Bangladesh Govt Logo On Hospital Poster: বাংলার হাসপাতালের পোস্টারে বাংলাদেশের লোগো, তুমুল বিতর্কের মাঝে কী সাফাই কর্তৃপক্ষের?

Durgapur News: দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসিইউ এর পাশে দেওয়ালে সাঁটা রয়েছে একটি পোষ্টার। যেখানে রয়েছে বাংলাদেশ সরকারের লোগো। বিষয়টি নজরে আসতেই হুলুস্থুলু পড়ে যায় হাসপাতাল চত্বরে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
bangladesh logo on hospital poster controversy rises in durgapur

হাসপাতালের পোস্টারে বাংলাদেশের লোগো, তুমুল বিতর্কের মাঝে কী সাফাই কর্তৃপক্ষের? Photograph: (প্রদীপ কুমার চট্টোপাধ্যায়)

Bangladesh Govt Logo On Hospital Poster: দুর্গাপুর মহকুমা হাসপাতাল বাংলাদেশ সরকারের লোগো সম্বলিত পোস্টার। যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আইসিইউ এর পাশে দেওয়ালে সাঁটা রয়েছে একটি পোষ্টার। সেই পোস্টারে  বাংলাদেশ সরকারের লোগো। বিষয়টি  নজরে আসতেই হুলুস্থুলু পড়ে যায় হাসপাতাল চত্বরে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না, নজরে আসতেই খুলে ফেলা হয়েছে পোষ্টারটি। একই সঙ্গে তিনি সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেও জানানো হয়েছে হাসপাতাল প্রশাসনের তরফে।  

Advertisment

'বাংলাদেশে হাসিনাদের আওয়ামি লিগ নিষিদ্ধ করা হবে', জানালেন ইউনুসের উপদেষ্টা

এদিকে লোগো কাণ্ড প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের লোগো কী সরকারি ভুল?  বিশেষজ্ঞরা মনে করছেন, চক্রান্ত না থাকলে এমন ভুল হতে পারে না । তবে কি কেউ চক্রান্ত করে এই কাজ করেছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য? রাজনৈতিক মহল অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।  অনেকেই মনে করছেন এই বিষয়ে তদন্তভার  সিআইডির হাতে তুলে দেওয়া উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। 

বাংলাদেশে ইউনূস সরকারের আমলে স্পষ্ট হয়েছে ভারত বিদ্বেষ। সীমান্তে উত্তেজনা অব্যাহত। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। ইউনুস সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের। এই অবস্থায় এই ঘটনার তদন্তভার সিআইডির উপর তুলে দেওয়াটাই সঠিক পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। কিন্তু দুর্গাপুরের মত জায়গায় কীভাবে ঘটে গেল এই কাজ? কে বা কারা করল? কোন একজন নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর চক্রান্ত? চর্চা এখন গোটা দুর্গাপুর জুড়েই। প্রশ্ন একটাই আদৌ যে বা যারা এই ঘটনায় জড়িত তারা কী গ্রেফতার হবে? 

Advertisment

মোদী ম্যাজিকে 'ভ্যানিশ' কেজরি! দিল্লিতে 'আপকে সাফ', বিজেপির দুর্দান্ত কামব্যাক

Durgapur