তৃণমূলের দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক, শুভেন্দুর বিরাট অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি

রাজপুর সোনারপুরে আবাসনে ধুন্ধুমার কাণ্ড। আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার। বাদ যায়নি তাঁর স্ত্রীও। তাকেও ধাক্কা দেওয়া হয়। এমনকী বাচ্চাকেও মারধর করা হয়েছে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজপুর সোনারপুরে আবাসনে ধুন্ধুমার কাণ্ড। আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার। বাদ যায়নি তাঁর স্ত্রীও। তাকেও ধাক্কা দেওয়া হয়। এমনকী বাচ্চাকেও মারধর করা হয়েছে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Customs Officer Attacked

আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার, গর্জে উঠলেন শুভেন্দু

রাজপুর সোনারপুরে আবাসনে ধুন্ধুমার কাণ্ড। আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার। বাদ যায়নি তাঁর স্ত্রীও। তাকেও ধাক্কা দেওয়া হয়। এমনকী বাচ্চাকেও মারধর করা হয়েছে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুভেন্দু বলেন, 'পশ্চিমবঙ্গ কারোর জন্যই আজ সুরক্ষিত নয়। ওনাকে খুনের চেষ্টা করা হয়েছে। লঘু ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে'। শুল্ক আধিকারিককে কল্যাণী AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা। জানা গিয়েছে বাড়ি ফেরার সময় অটোর সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। সেই থেকেই বচসার সূত্রপাত। এরপর প্রদীপ কুমার ওই আধিকারিকের আবাসনে জোর করে প্রবেশ করেন ৫০-৬০ জন অটোচালক। অভিযোগ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ পুলিশের কাছে বারে বারে অভিযোগ জানানো হলেও পুলিশ সময় মত আসেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে এক জনকে। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। 

Advertisment

আরও পড়ুন- ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! আর মাত্র কিছু সময়, কলকাতায় তুফানি তান্ডবের তুমুল সতর্কতা!জারি হল ইয়েলো অ্যালার্ট

আহত ওই সরকারি আধিকারিক দাবি করেছেন, প্রায় ৫০-৬০ জন লোক ফ্ল্যাটে প্রবেশ করে রীতিমতো মারধর করে এবং ফ্ল্যাটের লক করা গেট ভেঙে ফেলে। তিনি বলেন, “তারা আমার ঘরে প্রবেশ করে আমাকে মারধর করেছে এবং মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার স্ত্রীকেও ধাক্কা দেয়। ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে ওই অবস্থায় আমাকে ফেলে রেখে চলে যায়।”ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেছেন, শনিবার পুলিশকে ফোন করার পরারও পুলিশ যথা সময়ে এসে পৌঁছায়নি। ফ্ল্যাটের CCTV ফুটেজে কুমারের রক্তাক্ত ছবি ধরা পড়েছে। 

Advertisment

আরও পড়ুন- একবার বিনিয়োগেই নিশ্চিত মাসিক আয়! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রতি মাসে ৯,০০০ টাকা উপার্জনের সুযোগ

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আহত ওই আধিকারিকের বাড়িতে তাঁকে দেখতে যান এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে।”

তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, " তৃণমূলের গুন্ডারা ঢুকে  সেন্ট্রাল এক্সাইজ অফিসার শ্রী প্রণব কুমারের রাজপুর, সোনারপুরের ফ্ল্যাটে   ভাঙচুর চালায়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা সম্পুর্ণভাবে ভেঙে পড়েছে। আজ আমি শ্রী প্রণব কুমারের সঙ্গে দেখা করেছি। গত রাতের যা ঘটেছে তা ভাবার বাইরে। অটো রিকশার চালক আজিজুল গাজী সোনারপুর উত্তর তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী নজরুল আলির ঘনিষ্ঠ সহযোগী। এছাড়া প্রায় ২০০ জন তৃণমূল কর্মী অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মূল ফটকের বাইরে জড়ো হয়। পরে ৫০জনের বেশি গুন্ডা বেআইনিভাবে ও জোর জবরদস্তি করে গেট ভেঙে অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাঁকে নির্মমভাবে তাকে মারধর করে। পরিবারের সদস্যদের অসভ্য আচরণ করে  আসবাবপত্র ভাঙচুর করে"।

আরও পড়ুন- দীর্ঘ ৫ বছরের বিরোধের অবসান, কলকাতা থেকে আজ চিনের উদ্দেশ্যে রওনা দেবে ইন্ডিগোর বিমান

শুভেন্দু আরও লিখেছেন, "রাত প্রায় ৯টা নাগাদ পুলিশকে জানানো হলেও কোন সদুত্তর মেলেনি। স্পষ্টতই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের সুরক্ষা দিচ্ছে পুলিশ। যদি একজন সাংবিধানিক কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা, আক্রান্ত হতে পারেন এই বাংলায়, তাহলে আর কেউই পশ্চিমবঙ্গে নিরাপদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রাজ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, কেবল তৃণমূলের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ শেষ হতে হবে। আমি দৃঢ়ভাবে শ্রী প্রণব কুমার ও তাঁর আতঙ্কগ্রস্ত পরিবারের পাশে আছি। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি"।

আরও পড়ুন- সেজে উঠেছে আলোর শহর চন্দননগর, জগদ্ধাত্রী পুজোয় এলাহি আয়োজনে চমকে যাবেন

Suvendu Adhikari tmc