West Bengal News Highlights:ভারত-বিদ্বেষের জিগির তুলেই চলেছে বাংলাদেশ, সেদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব দিল্লির

West Bengal News Highlights Today 8 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:বাংলাদেশের দিকে দিকে ভারত বিদ্বেষ বেড়েই চলেছে। বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত দু'মাসে অর্থাৎ ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর ৭৬ টি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত সে দেশে নানা ধরনের হিংসার বলি হয়েছেন ২৩ জন হিন্দু। হিন্দু মন্দিরে আক্রমণের ঘটনা ঘটেছে ১৫২ টি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব নয়াদিল্লির।

Advertisment

ফের কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার বড়বাজারে হানা দিয়ে দুটি বন্দুক ও ১৭ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের কাছে আগ্নেয়াস্ত্র-সহ ৫ যুবককে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই বড়বাজারের ওই ঠিকানার হদিশ পান তদন্তকারীরা।

এদিকে, রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ ফের মাথা চাড়া দিল। বাজেট অধিবেশনের ঠিক আগে নবান্ন ও রাজভবনের মধ্যে সন্ধি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এবার বরানগর এবং ভগবানগোলার তৃণমূল বিধায়কের কাছে পৌঁছেছে আইনি নোটিশ। এই দুই কেন্দ্রের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে টানাপোড়েনের সূত্রেই এই নোটিশ বলে জানা গিয়েছে।

  • Feb 08, 2025 15:40 IST

    West Bengal News Live:দিল্লির বিষয় দিল্লিতে:কুণাল

    "২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস ২৫০+ চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কী হল আমাদের বিষয় না। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।" দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালদের মুখ থুবড়ে পড়ার দিনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের।



  • Feb 08, 2025 15:31 IST

    West Bengal News Live:পথ দুর্ঘটনায় মৃত্যু ট্যুর গাইডের, আহত আরও ২

    পর্যটন নিয়ে যাওয়ার পথ পথ দুর্ঘটনায় মৃত্যু ট্যুর গাইডের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ঢোকার আগে পুরুলিয়া বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের হুড়া এলাকায়। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থেকে পর্যটকদের ওই দলটি পুরুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাওয়া কথা ছিল তাঁদের। পথ দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়িটি। গাড়িতে থাকা ট্যুর গাইডের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুই পর্যটক গুরুতরভাবে জখম হয়েছেন।



  • Advertisment
  • Feb 08, 2025 15:28 IST

    West Bengal News Live: দিল্লির জয়ে 'ফুলচার্জড' শুভেন্দুর নয়া হুঙ্কার

    দিল্লিতে গেরুয়া ঝড়ে সাফ AAP। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে BJP। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফল বেরোতে শুরু করার পরপরই উচ্ছ্বাস বাংলার রাজ্যের বিজেপি নেতাদেরও। উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, "দিল্লির জিত আমাদের জিত। '২৬-এ এখানেও হবে।"

    বিস্তারিত পড়ুন- Delhi Election Results 2025: '২০২৬-এ বাংলাতেও বদল', দিল্লির জয়ে 'ফুলচার্জ' শুভেন্দুর নয়া হুঙ্কার



  • Feb 08, 2025 14:56 IST

    West Bengal News Live: 'আওয়ামি লিগ'কে নিষিদ্ধ ঘোষণা?

    শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে 'আওয়ামি লিগ'কে নিষিদ্ধ ঘোষণা ব্যাপারে বর্তমান সরকার পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসিফ মাহমুদ বলেছেন, "এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামি লিগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি। তাই গত ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়।" 



  • Feb 08, 2025 14:44 IST

    West Bengal News Live:নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

    এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকার একটি বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন এলাকার লোকজন। বারুইপুরের বৃন্দাখালি পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, নাথাপাড়া এলাকার ওই নাবালিকা শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিল। অভিযোগ, দোকান থেকে ফেরার পথে স্থানীয় মাঝপুকুর গ্রামের দুই যুবক তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মাণ বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বজায় সেই চিৎকার কেউ শুনতে পায়নি। ঘরে নিয়ে গিয়ে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা হয় বলে অভিযোগ। 



