Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

Diamond Harbour Fort: ঐতিহাসিক এই দুর্গের নেপথ্যে রয়েছে রহস্যময় নানা কাহিনী। বহু প্রাচীন এই দুর্গটি আজ নদীগর্ভে বিলীন হতে চলেছে।

Diamond Harbour Fort: ঐতিহাসিক এই দুর্গের নেপথ্যে রয়েছে রহস্যময় নানা কাহিনী। বহু প্রাচীন এই দুর্গটি আজ নদীগর্ভে বিলীন হতে চলেছে।

author-image
Nilotpal Sil
New Update
Diamond Harbour Fort  ,Chingrikhali Fort  ,Portuguese pirates,  British East India Company  ,Hooghly River,  Colonial fort ruins  ,Historic lighthouse,  Weekend getaway from Kolkata  ,South 24 Parganas tourism,  Diamond Harbour heritage,ডায়মন্ড হারবার পুরনো কেল্লা, চিংড়িখালি কেল্লা, ব্রিটিশ আমল, পর্তুগীজ জলদস্যু, হুগলি নদী, ঐতিহাসিক দুর্গ, পর্যটন গন্তব্য, কলকাতার কাছাকাছি

Chingrikhali Fort: নদীগর্ভে বিলীন হতে চলেছে ঐতিহাসিক এই নিদর্শন।

Diamond Harbour Fort: দক্ষিণ ২৪ পরগনা জেলারডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, স্থানীয়ভাবে এই কেল্লাটি চিংড়িখালি কেল্লা নামে পরিচিত, এটি একটি ঐতিহাসিক দুর্গ যা হুগলি নদীর তীরে অবস্থিত। ইংরেজ আমলে এই কেল্লাটি তৈরি হয়েছিল বলে মনে করেন অনেকে। তবে এই স্থাপত্য তৈরির সঠিক সময় এবং এটির নির্মাতার বিষয়ে কিছু মতবিরোধ আজ রয়ে গিয়েছে।

Advertisment

ঐতিহাসিকদের একাংশের মতে, এই দুর্গটি পর্তুগিজ জলদস্যুরা তৈরি করেছিল, যারা এই অঞ্চলে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। অন্যদিকে, গবেষকদের অন্য অংশটি মনে করেন যে ব্রিটিশরাই ডায়মন্ড হারবারে এই কেল্লাটি তৈরি করেছিল।

বর্তমানে, এই কেল্লার ধ্বংসাবশেষও একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। পর্যটকরা এখানে এসে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য্য উপভোগ করেন এবং হুগলি নদীর তীরে অবস্থিত এই কেল্লার প্রাচীনতা অনুভব করেন। কেল্লার পাশেই একটি পুরনো বাতিঘরও রয়েছে, যা স্থানীয় আকর্ষণের অংশ। ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি অতীতের একটি জীবন্ত সাক্ষী। এই কেল্লার ধ্বংসাবশেষ স্মরণ করিয়ে দেয় যে, সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের অনেক অংশ হারিয়ে যায়, তবে কিছু কিছু অংশ এখনও টিকে থাকে, যা আমাদের অতীতের কথা বলে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব! মমতার নির্দেশে আগরতলায় কুণাল, সায়নীরা

কেউ কেউ বলেন, ব্রিটিশ আমলে ১৭৬০ থেকে ১৭৭৩ সালের মধ্যে এই কেল্লাটি তৈরি হয়েছিল। এটি ছিল হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যা কলকাতার প্রাথমিক বাণিজ্যিক কার্যক্রমের সূচনা করেছিল। কেল্লার ভিতরে ছিল একাধিক গোপন ঘর, কামান রাখার জায়গা এবং একটি পর্যবেক্ষণ টাওয়ার। এই টাওয়ারের মাথায় থাকতেন রক্ষীরা। যাঁরা শত্রু পক্ষের জাহাজের গতিবিধি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেন। 

আরও পড়ুন- Zubeen Garg tribute:লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী

সেই সময়ে নদী পাড়ের এই কেল্লার চারপাশে ছিল জলাশয় ও প্রাসাদ, যা তার ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে, সময়ের সঙ্গে সঙ্গে এই কেল্লাটি ক্ষতিগ্রস্ত হতে থাকে। বর্তমানে কেল্লার বেশিরভাগ অংশই ধ্বংসাবস্থায় রয়েছে, তবে এর কিছু অংশ এখনও দাঁড়িয়ে আছে। যা ইতিহাসপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

আরও পড়ুন- West Bengal Weather Update: আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দিন কয়েকেই ঝড়-জলের দাপট আরও বাড়বে?

বর্তমানে, ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর বহু পর্যটক এখানে এসে কেল্লার ধ্বংসাবশেষ দেখে ইতিহাসের সঙ্গে পরিচিত হন। কেল্লার সংরক্ষণ ও সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে ভবিষ্যত প্রজন্ম এই ঐতিহাসিক স্থাপনার গুরুত্ব বুঝতে পারে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা শুধুমাত্র একটি ধ্বংসাবশেষই নয়, এটি আমাদের অতীতের সাক্ষী, যা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।

Chingrikhali Fort Diamond Harbour Fort Bengali News Today