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সে এখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

South 24 Pgs Baruipur News Arrested Bangladeshi