  • Feb 08, 2025 13:27 IST

    West Bengal News Live: পেঁয়াজের গোলা গড়বে রাজ্য

    বছরের বিভিন্ন সময়ে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় সাধারণ মানুষের। বিভিন্ন সময় সুনির্দিষ্ট কোনও কারণ ছাড়াই হঠাৎ করে পেঁয়াজের দাম যেন আকাশ ছুঁয়ে যায়। এবার জ্বলন্ত এই সমস্যার নিরসণে উদ্যোগী হয়েছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। পেঁয়াজের গোলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্যজুড়ে ৭টি পেঁয়াজের গোলা তৈরি করা হবে।


    বিস্তারিত পড়ুন- Onion: দাম নিয়ন্ত্রণে অভূতপূর্ব তৎপরতা, পেঁয়াজের গোলা গড়বে রাজ্য



  • Feb 08, 2025 13:17 IST

    West Bengal News Live: মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ আরজি করের নির্যাতিতার পরিবারের

    অভয়া কাণ্ডের তদন্ত নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর পরিবার। সিবিআইয়ের তদন্তের ওপর আস্থা হারিয়েছেন। তদন্ত নিয়ে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। এবার আরজি কর মেডিক্যাল কলেজের নিহত ছাত্রীর বাবা মা দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে। এই মূহুর্তে আরএসএস প্রধান বাংলা সফরে আছেন। 

    বিস্তারিত পড়ুন- Mohan Bhagwat: মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, আরজি করের নির্যাতিতার বাবা-মাকে কী বললেন সঙ্ঘপ্রধান?



  • Feb 08, 2025 09:51 IST

    West Bengal News Live: টলিপাড়ায় অচলাবস্থা কাটল

    আপাতত কেটেছে অচলাবস্থা। অবশেষে ফের কাজে ফিরতে চলেছেন টলিউডের ছবি পরিচালকরা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের যৌথ আশ্বাসে পরিচালকরা আশ্বস্ত হয়েছেন। শুটিং সংক্রান্ত এবার সমস্ত দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানানো হবে বলে জানিয়েছেন পরিচালকরা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে পুরোদমে শুটিং ফ্লোরে ফিরবেন পরিচালকরা।



  • Feb 08, 2025 09:50 IST

    West Bengal News Live: আক্রান্ত শিক্ষক

    পূর্ব মেদিনীপুরের ময়নার এক স্কুল শিক্ষক আক্রান্ত হয়েছেন। ট্রেনে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে মারধর করা হয় তাকে। সাঁতরাগাছি স্টেশনে নামার কথা থাকলেও তাকে নামতে দেওয়া হয়নি। পরে তিনি উলুবেরিয়ায় নামেন। তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়।



  • Feb 08, 2025 09:50 IST

    West Bengal News Live: কলকাতায় মোহন ভাগবত

    ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এবার রাজ্যে ১১ দিনের ঠাসা কর্মসূচি রয়েছে RSS প্রধানের। চলতি বছরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি হবে। সেই বিষয়টিকে সামনে রেখে রাজ্যে রাজ্যে নানা কর্মসূচি নিয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠনটি। সেই কর্মসূচির অংশ হিসেবেই এবার বঙ্গ সফরে ভাগবত।



  • Feb 08, 2025 09:28 IST

    West Bengal News Live:রেকর্ড যাত্রী মেট্রোয়

    ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলতি আর্থিক বছরে কলকাতা মেট্রো রেলের যাত্রী বৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৯% বেশি। কলকাতা মেট্রো রেল ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ১৮.৫২ কোটি যাত্রী পরিবহণ করেছে, যা গত বছরের একই সময়ের ১৬.০৫ কোটি (যা ২.৪৭ কোটি বেশি) ছিল।



  • Feb 08, 2025 08:58 IST

    West Bengal News Live:আরও নামবে পারদ

    আরও নামল পারদ। বিদায়বেলায় ক্রমেই জোরালো হচ্ছে শীতের আমেজ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র নামছে তাপমাত্রা। একেবারে শেষবেলায় এসে খেলা ঘোরাচ্ছে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। সরস্বতী পুজোর পর থেকে এক ধাক্কায় ফিকে হয়ে যাওয়া শীতের মেজাজ আরও একবার চড়া হবে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: বিদায়বেলায় 'খেল' দেখাচ্ছে শীত, আরও নামবে পারদ, জোরালো হবে ঠান্ডার অনুভূতি



Bangladesh Bengali News Today news in west bengal news of west bengal NEWS